সালাম সবাইকে। আসা করি সবাই ভাল আছেন।
"আপনাদের হাতে কিছু সময় থাকলে দেখে যান plz."
আমি আপনাদের ব্লগ / ওয়েব সাইট নিয়ে কিছু বলব। আসা করি সবাই ব্যপারটা স্বাভাবিক ভাবি নিবেন।
আজকের এই অনলাইন যুগে আমাদের সবারই কম বেশী Web or Blog site আছে। অনলাইন এর এই সকল সাইটগুলো হয়ত বা কেও আমরা সখের বশে অথবা আয় করার জন্যই বানাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের সাইটগুলোতে বিভিন্ন কোম্পানির এড পাবলিশ করে থাকি (Google, Adbrite... etc)।মূলত আমরা সবাই অনলাইন আয় সম্পর্কে আগ্রহী এবং আমরা সবাই কম-বেশী জানি যে, এই কম্পানিগুলো কি এবং কাকে কিভাবে পে করে। যার ফলে আমরা চেস্টা করি seo করতে এবং যার মাধ্যমে visitor ও ক্লিক আপগ্রেড করতে চাই। মূলত আমরা সবাই সাফল্য অর্জন করতে চাই।
এখন আশি মুল কথায়_
আমরা যারা বাংলাদেশী (অন্যদের কথা জানি না। জানার দরকার নেই) প্রায় সবাই কারও সাইট এ প্রবেশ করতে চাই না। যদিও করে থাকি, ভুলেও কারও এড এ ক্লিক করি না। কেন করি না জানেন? কারন আমরা চাই না কেও আমাদের দ্বারা লাভবান হউক। লাভবান হলেত সে হয়ে যাবে ...... তাই না?
আবার দেখুন আমরা আমাদের ডোমেইন গুলোতে বাংলার কিছু শব্দ ( bd, name....etc) ব্যবহার করে থাকি, যার ফলে আমরা বুঝতে পারি এটা bd সাইট। so আমরা এইসব সাইট এ প্রবেশ করি না। আমরা যত খারাপি করিই না কেন আমাদের মূল লক্ষ্য থাকে কেও যেন আমাদের দ্বারা লাভবান না হয়।
কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি তাই হয় ? মোটেও না। আমরা আমাদের কোনো না কোনো দরকারে ফরেন সাইটগুলোতে প্রবেশ করে থাকি এবং এড এ ক্লিক করে থাকি। তাহলে ভাবুন, কার লাভ হল আর কার কি হল ? এটা কি আমাদের চোখ খুলে দেয় না ? এই বিষয়ে আপনাদের ভাবনা কি ?
আসুন।। আমরা আমাদের এই নিম্ন মানসিকতা বদলে ফেলি, বদলে দেই। আচ্ছা! একটু ভাবুনতো ? আমরা যারা বাংলাদেশী তারা কি একটা ফ্যামিলি নই ? এখানে সবাই আপন নই কি ? আমরা সবাই একই "মা" এর সন্তান নই কি, যে কিনা আমাদের ১৯৭১ সালে জন্ম দিয়েছে ? আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ব হই যেন আমরা অপরকে সাহায্য করব কেননা আমাদের দ্বারাই আমাদের মাতৃভূমি সমবৃ্ধ্বি হবে। এই রকম নীচ ভাবনাগুলো ফেলে দিয়ে অন্য কারও উপকার করি তাহলে দেখবেন সেই হয়ত কোনো একদিন আপনার অনেক বড় উপকার করছে (হাদীস এর কথা, আমার নয়)। আসুন আমরা আমাদের প্রতিটি ভাইকে সাফল্যের দ্বার প্রান্তে পৌছুতে সাহায্য করি।
অবশেষে, নিশাচর নাঈম, শাকিল আরেফিন, পুদিনা পাতা ভাইদের কাছে কৃ্তজ্ঞতা প্রকাশ করি, কারন আজ আমি আপনাদের Guideline ( Google Adsense) পেয়ে আমার নিজের ব্লগ সাইট দ্বারা আয় করছি। দোয়া করবেন, আমি এখান থেকে অনেক আয় করতে চাই।
আজ এতটুকুই। ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন plz. ধন্যবাদ।
আমি ScrollBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar blog site ar jonno add dorkar.. kintu kothay kivabe korte hobe sheta jani na.. plss amake aktu help korun? amar mail address [email protected]