অনলাইন বিষয় নিয়ে কিছু কথা!!!

সালাম সবাইকে। আসা করি সবাই ভাল আছেন।

"আপনাদের হাতে কিছু সময় থাকলে দেখে যান plz."

আমি আপনাদের ব্লগ / ওয়েব সাইট নিয়ে কিছু বলব। আসা করি সবাই ব্যপারটা স্বাভাবিক ভাবি নিবেন।

আজকের এই অনলাইন যুগে আমাদের সবারই কম বেশী Web or Blog site আছে। অনলাইন এর এই সকল সাইটগুলো হয়ত বা কেও আমরা সখের বশে অথবা আয় করার জন্যই বানাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের সাইটগুলোতে বিভিন্ন কোম্পানির এড পাবলিশ করে থাকি (Google, Adbrite... etc)।মূলত আমরা সবাই অনলাইন আয় সম্পর্কে আগ্রহী এবং আমরা সবাই কম-বেশী জানি যে, এই কম্পানিগুলো কি এবং কাকে কিভাবে পে করে। যার ফলে আমরা চেস্টা করি seo করতে এবং যার মাধ্যমে visitor ও ক্লিক আপগ্রেড করতে চাই। মূলত আমরা সবাই সাফল্য অর্জন করতে চাই।

এখন আশি মুল কথায়_

আমরা যারা বাংলাদেশী (অন্যদের কথা জানি না। জানার দরকার নেই) প্রায় সবাই কারও সাইট এ প্রবেশ করতে চাই না। যদিও করে থাকি, ভুলেও কারও এড এ ক্লিক করি না। কেন করি না জানেন? কারন আমরা চাই না কেও আমাদের দ্বারা লাভবান হউক। লাভবান হলেত সে হয়ে যাবে ...... তাই না?

আবার দেখুন আমরা আমাদের ডোমেইন গুলোতে বাংলার কিছু শব্দ ( bd, name....etc) ব্যবহার করে থাকি, যার ফলে আমরা বুঝতে পারি এটা bd সাইট। so আমরা এইসব সাইট এ প্রবেশ করি না। আমরা যত খারাপি করিই না কেন আমাদের মূল লক্ষ্য থাকে কেও যেন আমাদের দ্বারা লাভবান না হয়।

কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি তাই হয় ? মোটেও না। আমরা আমাদের কোনো না কোনো দরকারে ফরেন সাইটগুলোতে প্রবেশ করে থাকি এবং এড এ ক্লিক করে থাকি। তাহলে ভাবুন, কার লাভ হল আর কার কি হল ? এটা কি আমাদের চোখ খুলে দেয় না ? এই বিষয়ে আপনাদের ভাবনা কি ?

আসুন।। আমরা আমাদের এই নিম্ন মানসিকতা বদলে ফেলি, বদলে দেই। আচ্ছা! একটু ভাবুনতো ? আমরা যারা বাংলাদেশী তারা কি একটা ফ্যামিলি নই ? এখানে সবাই আপন নই কি ? আমরা সবাই একই "মা" এর সন্তান নই কি, যে কিনা আমাদের ১৯৭১ সালে জন্ম দিয়েছে ? আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ব হই যেন আমরা অপরকে সাহায্য করব কেননা আমাদের দ্বারাই আমাদের মাতৃভূমি সমবৃ্ধ্বি হবে। এই রকম নীচ ভাবনাগুলো ফেলে দিয়ে অন্য কারও উপকার করি তাহলে দেখবেন সেই হয়ত কোনো একদিন আপনার অনেক বড় উপকার করছে (হাদীস এর কথা, আমার নয়)। আসুন আমরা আমাদের প্রতিটি ভাইকে সাফল্যের দ্বার প্রান্তে পৌছুতে সাহায্য করি।

অবশেষে, নিশাচর নাঈম, শাকিল আরেফিন, পুদিনা পাতা ভাইদের কাছে কৃ্তজ্ঞতা প্রকাশ করি, কারন আজ আমি আপনাদের Guideline ( Google Adsense) পেয়ে আমার নিজের ব্লগ সাইট দ্বারা আয় করছি। দোয়া করবেন, আমি এখান থেকে অনেক আয় করতে চাই।

আজ এতটুকুই। ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন plz. ধন্যবাদ।

Level 0

আমি ScrollBoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar blog site ar jonno add dorkar.. kintu kothay kivabe korte hobe sheta jani na.. plss amake aktu help korun? amar mail address [email protected]

    Level 0

    আপনি কোন কোং এর এড সম্পর্কে বলছেন? যোগাযোগ করব। [email protected] এ কাল রাত ১১.৩০ এর পরে আমাকে ym এ পাবেন। ধন্যবাদ।

আপনার সাথে পুরাপুরি একমত । ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ…

আপনার সাথে একমত। আমাদের দেশের আনেকে আছেন যারা কাজ নিয়ে দেশের বাইরে কাজ করায় একটু কম পয়সায় করবে বলে।, তাদের কাছে আমার অনুরোধ দেশে কাজ করান দুটো টাকা বেশী লাগলেও এই দেশে তো টাকা থাকছে , আর আমাদের কিছু বেকার ভাই কিছু টাকা আয় করছে।

    Level 0

    ঠিক বলেছেন।ধন্যবা…

Level 0

হুমমম, সব কথাই ঠিক আছে। এডে ক্লিক আমি যে করি তা নয়, তবে সেটা শুধু বাংলা সাইট নয়,যে কোনো সাইটের জন্য প্রযোজ্য। আর আরেক বাঙ্গালী উপকৃত হবে এটা ভেবেও যে আমি এডে ক্লিক করি না তা নয়। আসলে যেকোনো সাইটের এডকেই আমি এড়িয়ে যাই। আপনার সাইটের লিঙ্ক তো পেলাম না।

    Level 0

    আমি ইচ্ছা করে দেই নি। হয়ত অনেকে publishing বলতে পারে। এখন দিলাম http://www.centurial.tk

আমি কিন্তু ভাই কোন এদেই ক্লিক করি না । তা যারি হোক না কেন । আর আমার কোন কাজের দরকার হলে আমি বাংলাদেশিদের দিয়েই করাই ।

    Level 0

    এড এ ক্লিক করেন না কেন? দেখুন না, কাজেও তো লাগতে পারে? তবে ফাও ক্লিক না করাই ভাল।ধন্যবাদ।

অনেক ভালো লাগল । আরো এগিয়ে যান । এডসেন্স নিয়ে আমার কিছূ হেল্প দরকার । কিছু ব্যাসিক প্রবলেম আছে । আমার মেইল : [email protected] ধন্যবাদ ।

Level 0

এটা করা যাবে না ভাই। কারন একই সাইটের এ্যড এ বংলাদেশের আইপি থেকে বেশি ক্লিক পড়লে একাউন্ট বাতিল হবে যাবে। গুগলের কাছে বাংলাদেশ, ভারত এবং চীন রিস্কি জোন হিসেবে পরিচিত। একাউন্টে ১০০/১৫০ ডলার জমা হওয়ার পর একাউন্ট বাতিল হওয়ার ভুরি ভুরি উদাহারন আছে। সুতরাং ভুলেও আপনার এ্যাডসেন্স সাইটের ঠিকানা আপনার দেশিয় বন্ধুকে দিবেন না। আপনার বন্ধু হয়ত আপনার উপকার করতে গিয়ে এ্যডে বেশি বেশি ক্লিক করবে আর তাতে হিতে বিপরীত হয়ে আপনার একাউন্ট বাতিল হয়ে যাবে।
আমার মেইন এ্যডসেন্স সাইটের ঠিকানা আমারা তিনজন ছাড়া আর কেউই জানে না। 🙂
একটা জিনিস মনে রাখা দরকার এ্যডসেন্স পাওয়া বড় কথা বড় কথা হচ্ছ এ্যডসেন্স থেকে চেক পাওয়া। 😀

Level 0

Onek valo likhechen. Apnar shathe akmot. Asha shamne aro valo valo tune pabo.

Level 0

ভাই আমি কোন সাইট এর অ্যাড এ ক্লিক করিনা। কিন্তু যখন দেখি ভাল কোন অ্যাড দিতাসে তখন ওই লিঙ্ক টা কপি করে অন্য পেজ এ ওপেন করি কিন্ত তারপর ও অ্যাড এ ক্লিক করিনা। কারন ( M H BULBUL ) ভাই যেইটা বলসে তা ঠিক।

U make it very clear.
Thanks

ami adds e click kori kom kom. click korina keu taka pabe tar jonno noy!! oi site e gia kono lav hoy na eta every body jane. tara to free free adsence e add dey na tara permium user banate say. sei ability jei din hobe takon deka jabe!!!!

নিম্ন মনমানসিকতার পরির্বতন আনুন। এভাবে এড দিলে কত জন আপনার রেফারেলে সাইন আপ করবে? এখানে Google, Adbrite এর কথা হচ্ছে! asteria-add এর হচ্ছে না। আশা করি বুজতে পেরেছেন।

Level 0

আপনি কি বলছেন তা বুজতে পারি নাই। ধন্যবাদ…

আপনাকে বলি নাই। পোস্ট এর প্রথম কমেন্ট টায় এক টিউনার ক্লাব-এস্টেরিয়া একটি রেফারেল লিংক দিয়েছিল তাকে বলেছি। সেই কমেন্ট টি এখন মুছে দিয়েছেন।