ক্লাব এষ্টেরিয়ানদের জন্য দুঃ সংবাদ (আপডেটেড)

(আমি এখনই জয়েন করতে চাই,আমাকে জয়েন করান প্লিজ)

বিভিন্ন সময়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের কথা শোনা যায় যেখানে সামান্য বিনিয়োগ করে অধিক পরিমানে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। আসলে কিছু দিন পরে দেখা যায় হায় হায় কোম্পানী। আর ক্ষতিগ্রস্থ হয় আম জনতা। এই আমার পরিচিত এক ছোটভাই আছে যে ভিসারেভ নামে এক অনলাইন প্রতিষ্ঠানে লাখ টাকা বিনিয়োগ করে এখন হাপিতেষ করে বেড়াচ্ছে।

যাহোক কয়েকদিন আগে ক্লাব এষ্টেরিয়া নামে একটি আমেরিকান অনলাইন প্রতিষ্ঠানের খোঁজ পেলাম এবং সদস্য হবার আমন্ত্রণ ও পেলাম। এই ব্লগের কয়েকজন ইতিমধ্যে সেখানে নাকি যোগও দিয়েছেন। বরাবরই এমন অফার এড়িয়ে চলি। কিন্তু হঠাৎ কৌতুহল বশত এবার এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নিতে ইচ্ছে হলো।

ক্লাব এষ্টেরিয়া হলো একটি আমেরিকান কোম্পানী যার প্রতিষ্ঠাতা এন্ড্রিও লুকাস নামে এক মহিলা যিনি ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক এ পরিচালক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন (তাদের প্রকাশিত তথ্য মতে যদিও এর সপক্ষ্যে কোন প্রমান পাইনি)। তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে ৪০ বছরের লাইসেন্স ও নিয়েছেন (যার কোন প্রমনি পাইনি)। এখানকার সিস্টেম হচ্ছে ১০/২০/২৭০/১০২০ ডলার এর বিভিন্ন অফার আছে যা দিয়ে সদস্য হতে হয় (তাদের ভাষায় এষ্টেরিও)। বিনিময়ে তারা প্রতি সমপ্তাহে ১০% লভ্যাংশ দিবে। যার ৮% পুনরায় বিনিয়োগ বাধ্যতামুলক এবং ২% নগদায়ন করা সম্ভব (এলার্টপে/পেপল এর মাধ্যমে)। এখন পর্যন্ত নাকি সব সদস্যদের এভাবেই লভ্যাংশ প্রদান করা হচ্ছে। প্রতি সপ্তাহে বিনিয়োগ (এষ্টেরিও) বাড়বে লভ্যাংশ ও বাড়বে এবং নির্দিষ্ট সময় (প্যাকেজ ভেদে বিভিন্ন সময়) সাধারণত ১৮ মাস পর থেকে প্রতি সপ্তাহে প্রতি সদস্য ৪০০ ডলার করে আজীবন লভ্যাংশ পাবে। তবে তারা আবার একটা অপশন রেখেছে যে, যেহেতু অনেক মুসলিমদেশে তাদের কার্যক্রম আছে তাই নির্দিষ্ট লভ্যাংশ দিলে তা সুদ হয়ে যায়। এজন্য প্রতি সপ্তাহে যে লাভ হবে তা সদস্যদের মাঝে ভাগ করে দেয়া হবে। সেক্ষেত্রে লাভ কম বেশি হতে পারে। অর্থাৎ যেখানে ১০% লাভ দেওয়ার কথা সেখানে তারা ০.০১% লাভ দিলেও সদস্যদের কিছু বলার নাই।

যাহোক তাই গতকাল বিনিয়োগ ছাড়া তাদের ওয়েব সাইট এ গিয়ে রেজিষ্ট্রার করলাম। কি ব্যপার তাই বোঝার জন্য। ক্লাব এষ্টেরিয়ার এশিয়া অঞ্চল নিয়ন্ত্রীত হয় হংকং অফিসের মাধ্যেমে। তাই রেজিষ্ট্রেশন করার পর ফিরতি মেইলে হংকং অফিস থেকে রেজিষ্ট্রেশন কনফারম করা হলো।

ইমেইল ট্রেসার দিয়ে ট্রেস করে দেখি মেইলটির আই.পি আমেরিকার সান এন্টেরিওর যা টেক্সাস অঙ্গরাজ্যে।

কিন্তু আমার প্রশ্ন অফিস যদি হংকং হয় তাহলে আই.পি ও হংকং এ হওয়ার কথা। আসলে কি হংকং থেকে মেইল করে আমেরিকার আই.পি ব্যবহার করা সম্ভব?

মনের মধ্যে সন্দেহ দেখা দেয়ায় ফোন করি তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা
Club Asteria, Asteria Corporation
1934 Old Gallows Road
Suite 350, Vienna, VA 22182
Tel: 1-703-226-8097 এখানে অবস্থিত। অটো আনসারিং ম্যাশিন এ বলল সবাই ব্যস্ত তাই ম্যাসেজ রাখতে তারা পরে কল ব্যাক করবে। এটা বাংলাদেশ সময় বিকাল ৩ টার কথা যখন তাদের সময় সকাল ১১ টার কথা কিন্তু এখন পর্যন্ত কোন কল ব্যাক পাইনি। পরে দেখি তাদের অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা আলাদা যেটা Club Asteria, Asteria Corporation
44050 Ashburn Shopping Plaza
Suite 609, Ashburn, VA 20147
Tel: 1-866-874-4747 অবস্থিত। ওখানেও ফোন দিয়ে একই অবস্থা। পরি গুগল ম্যাপ এ দেখি

অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা প্রায় ১.৫ ঘন্টার পথ। এটার কোন অর্থ আমি খুঁজে পাইনি।

এই তথ্যগুলো দেখার পর আমি সত্যিই সন্দিহান যারা ইতিমধ্যেই এরসাথে জড়িত হয়েছে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। যদি উক্ত ব্যপারে কারো কোন অভিমত বা মতানৈক্য থাকে প্লিজ প্রমান সহ মন্তব্য করুন। তাতে আপনার কিছু সময় নষ্ট হলেও অন্তত কিছু লোক উপকৃত/সম্ভাব্য ক্ষতির হোত থেকে রক্ষা পাবে।

ক্লাব এস্টেরিয়ার কোন সদস্য থাকলে প্লিজ নেগেটিভলি না নিয়ে তথ্যগুলো যাচাই করুন এবং আপনাদের অভিমত দেন।

(১) স্ক্রিনশট সহ মুলপোষ্ট এই খানে
http://www.somewhereinblog.net/blog/banglaasheque/29355157

মাঝখানে একটি অফটপিক কথা
আমরা প্রায় সবাই পিটিসি সাইটে কাজ করে উপার্জন করতে চেয়েছিলাম কিন্তু নিজেই একটি পিটিসি সাইট তৈরী করার কথা ভাবিনি ।পিটিসি তৈরীর এ টু জেড, মেইনটেইন,লাভজনক কিনা ইত্যাদি নিয়ে একটি ব্লগ প্রকাশিত হয়েছে ।এছাড়া সহজে অনলাইনে আয়ের বিষয়ে অনেক পোষ্ট পাবেন ওখানে ।

আজ আরোও কয়েকজন ব্লগার এর সাথে কথা হলো। সেখান থেকে একজনের মাধ্যমে (বল্গার সিপলু আহসান) ক্লাব এষ্টেরিয়া এর এমডি এন্ড্রিয়া লুকাস এর ওয়ার্ল্ড ব্যাংক থেকে চাকুরীর প্রত্যয়নপত্র পেলাম। আপনাদের অবগতির জন্য সংযুক্ত করলাম। চিঠিতে না আছে প্রতিষ্ঠানের লোগো, না আছে রেফারেন্স নাম্বার। যাহোক ওয়ার্ল্ড ব্যাংক এর ওয়েব পেজ এ সার্চ দিয়ে দেখলাম প্রত্যয়নকারীর নামে কোন ষ্টাফ তাদের নেই এবং হিউমেন রিসোর্স গ্রুপনামে ও কোন গ্রুপ নেই।
ওয়ার্ল্ড ব্যাংক ষ্টাফ লিষ্ট

এন্ড্রিয়া লুকাসকে যে ডিপার্টমেন্ট এ চাকুরী দেখানো হেয়ছে ঐনামে তাদের কোন ডিপার্টমেন্ট নাই। চাকুরী যেহেতু ১৯৮৬ সালে শেষ হয়েছে সেহেতু সার্টিফিকেটটাও ঐ সময়ের হওয়ার কথা অথচ ইস্যু ডেট ডিসেম্বর ১৪, ২০১০। যা একেবারেই অযৌক্তিক মনে হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংক এর অর্গানোগ্রাম অনুযায়ী একজন ডিরেক্টর এর প্রত্যয়নপত্র ভাইস প্রেসিডেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা সেখানে একজন এইচ আর হেড প্রত্যায়িত করেছে যে কিনা ডাইরেক্টরের সাবোর্ডিনেট। এটা কি করে সম্ভব।
ওয়ার্ল্ড ব্যাংক এর অর্গানোগ্রাম

আমার এই পোষ্টের উদ্দ্যেশ্য কাউকে কটাক্ষ করা না। আমি শুধু আমার পাওয়া তথ্যগুলো প্রমান সহ উপস্থাপন করলাম যেন আমাদের কে কেউ ঠকাতে না পারে অন্তত জ্ঞাতসারে। যদি কারো কোন প্রশ্ন থাকে দয়া করে মন্ত্য করুন।

(২) স্ক্রিনশট সহ মুলপোষ্ট এই খানে

http://www.somewhereinblog.net/blog/banglaasheque/29355475

টিউনটি সামুতে প্রকাশিত হয়েছিল । জনগুরুত্বপূর্ন তাই এখানে প্রকাশ করলাম ।এটি আমার লেখা নয়

আপনাদের কমেন্টগুলো দেখে কষ্টও লাগছে আবার হাসিও পাচ্ছে ।
যাই হোক শেষ পর্যন্ত আমিও জয়েন করতে চাই কিন্তু ছোট্ট একটি শর্ত আছে ।আমি নিজে ৩ দিনের মধ্যে ১০,০০০ ডলার ইনভেস্ট করব এবং আরও ৪ জনকে দিয়ে ৭ দিনের মধ্যে ১০০০০০ ডলার ইনভেস্ট করাবো ।
শর্তটা হলো আমার ও আমি যাদের দিয়ে টাকা ইনভেস্ট করাবো এই পুরো টাকাটার রিস্ক আপনাকে নিতে হবে ।আইনগত ভাবে (স্ট্যাম্প) বিষয়টা লিখিত থাকবে ।আর আপনার রেফারেল এ আমি জয়েন করব এবং আমি ক্লাব এষ্টেরিয়া থেকে যতোদিন ধরে যতো আয় করব তার ৫০% আপনাকে দিতে বাধ্য থাকব ।
অনেকেই তো কাজ করছেন,টাকা পাচ্ছেন...আপনার তো কনফিডেন্স আছ......আসুন না একসাথে কাজটি করা যাক ।

Level New

আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you very much for your such great inquiry & informing us. All the best.

    Level 0

    আমি আপনার শর্তে ১০০% রাজি কি আর করা মেইল করেন। [email protected] 😀

    Level 0

    This contract should be fare and clear.
    and also there must be two people for evidence.

    Please knock me at the golden time.
    Thanks.

Level 0

কমেন্ট ডিলিট করছেন কেন?

    Level New

    আপনাকে তার জবাব দিতে হবে ???
    প্রয়োজন মনে করেছি তাই ডিলেট করেছি । আপনি যে একটা চরম বেয়াদব এটা বুঝতে সমস্যা হচ্ছে না
    ।আপনি যে নতুন পাঠক তাও বেশ বোঝা যাচ্ছে ।
    অপরের মাথায় কাঠাল ভেঙ্গে খেতে তো খুব মজা লাগে…..তাই না ।দুই দিন পর যদি ফুটুস হয়ে যায় কোম্পানী তখন আপনার মত লোক খুজে পাওয়া যাবে না ।ভালো হন ভালো হইতে পয়সা লাগে না ।

    Level 0

    আমার যেই কমেন্টের জন্য আপনার মনে হল আমি চরম বেয়াদব সেটা প্রকাশ করুন, এখানে সবাই সচেতন, সবাই বুঝতে পারবে ভূলটা কার। টিউনের কমেন্ট মুছে দেওয়াত ভাল নয়। আপনার সমালোচনা গ্রহন করতে হবে। আপনি কি কখনও দেখেছেন club-asteria-তে জয়েন করানোর জন্য আমি টিউন করেছি, পাবেন না। আর আপনি পুরনো বিষয়ে আবার বিতর্ক সৃষ্টি করছেন, তাও আবার কপি-পেষ্ট টিউনে। তাছাড়া এই লেখার যে আসল লেখক, তিনি এখন club-asteria-এর সদস্য। তাহলে আপনি না জেনে কেন কপি-পেষ্ট করলেন। যদি আপনার নিজস্ব কোন ভোগান্তি থাকে সেটা শেয়ার করুন, নতুবা নয়।

আনেক ভাল ইনফরমেশন দিলেন ভাই, ইদানিং এই ক্লাব এষ্টেরিয়া নিয়ে বিভিন্ন ব্লগে অনেক লেখা লেখি হচ্ছে। তবে এটাও সত্য যে অনেকে এখান থেকে পেমেন্টও পাচ্ছে। অনলাই বলেই যে এটা বিশ্বাস করা যাবেনা তা না, কারন বাংলাদেশেও এমন অনেক সাইট আছে যারা লাখ লাখ টাকা ট্রানজেকশন করে থাকে যেমন এই সাইট টি দেখতে পারেন http://infobangla.net । আমার মনেহয় এটা ভাল সাইট কারণ এটা কোন হাইপ সাইট না। রিকস তো থাকবেই !!!!
ধন্যবাদ

    Level New

    আপনাকেও অনেক ধন্যবাদ ।
    ভাই টাকা আয় করতে কে না চায় বলুন ? আমিও চাই ,আপনিও চান ।আর ঝুকি অবশ্যই নেব তবে বোকার মতো না, একটু যাচাই বাছাই করে তারপর ।

"যাহোক তাই গতকাল বিনিয়োগ ছাড়া তাদের ওয়েব সাইট এ গিয়ে রেজিষ্ট্রার করলাম"। ভাই আপনে বলছেন গত কাল রেকিষ্ট্রার করলাম কিন্তু এই লেখাটা আমি ১০/ ২০ দিন আগে পড়েছিলাম । তার মানে আপনে অনের লেখা নকল করছেন। এবং ক্লাব এস্টেরিয়া সন্পকে অনেক কিছু আপনে জানেন,কিন্তু এটাকি জানেন ওরা এই পয়ন্তু কোন পেমেন্ট miss করে নাই, আমি ক্লাব এস্টেরিয়া বিনোয়গ করেছি এবং সময় মত পেমেন্ট পাইতে আছি।

    Level New

    @ আজগর খান
    ata amar lekha tune na….main post er link ami dia diasi….khuje dekhun paben….thanks……

    Level 0

    ভুয়া, আরেকটা কথা , Unipay2u, Visareb বন্ধ হয়ার আগ পর্যন্ত সবাই কে টাকা দিয়ে গেছে, এমনকি টাকা পাইনাই এমন কোন প্রমান ও ছিলনা। কিন্তু যেই দিন গেছে সব নিয়ে গেছে, কেঊ কিছু বলার ।

    ধন্যবাদ আপনাকে, আমি সবসময় আপনার লেখা পড়ি এবং বিশ্বাস করি আপিনে সবার ভালর জন্য লেখেন, কিন্তু ভাই আপনে ক্লাব এস্টরিয়া সম্পকে আর একটু খোজ খবর নিয়ে সবাইকে জানান, ক্লাব এস্টরিয়া এই পর্যন্ত করও পেমেন্ট মিস করে নাই। ভাই আমি আপনাকে একটি কথা বলব pls don't mind , আপনে এর সত্যতা প্রমান না করে কেন আবার লেখানা প্রকাশ করলে, আপনে কি আমাদে জানাবেন, কারন ক্লাব এস্টরিয়া member হওয়ার জন্য বাংলাদেশ থেকে আমাকে আগ্রহ প্রকাশ করেছে । আমি আনেকে member বানিয়েছি। যদি ক্লাব এস্টরিয়া ভুয়া হয় এবং এর প্রমান করেতে পারেন , তহলে আমি আর কোন নতুন করে ক্লাব এস্টরিয়া কাওকে বিনিয়োগে করার জন্য আগ্রহ দেখাবো না। ধন্যবাদ আপনাকে ।

Level 0

I advice U to contact Mr. M.H. Bulbul bhai.
he can inform U better.
thanks.

Level 0

ভুয়া, আরেকটা কথা , Unipay2u, Visareb বন্ধ হয়ার আগ পর্যন্ত সবাই কে টাকা দিয়ে গেছে, এমনকি টাকা পাইনাই এমন কোন প্রমান ও ছিলনা। কিন্তু যেই দিন গেছে সব নিয়ে গেছে, কেঊ কিছু বলার । thanx Rakhal for tune

    ভাই Unipay2u, Visareb কোনটাই এখনো যায় নাই..

    ভাই ইউনিপে কে বাংলাদেশের সরকার বাংলাদেশে এম. এল. এম ব্যবসা করতে দিচ্ছেনা, এটা বন্ধ হয় নি, কারণ বাংলাদেশে কোন এম. এল. এম কম্পানি পন্য ছাড়া ব্যবসা করতে পারবে না ।

    Level 0

    যদি বন্ধ না হয় তাহলে আমার টাকা ফেরতের ব্যবস্থা করে দিন।

    যত সব ফালতু কথা।

    যখন Company পালাবে তখন তো আপনাদের খুজে পাওয়া মুশকিল।

ভাইয়া,
বর্তমানে sitetalk.com যা unaico holdind ltd. এর অন্তর্গত । যার হেড অফিস hongkong এ। বর্তমানে তারা অনলাইনে MLM ্প্রোগ্রাম শুরু করেছে। অনেকে আবার ইনভেস্ট করে টাকাও পাচ্ছে । আপনি যেহেতু বিস্তারিত অনেক কিছু জানেন,লিখেছেন। আপনাকেই জিজ্ঞেস করলাম, আপনি প্লিজ site talk এর ব্যপারে কিছু বলুন। নয়তো একটা tune ্করুন … আপনের অপেক্ষায় [email protected]

    Level 0

    যখন Company পালাবে তখন তো আপনাদের খুজে পাওয়া মুশকিল। কিছু দিন আগে exincome নামের সাইট scam হয়েছে। আ্নারা নিজেরা তো লাভ করবেন, কিন্তু পরে যারা join করেছে তাদের পেটে লাথি মারবেন।

Level 0

ধন্যবাদ ভাই আপনকে। আপনার এই লেখা অনেক আগেই সুমুতে পড়েছিলাম। ক্লাব এ্যস্টেরিয়ার যারা পুরাতন মেম্বার তারা জানে যে গত ১৫ই ফেব্রুয়ারি সাইটটির যাবতীয় সবকিছু পরিবর্তন করেছে ক্লাউড সার্ভারে স্থানান্তর করেছে, (ওল্ড হিস্টোরিতে গেলেই পুরাতন সাইটের চেহারা দেখা যাবে) আগের ঠিকানা ছিল দুটি একটি মেইলিং এড্রেস আর একটি হেড অফিসের ঠিকানা দুটিই আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ঠিকানা ছিল এবং ফোন নং ও ছিল আমেরিকার।
কিন্তু নতুন সাইটে আমেরিকার কোন ঠিকানা দেয়া নি হংকংয়ের যে নতুন অফিস নিয়েছে সেই ঠিকানা দিয়েছে। সাইটি যখন নতুন সার্ভরে স্তানান্তরিত করেছে তখন টানা ১৫ দিন তাদের যাবতীয় কর্যক্রম বন্ধ ছিল। তখনও তো অনেকের লক্ষ লক্ষ টাকা ইনভেষ্ট ছিল কিন্তু কাউকে ক্লাব এস্টোরিয়া গেল গেল বলে রব তুলতে দেখিনি কারণ তাদের কম্পানির উপর পরিপুর্ণ আস্থা ছিল এবং আছে। বর্তমানে যে সাইটটি আছে সেখানেও অনেক কিছু আনকমপ্লিট আ্ছে দিন দিন ক্লাব এ্যস্টোরিয়ার কর্যক্রম প্রসারিতই হচ্ছে। মেইন সাইট এবং ফেসবুক ঘাটলেই সব বুঝা যাবে।

বর্তমানে সাইটে যে ঠিকানা দেয়া আছে সেখানে শুধু মাত্র হংকংয়ের অফিসের ঠিকানা দেওয়া আছে।
কিন্তু তাদের যাবতীয় কর্যক্রম চলে আমেরিকা থেকে চলে সেজন্যই আপনি আমেরিকার আইপি দেখতে পেয়েছেন। আর এদের কার্যক্রম আমেরিকা থেকে চলে বলেই একে আমেরিকান কম্পনি বলা হয়। হংকংয়ের কম্পনি বলা হয় না। 🙂
বলতে পারেন তহলে আমেরিকার ঠিকানা দেয়া হল না কেন? এর বেশকিছু কারন আছে আমি তর্কে না গিয়ে বলব অবশ্যই তাদের পরিকল্পনা তাদের কাছে আছে।
আমি বললাম আমেরিকার ঠিকানা দিতে, আরেকজন বলল হংকংয়ের ঠিকানা দিতে, আরকেজন বলল ইন্ডিয়ার ঠিকানা দিতে, আরকেজন বলল আফ্রিকার ঠিকানা দিতে, এরকম সবার কথা অনুয়ায়ী চলতে গেলে সবার কাছে সাদা ধবধবে পরিস্কার থাকতে গেলে আর কম্পনি চালান লাগবে না । লুকাসকে হয়ত তখন একটি মুদি দোকান অথবা চায়ের দোকান পরিচলনা করতে হবে 😆 । তাতেও অভিযোগ থেকে মুক্তি পাবে বলে মনে হয় না। একজন বলবে লবনের দাম বেশি রাখছে আরেকজন বলবে চায়ে চিনি কম দিছে সুতরাং লুকাসের ব্যবসা ভুয়া। 😕

আপনি সিম্পল একটা আইপি এর জের ধরে এবং কোন শিপলুর কাছে কি সনদ পত্র পাইছেন তার জন্য দেড় বছর ধরে সারা বিশ্বে চলে আসা একটা সুপ্রতিষ্ঠিত কম্পনির মেম্বারদের জন্য দুঃসংবাদ ঘোষনা দিলেন?? 🙁

আপনাকে একটা প্রশ্ন করি ওই সনদ পত্র কি আপনি তাদের সাইটে কোথাও দেখছেন? বা সাইটের কোথাও কি বিশ্ব ব্যাংকের কোন রেফারেন্স দেওয়া আছে? আমি জানি আপনি তা পাননি । লুকাসকে যারা চিনে তারা সবাই জানে সে বিশ্ব ব্যাংকে কি ছিল। যদিও আমি জানি না কারন আমি বিশ্ব ব্যংকে গিয়ে সব নথি পত্র ঘেটে দেখি নি। আমি যদি ক্লাব এ্যস্টোরিয়া নিয়ে ফটোশপে একটা সনদপত্র বানিয়ে নেটে ছেড়ে দেই..? আর ওই ভুয়া সনদ পত্রের জন্য ক্লাব এস্টোরিয়া কম্পনি ভুয়া হয়ে যাবে? 😆

দু এক মাস পর পরই ক্লাব এস্টোরিয়া চলে যাবে ভুয়া এধরেন বিভিন্ন পোষ্ট হচ্ছে এবং এটা হতেই থাকবে এটাই স্বাভাবিক। আর্শ্চয্য জনক হলেও সত্য যে যারা পোষ্ট করছেন তারা কেউই ক্লাব এস্টেরিয়ার সিম্পল গোল্ডেন মেম্বারও না, বা তাদের টাকা ক্ষতি হয়েছে এধরনের কোন প্রমানও নেই এমনকি তাদের পরিচিত বা পৃথিবির কারও টাকা ক্ষতি হয়েছে তারও কোন প্রমান নেই । শুধু শুধু তাদের সন্দেহ প্রবনাতাকেই প্রকাশ করছেন।
আমি একটা কথাই বলব আপনি পৃথিবীর এমন কোন ব্যাক্তি, কম্পনি বা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যাদের বিরুদ্ধে কোন অভিযোগ করা যাবে না। তারা সাবাই দুধের মত ধবধবে সাদা। সন্দেহ করলে দড়িকেও সাপ বানিয়ে ফেলা যায় এটা প্রমাণিত।
কিছু সুবিধা বাদি কম্পানি, ব্যাক্তি যে ভাবে ক্লব এস্টেরিয়ার পিছনে লাগছে তাতে অচিরেই ক্লাব এস্টোরিয়া মনুষের হাজার ডলার মেরে দিয়েছে তার জ্বলজ্যান্ত প্রমান নিয়ে হাজির হবে। যে করেই হউক এটা তাদের করতেই হবে তা ন করতে পারলে যে তাদের অনেক সমস্যা।

কোথায় গেল আপনাদের ইউনি-পে, কোথায় গেল আপনদের স্পিক এশিয়, কোথায় গেল আপনাদের এক্সইনকাম এরকম অনলাইন ইনভেষ্টের হাজারো সাইট?
কত্ত সাইট আসলো আর গেল ক্লাব এ্যস্টেরিয়া রয়েই গেল।

ক্লাব এ্যস্টেরিয়ার জন্য কিছু ব্যাক্তি ও প্রতিষ্ঠানের চরম ব্যবসায়ীক ধান্দা হচ্ছে না। ( ভাই এটা কিন্তু আপনাকে বলি নাই) যার প্রমান কিছুদিন আগে ইন্ডিয়াতে অস্ট্রেলিয়ান একটা কম্পানি খুটি গাড়ার জন্য বিভিন্ন কনফারেন্স টনফারেন্স করেও খুব একটা সুবিধা করতে পারতেছে না। আর স্পিক এশিয়ার লোকদের জন্য এই মুহুর্তে সবচেয় বড় বাধা এই ক্লাব এ্যস্টিরায়া। ক্লাব এ্যস্টোরিয়ার জন্য তাদের খুব সমস্যা হচ্ছে ডলারের দাম নাকি ৫ টাকা করে লোল!!! 😆 সো যে করেই হোক এই ক্লাব এ্যস্টোরিয়াকে হটাতে হবেই তা না হলে ঘুম হারাম। সে জন্য বিভিন্ন ফোরামে ব্লগে ক্লাব নিয়ে নেগেটিভ লেখা পাওয়া যাচ্ছে যাকে কি না পেইড লেখা বলে।
সকলকে সতর্ক থাকার আহব্বান জানানো হল । গুজব থেকে দুরে থাকুন ভাল থাকুন।
( এখানে কোন কথাই আপনাকে উদ্দেশ্য করে বলি নাই, আমি জানি অন্তত টিটির কোন টিউনার টাকার বিনিময়ে কোন কম্পনির বিরুদ্ধে লেখবে। যদিও আপনি একই লেখা কিছুদিন পারপরই বিভিন্ন সাইটে লিখতেছেন। ) 🙁

যাবার আগে একটি কথা।
আচ্ছা এলার্ট-পে, পেপালের ডলারের দাম কি কখনো ৫ টাকা করে হপে? 😀

    Bulbul ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর ভাবে আপনে ওদেরকে( যারা ক্লাব এ্যস্টোরিয়ার বিপক্ষে) বুঝিয়ে দিয়েছেন।

    Level 0

    @M H BULBUL- I dont want to make any argument with you about Club Asteria cause there were some such types company those had a good reputation until their collapse. As because you are not owner or shareholder of Club Asteria so be careful to give any assurance about anybody.

    By the way I will be more happy if you answer my point wise question in my blog or in any open forum. Look i dint blame about Club Asteria, just i told what I got practically. If possible please make a introducing call to Andrea Lucas or any CA support staff and upload the record for our better understand.

    Furthermore I upload the credential letter of World Bank in Club Astera's Face Book page and ask about it's ingenuity but sorry to say they were keep silent. I don't know why?

    Sorry to write in English. Just now i have no bangla software

    বুলবুল ভাই এই কমেন্ট টা টিউন করেন।

    Level 0

    @asheque, ব্রো আমি assurance দেব কেন? আর আমিও তো কাউকে আমার সাথে argument করতে বলি নাই। এটা সম্ভব না। কারন কম্পানীর সাথে আমার ব্যাক্তিগত কোন সম্পর্ক নেই। একটা কম্পনি সম্পর্কে পজেটিভ কিছু বলা মানে এই নয় যে ওই কম্পানির যাবতীয় দায় দায়ীত্ব আমার নিজের । আপনার নিজের একাউন্ট আপনাকেই মেইনটেনেন্স করতে হবে লাভ ক্ষতির অংশিদার আপনি নিজেই এবং এটা আমি শুরু থেকেই বলে আসছি Terms and service এ দেখেন http://www.earningschool.com/

    ক্লাব এস্টেরিয়া নিয়া আমি কোন ব্লগে কোন পষ্ট করি নি, বা আমার কোন কমেন্টের মাধ্যমেও কাউকে জয়েন করতে বলি নি। সামুতে আপনার পোষ্টে কতগুলা কমেন্ট করেছি দেখছেন? কি কোথাও তো কাউকে জয়েন করতে আমন্ত্রন করি নি।
    কারন এমনিতেই আমার যথেষ্ট রেফারেল আছে যার বেশির ভাগই দেশের বাইরের। বাংলাদেশি একজন রেফারেলের পেছনে যে সময় দিতে হয় বিদেশি ১০ জনের পিছনেও এত সময় দিতে হয় না। কারন তারা যাবতীয় তথ্য অনলাইন থেকেই সংগ্রহ করে আপলাইনের তথ্যের উপর তারা বসে থাকে না।
    ক্লব এস্টেরিয়া নিয়ে আলোচনা করে দুই একটি রেফালেল পাওয়ার উদ্দেশ্যে রেফারেল লিংক ছড়ানো বা যোগাযোগ করতে বলা এটা আমার কাছে মোটেও পছন্দ না ।

    আর আপনার আপলোডকৃত ফাইলের জন্য ক্লাব এস্টেরিয়া কোন উত্তর দেয় নি? আর দেবে বলেও মনে হয় না। কারন ওই লেটারের রেফারেন্স তারা কখনো দেয় নি? এটা কোন অতি উৎসাহি মেম্বারের ফটোশপ দিয়ে তৈরী করা বলে মনে হচ্ছে।

Level 0

ওহ ভাই আপনাকে তো বলাই হয়নি। মুল লেখাটি যার সে নিজেই শেষ পর্যন্ত ক্লব এ্যস্টেরিয়াতে জয়েন করেছে। 😀
তবে তার তদন্তকে সাধুবাদ জানাই । কোথাও ইনভেষ্ট করতে হলে বুঝে শুনেই করতে হয়।

    Level New

    @M H BULBUL ভাই ,
    শুনে ভাল লাগল ।ধন্যবাদ ।

    মুল পোষ্ট টি করেছেন বাংলা আশিক নামের একজন আর বুলবুল ভাই , উনি আমার ডাউনলান । এবং যতদুর জানি সে খুব শিগ্রী এন ডি হয়ে যাবে। আমার জিমেইলে এড আছেন । ধন্যবাদ ।

Level 0

ভাই কি বলব ? আপনার দুঃ সংবাদ সুনে মনে হয় বাংলাদেশের মধ্যে আপনি একজন যে দুঃ সংবাদ বানাতে পারে । আপনার কাছে ইনভেস্ট করার মতো ডলার না থাকলে আপনি না করেন, অন্যদেরকে কেন না যেনে কথা বলেন ? অন্যনের ভাল দেখতে মন ছায়না

    Level New

    অ্ন্যদের ভাল দেখতে মন চায় বলেই পোস্টটি দিলাম ।একটু ভেবে দেখুন পোষ্টটি যারা ক্লাব আ্যস্টরিয়াতে কাজ করেন এবং করতে চান তাদেরও দরকারী ।একটু অন্যভাবে দেখুন ।

Rakhal ভাই , আপনার কখনো যদি মনে হয় invest করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমি প্রথমেই $২০ দিব , কিন্তু মাত্র একটি শর্ত আছে।
[email protected]
skype Id :azgar125
mobile: 00447404617715 , মোবাইলে কল করার দরকার নাই, শুধু message দিয়েন।

    Level New

    @ আজগর খান ভাই,
    ধন্যবাদ আপনাকে ।

    Level New

    আপনার সাথে যোগাযোগ করব ।আর শর্তটা জানান ।

    ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি কিভাবে যোগাযোগ করব?

Level 0

বাঙালি জাতির এই এক সমস্যা নিজে কিছু করেনা, কেউ কিছু করতে চাইলেও দু : সংবাদ দেয় ।

    Level New

    একটু ভেবে দেখুন পোষ্টটি যারা ক্লাব আ্যস্টরিয়াতে কাজ করেন এবং করতে চান তাদেরও দরকারী ।একটু অন্যভাবে দেখুন ।

রাখাল ভাই এবার ক্লাব এষ্টেরিয়াতে জয়েন না করে থাকতে পারবেন না , এটা আমার মনে হচ্ছে, ভাই জয়েন করে ফেলেন। আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি এই পোষ্ট এর জন্য কারন আপনি এই পোষ্ট না করলে মাহবুব ভাই এর কাছ থেকে এত সুন্দর ইনফরমেশন পেতাম না। আমি একজন ক্লাব এর মেম্বার আমার এষ্টেরিও ১০৮.৬৪ ।
ধন্যবাদ সবাইকে

    Level New

    হাঃহাঃহাঃ এবার বলুন লাভ হলো নাকি ক্ষতি হলো ?

Level 0

আবারো একই গান আর ভাল লাগে না …
এই proxi server এর যুগে যারা ইমেইল ট্রেস এবং আই পি নিয়ে কোন সাইট বিবেচনা করতে চেষ্টা করেন তাদের সাথে কথা বলতে আমার ইয়ে লাগে..
টিকটিকির মত প্রান নিয়ে যারা অনলাইনে ইনভেষ্ট করতে চান তারা এ সব থেকে দুরে থাকুন ……..

    Level 0

    টিকটিকির মত প্রান নিয়ে যারা অনলাইনে ইনভেষ্ট করতে চান তারা এ সব থেকে দুরে থাকুন ……. @towfik আমরা তিন সাহসী আছি সারা বাংলায়…. হাহাহাহাহাহাহাহা
    দেখা হবে ২০ মে………

    Level 0

    আমি ৫০০০ হাজার ইনভেষ্ট ডলার করব, আপনার সাথে আমার স্টাম্প এ সই হবে , আপনি যেকোন সময় আমাকে ক্ষতিপূরণ দিতে বা্ধ্য।

    ফোন নং দেন

    Level 0

    @Jahedul ভাইজান মনে হয় এই লাইনে নতুন …. virtual account দিয়ে invest korben…… এখানে স্টাম্প,ক্ষতিপূরণ এগুলো কি ….. ঠিক বুঝলাম না ……

    Level New

    @ towfikbd

    ক্লাব আ্যস্টরিয়াও যে কখনও স্ক্যাম হতে পারে আপনার মন্তব্যে পরোক্ষ ভাবে তা প্রকাশ পাচ্ছে ।আপনার আস্থা তে ঘাটতি আছে তা পরিস্কার।
    আর যদি ক্লাব আ্যস্টরিয়া এতো ভালো হয়,আস্থা রাখার মতো হয় তাহলে Jahedul ভাইকে এবং আমাকে ঐ শর্তের উপর জয়েন করিয়ে নিন ।আমার ইনকামের ৫০ % আপনাকে আজীবন দিয়ে যাবো ।দু দিক থেকেই আপনার লাভ হবে ।
    বেশী লাফালাফি করাটা ভালো না ।

    Level 0

    virtual account ta ki and kivabe ki korte hoy…ata dia ki kaz kora jay…bolben plzz

Level 0

হাঃ হাঃ হাঃ
শাকিল আরেফিন ভাই গত মাসে ক্লাব এস্টেরিয়া সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন এর পর আবার Rakhal ভাই, ভাবতেই অবাক লাগে। সবাই ক্লাব-এস্টেরিয়া নিয়ে চিন্তিত। তাই আমি একটু না লিখে পারলাম না। ভাই ব্যবসা মানে ঝুঁকি। আর ঝুঁকি নিতে হলে সাহসী হতে হবে। ক্লাব এস্টেরিয়াতে মানুষ হাজার হাজার ডলার ইনভেস্ট করেছে এবং করতেছে। আমরা ধরে নেই ক্লাব-এস্টেরিয়াতে যারা যোগ দিয়েছে তারা সবাই বোকা। আর যারা যোগ দেয় নাই তারা সবাই চালাক এবং বুদ্ধিমান। অনলাইনের যে কোন প্রতিষ্ঠান যে কোন সময় স্কাম হতে পারে। আর যদি হয়ে যায় তাহলে আর করার কিছু থাকে না। আর যেহেতু ক্লাব এস্টেরিয়ার সবাই জানে এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। এন্ড্রুলুকাস সম্পর্কে জানতে দেখুন (http://www.andrealucas.com/)। ক্লাব-এস্টেরিয়ার মূল চিন্তা ভাবনা দ্রারিদ্র দূর করা এবং প্রতিটি সদস্যকে তাদের মাসিক আয় একহাজার ডলারে উত্তীর্ণ করা। এই লিংক টা দেখনু (http://www.youtube.com/watch?v=hX5-CZEsCbU)। আর যদি ক্লাব -এস্টেরিয়া তার সদস্যদের অর্থ মেরে দেয় তাহলে আমরা কি কিছু করতে পারব? ক্লাব এস্টেরিয়াতে যারা হাজার ডলারের উপর বিনিয়োগ করেছেন। তাদের দেখুন এবং তাদের মেসেজ দেখনু (https://www.club-asteria.com/networkdirector)। যারা নেটওয়ার্ক ডিরেক্টর হয়েছেন এদের মধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র, বাহামা, ভারত, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন সহ বিভিন্ন দেশের ব্যক্তিরা জড়িত হয়েছেন এবং ক্লাব-এস্টেরিয়াতে বর্তমানে প্রায় তিন লক্ষাধিক ব্যক্তি সদস্য হয়েছেন। আর ক্লাব-এস্টেরিয়ার হেড অফিস আমেরিকাতে। হংকং-এ তাদের একটি আঞ্চলিক অফিস খুলেছে এবং তারা প্রতিদিন বিভিন্ন আইন-কানুন তৈরী করছেন। ক্লাব-এস্টেরয়াতে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন নতুন কোড অব কন্ডাক্ট-এর কথা। আর হ্যাঁ, আমি হংকং-এর অফিস নিয়ে একটু বলি। আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়েছিলাম। আমার বন্ধুর প্রতিনিধির মাধ্যমে যা জানতে পেরেছি ''হংকং তাদের অফিসে প্রায় দশ/বারজন ব্যক্তি আছে যারা প্রত্যেকেই একটি করে কম্পিউটার নিয়ে বসে আছে। সেখানে তেমন কোন ক্লায়েন্টদের আনাগোনা দেখে নাই এবং তারা অনলাইনে ব্যবসা পরিচালনা করে।" আমি আরও বিস্তারিত জানার চেস্টা করছি। যারা অভিজ্ঞ এবং যাদের হংকং -এ কেউ পরিচিত আছে তারাও একটু খোঁজ নিতে পারেন। তাহলে সকলের জন্য উপকার হবে। আর নয়, প্রয়োজনে আবার আসব। (যোগাযোগ-স্কাইপি: alinurm)। ধন্যবাদ-

    Level 0

    আমি ৫০০০ হাজার ইনভেষ্ট ডলার করব, আপনার সাথে আমার স্টাম্প এ সই হবে , আপনি যেকোন সময় আমাকে ক্ষতিপূরণ দিতে বা্ধ্য।

    ফোন নং দেন pls

    জাহেদুল ভাই, আপনি রেভনেক্ক্স এ ইনভেস্ট করতে পারেন। ১০০ % ঝুকি আমাদের। আপনাকে স্টাম্প এবং চেক দেয়া হবে।

Level 0

আপনি কার সাথে স্টাম্পে সই করবেন। প্রতিষ্ঠানটি কি আমার? অযথা ফালাফালি করে লাভ নেই। আগে ক্লাব-এস্টেরিয়ার নিয়ম-কানুন/ কোড অব কন্ডাক্ট পড়ুন। আপনার লাভ আপনি করবেন। আমর লাভ আমি করব। আপনি যদি চালাক হন তবে ক্লাব-এস্টেরিয়া থেকে দূরে থাকুন। আর যদি বোকা হতে চান তবে ক্লাব-এস্টেরিয়াতে যোগদেন। আর নিজেকে বড় বোকা বানিয়ে ফেলুন।

    Level 0

    না না, আপনার ফালাফালি দেখে মনে হচ্ছে আপনিই মালিক, কোম্পানি হায় হায় হবেনা আপনার তো বিশ্বাস আছে, তাহলে আপনার ভয় কিসের? আপনি ভয় পাইলে বুঝব কোম্পানির উপর আপনারই বিশ্বাস নাই। আপনার সাথে আমার স্টাম্প এ সই হবে , আপনি যেকোন সময় আমাকে ক্ষতিপূরণ দিতে বা্ধ্য।

ভাই আমি উপরে দেখলাম , আপনে ইনভেস্ট করবেন কিন্তু শর্ত আছে, আমি আপনার শর্তে রাজি কিন্তু $১০০০০ ডলারে না, কারন ১০,০০০ ডলার আমার কাছে নাই। ২৫০ থেকে ৫০০ ডলার হইলে আমি রাজি ।

    Level 0

    কোম্পানি হায় হায় হবেনা আপনার তো বিশ্বাস আছে, তাহলে আপনার ভয় কিসের? আপনি ভয় পাইলে বুঝব কোম্পানির উপর আপনারই বিশ্বাস নাই। আপনার সাথে আমার স্টাম্প এ সই হবে , আপনি যেকোন সময় আমাকে ক্ষতিপূরণ দিতে বা্ধ্য।

    ভাই আমি আপনার মত ভয় পাই নাই , যদি ভয় পাইতাম তইলে ইনভেস্ট করতাম না । ভাই আপনে কি বলতে পারবেন এমন কোন ব্যবসা আছে, যে খানে ক্ষতি নাই শুধু লাভ। যদি বলতে পারেন তহলে আমি ঐ ব্যবসা শুরু করব। এরং আপনাকে ১০,০০০ ডলার উপহার দিব । এবং আমার ব্যবসায়র অংশিদার বানাব।

ক্লাব-এস্টেরিয়াতে আজ নেটওয়ার্ক ডিরেক্টর হয়েছি। যদিও খরচ প্রায় ১,০০০ ডলার মানে ৮৫ হাজার টাকার মতন। তবে আমি বিশ্বাস করি যে ভালো কিছু করতে পারবো। ক্লাব-এস্টেরিয়া নিয়ে আরও তথ্য জানতে এখানে ঘুরে আসতে পারেন। http://netskiff.blogspot.com/2011/04/club-asteria-real-and-permanent-earning.html

    Level 0

    সাইফুর ভাই, কোম্পানি হায় হায় হবেনা আপনার তো বিশ্বাস আছে, তাহলে আপনার রিস্ক নিতে ভয় কিসের? আপনি ভয় পাইলে বুঝব কোম্পানির উপর আপনারই বিশ্বাস নাই। আপনার সাথে আমার স্টাম্প এ সই হবে , আপনি যেকোন সময় আমাকে ক্ষতিপূরণ দিতে বা্ধ্য।

    M H BULBUL says: "একটা কম্পনি সম্পর্কে পজেটিভ কিছু বলা মানে এই নয় যে ওই কম্পানির যাবতীয় দায় দায়ীত্ব আমার নিজের । আপনার নিজের একাউন্ট আপনাকেই মেইনটেনেন্স করতে হবে লাভ ক্ষতির অংশিদার আপনি নিজেই এবং এটা আমি শুরু থেকেই বলে আসছি"

    আমিও উনার সাথে একমত। আমার সাথে যারা যোগাযোগ করছেন আমি তাদের কে এই কথা টি অবশ্যই বলে দেই।

    Level 0

    @সাইফুর রহমান ভাই, আপনিই তো এখন ভয় পাচ্ছেন, তো আমি কেন ভয় পাবনা?

    আর তো আপনার বিশ্বাস আছেই SCAM হবেনা , তো কিসের ভয় এখানে?

    কথা দিচ্ছি রিস্ক নিলে আমার প্রবাসী মামা ২০,০০০ ইনভেস্ট করবেন । আপনার লিংকে জয়েন করবে। আপনিও লাভবান হলেন আমার মামা ও লাভবান হল।….

অথবা এই এইচ টি এম এল ফাইল টি ডাউনলোড করে পড়তে পারেন। অনেক কিছু জানতে পারবেন। http://www.mediafire.com/?zxc8spd3b8k7zod

Level 0

ওহ আমি আপনার আপডেট নিউজ কেবল দেখলাম। আমি আপনার শর্তে ১০০% রাজি । আপনার মেইল আইডি দিতে পারেন।

    "বাংলাদেশি একজন রেফারেলের পেছনে যে সময় দিতে হয় বিদেশি ১০ জনের পিছনেও এত সময় দিতে হয় না।"

    আপনার এই কথা টুকু একেবারেই সত্যি! বিদেশি রেফারেল গুলো আমার ইনফর্মেশন পড়েই অলরেডি ইনভেস্ট করে তারপর আমার সাথে যোগাযোগ করে। আর বাংলদেশি গুলোর অবস্থা তো আপনি জানেনই। 🙂

    অবশ্য এখানে দেখছি বাংলাদেশিরা খুব সতর্ক! তবে তারা শুধু বেশি লাভের আশায় না বুঝে ভুল জায়গায় ইনভেস্ট করে এবং না জেনেই। একদল লোক আছে রেফারেল পাওয়ার লোভে অন্যকে আবল তাবল বুঝিয়ে ইনভেস্ট করায়। তাতে ঐ ব্যাক্তি নিজে লাভ করলেও অন্য ব্যাক্তিটির ক্ষতি হয়। তাই আপনারা অন্যের কথা না শুনে নিজে ইন্টারনেট এ সার্চ করে ইনফর্মেশন গুলো জানার চেষ্টা করুন… তারপর ইনভেস্ট করুন।

    Level 0

    @সাইফুর রহমান ভাই, আপনিই তো এখন ভয় পাচ্ছেন, তো আমি কেন ভয় পাবনা?

    আর তো আপনার বিশ্বাস আছেই SCAM হবেনা , তো কিসের ভয় এখানে?

    কথা দিচ্ছি রিস্ক নিলে আমার প্রবাসী মামা ২০,০০০ ইনভেস্ট করবেন । আপনার লিংকে জয়েন করবে। আপনিও লাভবান হলেন আমার মামা ও লাভবান হল।

    দেখুন এটা সত্যি যে আপনার মামা আমার রেফারেল এ ঢুকলে আমি লাভবান হব। কিন্তু তার মানে এই না যে আপনার মামার দায়িত্ব আমি নেব। এটা তো বলেই দিচ্ছি বার বার একই কথা বলার কোন দরকার নেই। আপনি তার থেকে নতুন কিছু বলেন। ক্লাব-এস্টেরিয়া তে আমি এত ইনভেস্ট করে নেটওয়ার্ক ডিরেক্টর হলাম তার কারন হচ্ছে এটার নেগেটিভ কিছু আমি খুজে পাইনি। তবে আমি খোজার চেষ্টা করেছিলাম। তাই আপনাকেও বলবো আপনি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করুন। এটার নেগেটিভ দিক গুলো খুজে বের করার চেষ্টা করুন।

নানান মুনির নানা মত ।।।বুঝিনা কোনটা সত্যি কোনটা মিথ্যা ।

আজগর খান says:
ভাই আমি উপরে দেখলাম , আপনে ইনভেস্ট করবেন কিন্তু শর্ত আছে, আমি আপনার শর্তে রাজি কিন্তু $১০০০০ ডলারে না, কারন ১০,০০০ ডলার আমার কাছে নাই। ২৫০ থেকে ৫০০ ডলার হইলে আমি রাজি ।

এই কথাতে তো আমার মনে হইতেছে উনি ধরেই নিয়েছেন যে উনার ক্ষতিপুরন দেওয়া লাগতে পারে ।
আপনাদের কি মনে হয় ?

    Level 0

    thik 😛

    ভাই আপনার সুদের ব্যবসা করা উচিৎ কারন ঔ ব্যবসায় ক্ষতি হবে না, । আমি এই কারনে বলছি যদি প্রতিস্ঠান ব্যবসা করতে গিয়ে ক্ষতি হয় এবং ও ক্ষতির জন্য উনার যদি ক্ষতি হয় ,তাহলে আমি ক্ষতিপুরন দিব।

Level 0

This scam company will be vanished within couple of years like all others! pls do some research b4 being a dumb!
ThanQ for yr info!

ক্লাব-এস্টেরিয়া নিয়ে বাংলাদেশি একটি সাইট খোলা হয়েছে। চাইলে দেখে আসতে পারেন। অনেক ইনফর্মেশন পাবেন। যেহেতু এখানে অনেক লোক করছে সুতরাং তাদের নিজেস্ব অভিজ্ঞতা সম্পর্কেও জানতে পারবেন। http://www.clubasteriabd.com

Level 0

ক্লাব-এস্টেরিয়া নিয়ে বাংলাদেশীদের আগ্রহ প্রচুর। আর তাই সবার উপকারার্থে মোটামুটি তথ্য সমৃদ্ধ এই ব্লগটি দেখতে পারেন http://www.clubasteria-earn.blogspot.com/

টাকাটা মার গেলো ভেবে ইনভেস্ট করছি । যা হবার হবে । মনে করব ছাত্রজীবনে ৬০০০ টাকা মার খাইছি । এটা ১ টা শিক্ষা ।

লাভ হলে সেটা ভাগ্য ।

ক্লাব-এস্টেরিয়া তে আপাতত সবাই ইনভেস্ট করা বন্ধ রাখতে পারেন। তবে কেন বলছি সেটা দুই একদিনের মধ্যেই বিস্তারিত জানতে পারবেন এখানে http://www.clubasteriabd.com