(আমি এখনই জয়েন করতে চাই,আমাকে জয়েন করান প্লিজ)
বিভিন্ন সময়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের কথা শোনা যায় যেখানে সামান্য বিনিয়োগ করে অধিক পরিমানে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। আসলে কিছু দিন পরে দেখা যায় হায় হায় কোম্পানী। আর ক্ষতিগ্রস্থ হয় আম জনতা। এই আমার পরিচিত এক ছোটভাই আছে যে ভিসারেভ নামে এক অনলাইন প্রতিষ্ঠানে লাখ টাকা বিনিয়োগ করে এখন হাপিতেষ করে বেড়াচ্ছে।
যাহোক কয়েকদিন আগে ক্লাব এষ্টেরিয়া নামে একটি আমেরিকান অনলাইন প্রতিষ্ঠানের খোঁজ পেলাম এবং সদস্য হবার আমন্ত্রণ ও পেলাম। এই ব্লগের কয়েকজন ইতিমধ্যে সেখানে নাকি যোগও দিয়েছেন। বরাবরই এমন অফার এড়িয়ে চলি। কিন্তু হঠাৎ কৌতুহল বশত এবার এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নিতে ইচ্ছে হলো।
ক্লাব এষ্টেরিয়া হলো একটি আমেরিকান কোম্পানী যার প্রতিষ্ঠাতা এন্ড্রিও লুকাস নামে এক মহিলা যিনি ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক এ পরিচালক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন (তাদের প্রকাশিত তথ্য মতে যদিও এর সপক্ষ্যে কোন প্রমান পাইনি)। তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে ৪০ বছরের লাইসেন্স ও নিয়েছেন (যার কোন প্রমনি পাইনি)। এখানকার সিস্টেম হচ্ছে ১০/২০/২৭০/১০২০ ডলার এর বিভিন্ন অফার আছে যা দিয়ে সদস্য হতে হয় (তাদের ভাষায় এষ্টেরিও)। বিনিময়ে তারা প্রতি সমপ্তাহে ১০% লভ্যাংশ দিবে। যার ৮% পুনরায় বিনিয়োগ বাধ্যতামুলক এবং ২% নগদায়ন করা সম্ভব (এলার্টপে/পেপল এর মাধ্যমে)। এখন পর্যন্ত নাকি সব সদস্যদের এভাবেই লভ্যাংশ প্রদান করা হচ্ছে। প্রতি সপ্তাহে বিনিয়োগ (এষ্টেরিও) বাড়বে লভ্যাংশ ও বাড়বে এবং নির্দিষ্ট সময় (প্যাকেজ ভেদে বিভিন্ন সময়) সাধারণত ১৮ মাস পর থেকে প্রতি সপ্তাহে প্রতি সদস্য ৪০০ ডলার করে আজীবন লভ্যাংশ পাবে। তবে তারা আবার একটা অপশন রেখেছে যে, যেহেতু অনেক মুসলিমদেশে তাদের কার্যক্রম আছে তাই নির্দিষ্ট লভ্যাংশ দিলে তা সুদ হয়ে যায়। এজন্য প্রতি সপ্তাহে যে লাভ হবে তা সদস্যদের মাঝে ভাগ করে দেয়া হবে। সেক্ষেত্রে লাভ কম বেশি হতে পারে। অর্থাৎ যেখানে ১০% লাভ দেওয়ার কথা সেখানে তারা ০.০১% লাভ দিলেও সদস্যদের কিছু বলার নাই।
যাহোক তাই গতকাল বিনিয়োগ ছাড়া তাদের ওয়েব সাইট এ গিয়ে রেজিষ্ট্রার করলাম। কি ব্যপার তাই বোঝার জন্য। ক্লাব এষ্টেরিয়ার এশিয়া অঞ্চল নিয়ন্ত্রীত হয় হংকং অফিসের মাধ্যেমে। তাই রেজিষ্ট্রেশন করার পর ফিরতি মেইলে হংকং অফিস থেকে রেজিষ্ট্রেশন কনফারম করা হলো।
ইমেইল ট্রেসার দিয়ে ট্রেস করে দেখি মেইলটির আই.পি আমেরিকার সান এন্টেরিওর যা টেক্সাস অঙ্গরাজ্যে।
কিন্তু আমার প্রশ্ন অফিস যদি হংকং হয় তাহলে আই.পি ও হংকং এ হওয়ার কথা। আসলে কি হংকং থেকে মেইল করে আমেরিকার আই.পি ব্যবহার করা সম্ভব?
মনের মধ্যে সন্দেহ দেখা দেয়ায় ফোন করি তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা
Club Asteria, Asteria Corporation
1934 Old Gallows Road
Suite 350, Vienna, VA 22182
Tel: 1-703-226-8097 এখানে অবস্থিত। অটো আনসারিং ম্যাশিন এ বলল সবাই ব্যস্ত তাই ম্যাসেজ রাখতে তারা পরে কল ব্যাক করবে। এটা বাংলাদেশ সময় বিকাল ৩ টার কথা যখন তাদের সময় সকাল ১১ টার কথা কিন্তু এখন পর্যন্ত কোন কল ব্যাক পাইনি। পরে দেখি তাদের অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা আলাদা যেটা Club Asteria, Asteria Corporation
44050 Ashburn Shopping Plaza
Suite 609, Ashburn, VA 20147
Tel: 1-866-874-4747 অবস্থিত। ওখানেও ফোন দিয়ে একই অবস্থা। পরি গুগল ম্যাপ এ দেখি
অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা প্রায় ১.৫ ঘন্টার পথ। এটার কোন অর্থ আমি খুঁজে পাইনি।
এই তথ্যগুলো দেখার পর আমি সত্যিই সন্দিহান যারা ইতিমধ্যেই এরসাথে জড়িত হয়েছে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। যদি উক্ত ব্যপারে কারো কোন অভিমত বা মতানৈক্য থাকে প্লিজ প্রমান সহ মন্তব্য করুন। তাতে আপনার কিছু সময় নষ্ট হলেও অন্তত কিছু লোক উপকৃত/সম্ভাব্য ক্ষতির হোত থেকে রক্ষা পাবে।
ক্লাব এস্টেরিয়ার কোন সদস্য থাকলে প্লিজ নেগেটিভলি না নিয়ে তথ্যগুলো যাচাই করুন এবং আপনাদের অভিমত দেন।
(১) স্ক্রিনশট সহ মুলপোষ্ট এই খানে
http://www.somewhereinblog.net/blog/banglaasheque/29355157
মাঝখানে একটি অফটপিক কথা
আমরা প্রায় সবাই পিটিসি সাইটে কাজ করে উপার্জন করতে চেয়েছিলাম কিন্তু নিজেই একটি পিটিসি সাইট তৈরী করার কথা ভাবিনি ।পিটিসি তৈরীর এ টু জেড, মেইনটেইন,লাভজনক কিনা ইত্যাদি নিয়ে একটি ব্লগ প্রকাশিত হয়েছে ।এছাড়া সহজে অনলাইনে আয়ের বিষয়ে অনেক পোষ্ট পাবেন ওখানে ।
আজ আরোও কয়েকজন ব্লগার এর সাথে কথা হলো। সেখান থেকে একজনের মাধ্যমে (বল্গার সিপলু আহসান) ক্লাব এষ্টেরিয়া এর এমডি এন্ড্রিয়া লুকাস এর ওয়ার্ল্ড ব্যাংক থেকে চাকুরীর প্রত্যয়নপত্র পেলাম। আপনাদের অবগতির জন্য সংযুক্ত করলাম। চিঠিতে না আছে প্রতিষ্ঠানের লোগো, না আছে রেফারেন্স নাম্বার। যাহোক ওয়ার্ল্ড ব্যাংক এর ওয়েব পেজ এ সার্চ দিয়ে দেখলাম প্রত্যয়নকারীর নামে কোন ষ্টাফ তাদের নেই এবং হিউমেন রিসোর্স গ্রুপনামে ও কোন গ্রুপ নেই।
ওয়ার্ল্ড ব্যাংক ষ্টাফ লিষ্ট
এন্ড্রিয়া লুকাসকে যে ডিপার্টমেন্ট এ চাকুরী দেখানো হেয়ছে ঐনামে তাদের কোন ডিপার্টমেন্ট নাই। চাকুরী যেহেতু ১৯৮৬ সালে শেষ হয়েছে সেহেতু সার্টিফিকেটটাও ঐ সময়ের হওয়ার কথা অথচ ইস্যু ডেট ডিসেম্বর ১৪, ২০১০। যা একেবারেই অযৌক্তিক মনে হয়েছে।
ওয়ার্ল্ড ব্যাংক এর অর্গানোগ্রাম অনুযায়ী একজন ডিরেক্টর এর প্রত্যয়নপত্র ভাইস প্রেসিডেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা সেখানে একজন এইচ আর হেড প্রত্যায়িত করেছে যে কিনা ডাইরেক্টরের সাবোর্ডিনেট। এটা কি করে সম্ভব।
ওয়ার্ল্ড ব্যাংক এর অর্গানোগ্রাম
আমার এই পোষ্টের উদ্দ্যেশ্য কাউকে কটাক্ষ করা না। আমি শুধু আমার পাওয়া তথ্যগুলো প্রমান সহ উপস্থাপন করলাম যেন আমাদের কে কেউ ঠকাতে না পারে অন্তত জ্ঞাতসারে। যদি কারো কোন প্রশ্ন থাকে দয়া করে মন্ত্য করুন।
(২) স্ক্রিনশট সহ মুলপোষ্ট এই খানে
http://www.somewhereinblog.net/blog/banglaasheque/29355475
টিউনটি সামুতে প্রকাশিত হয়েছিল । জনগুরুত্বপূর্ন তাই এখানে প্রকাশ করলাম ।এটি আমার লেখা নয়
আপনাদের কমেন্টগুলো দেখে কষ্টও লাগছে আবার হাসিও পাচ্ছে ।
যাই হোক শেষ পর্যন্ত আমিও জয়েন করতে চাই কিন্তু ছোট্ট একটি শর্ত আছে ।আমি নিজে ৩ দিনের মধ্যে ১০,০০০ ডলার ইনভেস্ট করব এবং আরও ৪ জনকে দিয়ে ৭ দিনের মধ্যে ১০০০০০ ডলার ইনভেস্ট করাবো ।
শর্তটা হলো আমার ও আমি যাদের দিয়ে টাকা ইনভেস্ট করাবো এই পুরো টাকাটার রিস্ক আপনাকে নিতে হবে ।আইনগত ভাবে (স্ট্যাম্প) বিষয়টা লিখিত থাকবে ।আর আপনার রেফারেল এ আমি জয়েন করব এবং আমি ক্লাব এষ্টেরিয়া থেকে যতোদিন ধরে যতো আয় করব তার ৫০% আপনাকে দিতে বাধ্য থাকব ।
অনেকেই তো কাজ করছেন,টাকা পাচ্ছেন...আপনার তো কনফিডেন্স আছ......আসুন না একসাথে কাজটি করা যাক ।
আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you very much for your such great inquiry & informing us. All the best.