অনলাইনে আয় নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে গুগল এডসেন্স যেন এক সোনার হরিণ। গুগল এডসেন্স বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরশীল প্রতিষ্ঠান আর তাই এই এডসেন্সের নাগাল পেলে পেছন ফিরে তাকাতে হয় না। কিন্তু এর নাগাল পাওয়া বর্তমানে দুঃসাধ্য ব্যাপার। এর কারনে আমাদের ব্লগ বা ওয়েব সাইট এ গুগল এডসেন্স ব্যবহার করতে পারি না। এছাড়া ব্যবহার করলেও তা নানান কারণে ব্যান হয়ে যেতে পারে। এডসেন্স পাওয়া যত না কঠিন আর ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন। তাই আমরা এর মতো বিকল্প খুঁজি।
এডসেন্সের বিকল্প অনেক সাইটই আছে। অনলাইন ঘাটলে আপনারা দেখবেন হাজারো ফিচারে গুগল এডসেন্সের বিকল্প অনেক সাইটের কথা লিখা আছে। কিন্তু এদের নির্ভরতা, আয়ের পরিমান, টাকা উত্তোলন অনেক সমস্যা। আজ আমি সবার জন্য লিখছি নিজের অভিজ্ঞতা থেকে। আপনাদের এমন একটি সাইটের কথা বলব যা এডসেন্সের চেয়ে কোন অংশেই কম আয় দেবেনা আপনাকে। একেবারে ঝামেলামুক্ত আয়ের নির্ভরযোগ্য একটি সাইট revcontent.com (রেভকন্টেন্ট)। রেভকন্টেন্ট একটি নেটিভ এড সাইট।
বলে রাখা ভালো, revcontent.com (রেভকন্টেন্ট) শুরুর দিকে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের কয়েকটি ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপণ প্রদর্শনের চুক্তি করলেও বর্তমানে মাত্র কদিন আগেই বাংলাদেশের বাজারে তাদের ব্যবসা উন্মুক্ত করেছে। শুরুর দিকে, প্রথম আলো, এনটিভি, যুগান্তর, সময়ের কণ্ঠস্বর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, বিডি নিউজ২৪ সহ র্যাংকিং এ থাকা প্রায় সবকটি পাঠকপ্রিয় সাইটে তাদের বিজ্ঞাপণ ছিলো, এখনও আছে।
গুগল এডসেন্স এর বিকল্প’ নাম revcontent.com (রেভকন্টেন্ট)
এডের উদাহরণ দেখতে এই সাইট ভিসিট করতে পারেন।
এখানে একটা এডে ক্লিক করে দেখতে পারেন কেমন এড গুলো।
আমি ইসতিয়াক উল্লাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।