ক্লাউড কম্পিউটিং কি?

ক্লাউড কম্পিউটিং হলো টাকার বিনিময়ে কিছু সেবা যেটা কোনো ক্লাউড কম্পিউটিং কোম্পানি তার ক্রেতা কোম্পানিকে প্রদান করে।

যার মধ্যে আপনি ইন্টারনেট এক্সেস এর মাধমে ডাটা স্টোরে করতে পারবেন, সফটওয়্যার ও হার্ডওয়্যার ভাড়া করতে পারবেন, ম্যাসেজের সুবিধা বা অন্য যে কোনো ধরনের সুবিধা পাবেন।

ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হিসাবে, আমরা অনেকেই google photosতে ছবি সেভ রাখি এর জন্য দরকার হয় একটি জিমেইল একাউন্টের।

নেটওয়ার্ক সেবা বা সফটওয়্যার সেবা এসবের উপর ভিত্তি করে এদের অনেকগুলি ভাগে ভাগ করা হয়।

  • Infrasturucture as a Service(IaaS)
  • Platform as a service (PaaS)
  • Software as a Service(SaaS)
  • Storage as a service (STaaS)
  • Network as a Service(NaaS)

 

মডেল অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে 4 ভাগে ভাগ করা যায়।

  1. Public cloud
  2. Private cloud
  3. Community cloud
  4. Hybrid cloud

ক্লাউড কম্পিউটিং কি

Level 0

আমি প্রিয়ব্রত কর্মকার। Owner, Taka Income Online বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস