কন্টেন্ট কপি প্রটেক্ট করুন ব্লগারে

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

কি খবর বন্ধুরা! সবাই কেমন আছেন? আজকের টিউটোরিয়ালে নতুন পুরাতন সকল ব্লগার ভাইদের স্বাগতম। আজকে একটি খুব ইম্পোর্ট্যান্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো চলুন আর দেরি না করে শুরু করে দেয়া যাক। আজকে শেখাবো কিভাবে কন্টেন্ট কপি প্রটেক্ট করবেন ব্লগারে।

ও হ্যা! আশা করি আমার আগের পোষ্টটি ভালো লেগেছে বা কাযে এসেছে আপনাদের। যারা যারা মিস করেছেন তাদের জন্য আমি আবার লিংক দিয়ে দিচ্ছি, পড়ে আসতে ভুলবেন না।

৫৯ ডলারের পেইড থিম সম্পূর্ন বিনামূল্যে (নো ক্র্যাক)

এখানে পড়ুনঃ এপ ল্যান্ডিং পেইজ থিম ওয়ার্ডপ্রেসের জন্য

কন্টেন্ট কপি প্রটেক্ট কেন করবেনঃ

চলুন জেনে নেই আমাদের কন্টেন্ট কপি প্রটেক্ট কেন করবো। আমরা যারা ব্লগিং করে থাকি তারা সবাই এই কমন প্রবলেমের মুখে পড়েছি বলে আমার ধারনা। কারো কন্টেন্ট কপি করা হলো এক ধরনের ডিজিটাল চুরি।

অনেকে আবার কপি করেও ক্রেডিট দেয় না, কিন্তু ইচ্ছামতো ব্যবহার করছে নিজের প্রয়োজনে। নিজে ঠিকই লাভবান হচ্ছে কিন্তু ক্রিয়েটরকে সামান্য ক্রেডিটও দিচ্ছেনা।

All the CMS Templates You Could Ask For.

2M+ items from the worlds largest marketplace for CMS Templates, Themes & Design Assets. Whether that’s what you need, or you’re just after a few Stock Photos – all of it can be found here at Envato Market.

এমন হাজারো কারন আছে আমাদের কন্টেন্ট কপি প্রটেক্টেড করার। একেকটা আর্টিকেল লিখতে বা কোন কন্টেন্ট কতোটা সময় এবং পরিশ্রম প্রয়োজন হয় সেটা তারাই জানে যারা নিজ পরিশ্রমে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়টরের কাজ করেন। যখন এই কাজ কেউ চুরি করে নেয় তখন খুব কষ্ট লাগে।

তাই আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইট থেকে এসব ডিজিটাল চোরদের প্রতিহত করবেন। খুবই সহজ এবং সিম্পল কাজ করেই চোরদের মুখে ঝাটা লাগাতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে।

ব্লগারের জন্য এইজ ক্যালকুলেটর নিয়ে নিনঃ এখানে

কন্টেন্ট কপি প্রটেক্ট কোডঃ

নিচের কোডটি প্রথমেই নোটপ্যাডে কপি করে নিন। তারপর পরবর্তী ধাপগুলো অনুসরন করে এগিয়ে যান।

<!– disable copy

<!- START disable copy paste –><script src=’demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js’/><script type=’text/javascript’> if(typeof document.onselectstart!=&quot;undefined&quot;) {document.onselectstart=new Function (&quot;return false&quot;);} else{document.onmousedown=new Function (&quot;return false&quot;);document.onmouseup=new Function (&quot;return false&quot;);} </script><!– End disable copy paste –>

কোড ক্রেডিট

এবার সোজা আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বা এডমিন প্যানেলে চলে যান। তারপর, থিমে চলে যান এবং নিচের ছবির মতো অপশনে চলে যান।

কন্টেন্ট কপি প্রটেক্ট করুন ব্লগারে

সেখান থেকে “Edit HTML” এ ক্লিক করুন। সেখানে ক্লিক করে নতুন উইন্ডোতে চলে যান। সেখানে গিয়ে HTML কোডের মধ্যে খুঁজে দেখুন কোথায় Header ট্যাগ আছে। Header ট্যাগের পরবর্তীতে </b:if> খুঁজে দেখুন। তার পরবর্তীতে উপরের কোডটি পেস্ট করুন এবং সেভ বাটনে ক্লিক করুন।

নিচের ছবির মত করে কোডটি পেস্ট করে নিন। নিচে ছবি দেখলে আরও পরিষ্কার করে বুঝতে পারবেন। ছবিটি ভালো করে দেখে নিন এবং সিমপ্লি কাজটি সম্পন্ন করে নিন।

কন্টেন্ট কপি প্রটেক্ট করুন ব্লগারে

তারপর সেভ বাটনে ক্লিক করে নিয়ে এডিটেড টেমপ্লেট সেইভ করে নিন। তারপর ঐখানে থেকে বেরিয়ে আসুন এবং ব্লগের কোন আর্টিকেলে ভিজিট করে চেক করে দেখুন কপি করা যাচ্ছেনা বা সিলেক্ট হচ্ছেনা।

তো, আজকে এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি প্র্যাকটিস করুন, নিজে শিখুন অন্যকে শিখান। জ্ঞান বিতরন করলেই বাড়ে। আজকে আপনি শিখলেন নিজে উপকার পেলেন, সেই সাথে অন্যকেও পড়ার সুযোগ করে দিন।

লেখা ভালো লাগলে সামাজিক কাযে লেগে পড়ুন। যদি আমার লেখা আপনার বিন্দুমাত্রও কাজে এসে থাকে তাহলে শেয়ার করুন। আর হ্যা, অবশ্যই আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করুন নিচের টিউমেন্ট অপশন থেকে। লেখাটি কেমন লাগলো সেটাও জানান টিউমেন্ট সেকশনে বা আপনার যেকোন মূল্যবান মতামত জানিয়ে দিন।

আমি চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করার আমার যথাসাধ্য। আমাকেও আপনারা সাহায্য করুন। চলুন বাংলাময় একটি ইন্টারনেট জগত গড়ে তুলি। ধন্যবাদ।

Level 1

আমি শাফাত মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/adsense/tune-id/669633

এখান থেকে আজকের পোষ্ট দেখে নিন