আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তিনটি টরেন্ট সাইট শেয়ার করবো। যারা টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করতে চান আজকের পোষ্টটি তাদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক।
1. The Pirate Bay: টরেন্টের ওয়েবসাইটের মধ্যে এই সাইটকে সবার সেরা বলা হয়। এই সাইটে আপনি সব কিছুই পাবেব। যেমনঃ গান, মুভি, গেমস, সফটওয়্যার, পিকচার, ইবুক ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। এই সাইটে আপনি একবার ঘুরে আসলে বুঝতে পারবেন কি কি আছে। এই সাইট থেকে ডাউনলোড করার জন্য Get This Torrent এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
2. 1337x : এই সাইট সম্পর্কে তেমন কোন কিছুই বলার নেই। টরেন্টের সব ওয়েবসাইটেই প্রায় একই অপশন থাকে। আমরা যেমন গুগল এ সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি ঠিক তেমনি আপনি ২ থেকে ৩ টি টরেন্ট সাইট ভিজিট করলে আপনি আপনার সঠিক ফাইল পাবনে।
3. Torrentz : এই সাইটিকে টরেন্টের সার্চ ইঞ্জিন বলা হয়। আপনি যে ফাইল টা খুজছেন তা যদি উপরের দুইটা সাইটে না পান তাহলে আপনি এই সাইটি ব্যবহার করতে পারবেন। এই সাইটে যদি আপনি আপনার ফাইল এর নাম লিখে সার্চ দেন তাহলে সেই ফাইল কোন ওয়েবসাইটে আছে তা দেখাবে।
সৌজন্যেঃ রানা টেকটিউনস
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
আমি জুয়েল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।