ওয়েবসাইট! কি নাই এখানে, বিলিয়ন ট্রিলিয়ন ইনফরমেশন খুঁজে পাবেন এর মধ্যে। এমনকি
এই ইন্টারনেট ফিল্ডে ১৫০ কোটির উপরে ওয়েবসাইট বিদ্যমান রয়েছে। যা আপনার নলেজকে সম্প্রসারিত করার জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো এমন ৫টি ওয়েবসাইট সম্পর্কে যা আপনি অ্যাপসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। আসেন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
Change My Face নামের সাথে কাজের মিল রয়েছে এই ওয়েবসাইটটির। যেমন আপনি বুড়ো হলে আপনার চেহারা কেমন হবে সেটাই দেখাবে এই ওয়েবসাইট। আর বিশেষ করে ফেসএপের পরিবর্তে এটি ইউজ করা যায়।
সাইটটিতে প্রবেশ করলে হোমপেজে TRY THE DEMO বাটন দেখতে পাবেন। এবার Choose File এ গিয়ে আপনার ছবি Import করে UPLOAD PHOTO বাটনে প্রেস করুন। কয়েক সেকেন্ডের মত সময় নিবে প্রসেস হতে। একটু অপেক্ষা করুন। তারপর মজা দেখুন।
Web Cam Toy বন্ধুরা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কখনো ছবি তুলেছেন? তুলে না থাকলে টিউনটি আপনার জন্য। আমাদের মোবাইল ফোনে যে ডিফল্ট ক্যামেরা রয়েছে তার মধ্যে বিশেষ কোনো ইফেক্ট থাকেনা। কিন্তু এই সাইটটিতে রয়েছে প্রায় ৮০টি fun effects। এতে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে নিতে পারবেন awesome সব পিকচার।
এ সাইটে ভিজিট করে Ready Smile বাটনে প্রেস করুন। ক্যামেরার পারমিশন চাইলে allow করে দিন। নিচের + বাটনে প্রেস করলে দেখতে পাবেন অসংখ্য ইফেক্ট। চাইলে এই সাইটটিতে ঘুরে আসতে পারেন।
Radio Net অবসরে রেডিও শোনা অনেকের যেন নিত্যনৈমিত্তিক অভ্যাস। কেমন হয় যদি দুই বাংলার সকল রেডিও চ্যানেল একসাথে পাওয়া যায়। তেমনি এই সাইটে রয়েছে ৪২টির বেশি রেডিও চ্যানেল। অবসরে গান উপভোগ করার জন্য এই সাইটটি খুবি চমৎকার।
Jago BD ৮৪ টি টিভি চ্যানেল নিয়ে গঠিত হয়েছে এই ওয়েবসাইটি। লাইভ খেলা, নিউজ সবকিছু পাবেন এখানে। বিশেষ করে লাইভ নিউজ দেখার জন্য সাইটটি আমার ভালো লেগেছে। আসা করছি আপনাদের ও ভালো লাগবে
হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন এই সাইটে।
Online OCR মূলত OCR (Optical Character Reader)হচ্ছে ক্রিত্তিম বুদ্ধিমত্তা যার মাধ্যমে হাতে লেখা কিংবা বই থেকে তোলা ছবির (অবশ্যই jpg ফরমেট হতে হবে) মধ্যে যেই সকল text আছে সেগুলোকে PDF ফর্মে কনভার্ট করা যায়। আসল কথা হচ্ছে ইমেজ থেকে text গুলোকে স্ক্যান করে আলাদা করা।
এই সাইটে গিয়ে select file এ আপনার তোলা ছবি কিংবা স্ক্রিনশট দেয়া ছবি Import করে English সিলেক্ট করে docx/txt ফরমেটে রেখে Convert বাটনে প্রেস করুন। এরপর অটোমেটিক Jpg ফাইলটি Text ফাইলে কনভার্ট হয়ে যাবে। এবার চাইলে টেক্সটগুলোকে কপি পেস্ট করে আপনার কাজে ব্যবহার করতে পারেন।
সো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউন। আশা করছি টিউনটি পড়ে আপনার ভালো লেগেছে। বন্ধুরা আপনার কাছে কেমন লেগেছে টিউমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এমন নিত্যনতুন টিউন পেতে সবার প্রিয় ওয়েবসাইট টেকটিউনসের সাথেই থাকুন। আর মনে চাইলে একটি জোস দিতে পারেন।
আবার কথা হবে অন্যকোন টিউনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। মানুষের জন্য মঙ্গল কামনা করুন। আপনাদের সবার জন্য রইলো সুভকামনা। আল্লাহ হাফেজ।
আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।