E-Commerce ওয়েবসাইট

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

পৃথিবীব্যাপী ইন্টারনেট এর ব্যবহার  দিন দিন প্রসার হচ্ছে।  আর এই ইন্টারনেট এর  মাধ্যমে আমাদের দেশে ক্রয় বিক্রয় এর ধারনা খুব  দ্রুত বৃদ্ধি পাচ্ছে। E-Commerce Website Builder এক ক্লিকেই আমারা প্রয়োজনীয় জিনিস পেয়ে  যাচ্ছি। সব কিছুই আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। ফলে সব কিছু এখন আমাদের হাতের নাগালে এসেছে। ঘরে বসেই বাজারজাত সহ সব কিছু পাচ্ছেন আপনি।

E-Commerce Solutions

বিভিন্ন ধরনের সহজলভ্য এর জন্য E-Commerce এর প্রসার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। শুধু নিদিষ্ট কিছু কাজ পালন কারলে এর ব্যবহার খুবই সহজভাবে আপনিও বুঝতে পারবেন। ই কর্মাস এর জন্য প্রয়োজন একটি Best E-Commerce Websites সাইট। এই সাইট টিই একটি ব্যবসা প্রতিষ্ঠান এর ন্যায় কাজ করে যেমন দোকান। দোকানের মালিক যেমন একটি দোকান পরিচালনা করেন আপনিও চাইলেই এর পরিচালনা করতে পারেন। নির্দিষ্ট কিছু ফর্মুলা মেনে চলে আপনিও এই কর্মাস ওয়েবসাইট খুলতে পারেন।

How to Create E-Commerce Website

তার আগে আমরা দেখে  নেই E-Commerce কত ধরনের হতে পারে।
ক.B2B (Business to Business)  এখানে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মধ্যে কাজ হয়।
খ.B2G (Business to Government) এখানে সরকার ও  ১টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মধ্যে কাজ হয়।
গ.B2C (Business to Consumer) এখানে  ১টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ভোক্তার এর মধ্যে কাজ হয়।
ঘ.C2C (Consumer to Consumer) এখানে ২জন ভোক্তার মধ্যে  এর মধ্যে কাজ হয়।
ঙ.G2C (Government to Consumer) এখানে সরকার ও ভোক্তার মধ্যে কাজ হয়।

How to Start an E-Commerce Business

এখন  নিচে এর বিভিন্ন স্টেপ বলা হলোঃ

Step :1 Domain

একটি  সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান পরিচিতি পাবে এই নামেই। যদি পেশাদারত্বের সঙ্গে সাইট তৈরি করতে চান, তবে অবশ্যই নতুন নাম নির্বাচন করতে হবে।

  1. আপনার পণ্য, সেবা বা ব্যবসার সঙ্গে মেলে এমন ডোমেইন নাম পছন্দ করুন।
  2. নাম যত ছোট নেওয়া যায়, তত ভালো। তাই নাম ছোট নিবেন।
  3. একটি ডোমেইন নিবন্ধন করা যায় ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে।
  4. ডোমেইনের  নি্তয়ন্ত্কন্ট্রোল প্যানেল নিজের হাতে নেবেন। অভিজ্ঞ কোন লোকের সাহায্য নিয়ে আপনি সহজেই ডোমেইন এর নাম ক্রয় করতে পারবেন।
  5. আপনি যেন সহজেই একটা ডোমেইন নাম ক্রয় করতে পারেন তার জন্য একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এর নাম সংযুক্ত করে  দেওয়া হলো https://sg.godaddy.com। অবশ্যই বাংলাদেশি কারো মাধ্যমে ডোমেইন কিনবেন যেন সমস্যা হলে যেন সহজেই যোগাযোগ করে ঠিক করে নিতে পারেন।
  6. আপনি যে নাম বা ডোমেইন ঠিক করলেন, সেটা ঠিক  আছে কি না, তা জানতে যেতে পারেন http://www.1and1.com/domain-check ওয়েবসাইটে।  সবসময় চেষ্টা করবেন.com ডোমেইন নেবেন।

Step:2 A Good Hosting Service

সাইট রাখার এই কাজটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: ডেডিকেটেড হোস্টিং, শেয়ার (ভার্চ্যুয়াল), ভার্চ্যুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস হোস্টিং), ক্লাউড হোস্টিং ইত্যাদি। একটা কম্পিউটারের পুরোটাকেই যখন সার্ভার হিসেবে ব্যবহার করা হয়, তখন একে ডেডিকেটেড সার্ভার বলা হয়। ডেডিকেটেড সার্ভারের হোস্টিং হলো ডেডিকেটেড হোস্টিং। যখন একটা ডেডিকেটেড সার্ভারকে ভার্চ্যুয়াল কোনো সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে বেশ কটি সার্ভার তৈরি করা হয়, তখন সেটি ভিপিএস নামে পরিচিত হয়। এই একেকটা ভাগ একেকটা স্বাধীন সার্ভারের মতো কাজ করে। ই-কমার্সের জন্য এগুলো ব্যবহার করা যায়। তবে এটার ব্যবস্থাপনা কষ্টসাধ্য এবং হামেশাই ডাউন হয়। ভালো ভিপিএস সার্ভারের মাসিক ভাড়া চার হাজার টাকা থেকে শুরু।

Step :3 Create Website

যারা ওয়েবসাইট তৈরী করে তারাই  e commerce সাইট আপনাকে তৈরি করে দিতে পারে।  অথবা আপনি অনলাইনে খুজলেই পাবেন।

Step: 4 Security First

বর্তমান যুগের ইন্টারনেট ব্যবস্থায় সব কিছু যেমন সহজে পাওয়া যায় তেমনি এখানে বেড়েই চেলেছে দিন দিন বিভিন্ন সাইবার ক্রাইম ও হ্যাকার এর দৌরাত্ম্য। বিশেষ করে ই কর্মাস এর ক্ষেত্রে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ন। আপনি আপনার পছন্দ মত যে সাইট করেন না কেন সাইট তৈরি করেন না কেন, স্বচ্ছ একটা নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করতে হবে। আজকাল অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই ই-কমার্স সাইট তৈরির পর নিরাপত্তাব্যবস্থা নেওয়া মাথায় রাখতে হবে। ব্লগ ব্যবহার করতে পারেন বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে অনেক প্লাগ-ইনস পাবেন। সেগুলো ব্যবহার করা যায়।

সুবিধাঃ

  • ১.24/7  সেবা প্রদান।
  • ২.সময় এর স্বদব্যবহার হয়।
  • ৩.ব্যয় কম হয়।
  • ৪.পন্য কোথায় আছে, কখন আসবে আপনি সহজেই বুঝতে পারবেন।
  • ৫.প্রতিষ্ঠান নয় বাড়ি থেকেই পরিচালনা করতে পারবেন।

অসুবিধাঃ

  • ১.ইলেকট্রনিক একটা যন্ত্র যেমন কম্পিউটার বা স্মার্ট ফোন লাগবেই।
  • ২.সর্বদা ইন্টারনেট লাগবেই।
  • ৩. দূর্গম অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা নাও থাকতে পারে।

-

Source : Marked World

and

Of xyz

Level 0

আমি সালমান ফারসী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Md.Salman Farsi. I am student of Govt University at Department of Economics. I am also a graphics designer, blogger & freelancer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস