এটা আমার জীবনের প্রথম লেখা। লেখার ধরন খারাপ এটা পড়লেই বুঝতে পারবেন, তার পরও লিখলাম। যারা জানেন তাদের জন্য টিউনটি কোন কাজে আসবে না। যারা না জানেন শুধু তাদের জন্য।
আমরা আমাদের কাজের তাগিদে অনেক গুলো ইমেইল ব্যবহার করি। আর জিমেইল ব্যবহারের দিকদিয়ে বেশি সহজ, যার কারনে আমারা অনেকেই জিমেইল এর একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করি। মেইল চেক করার জন্য বার বার লগ আউট করা আর লগিন করা আমাদের অনেক সময় নষ্ট করে, শুধু সময় নষ্টই করে না এটা অনেক ব্যস্ত মুহুর্তে রাগের কারন হয়ে দাঁড়ায়। তাই আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। যাতে করে বার বার লগ আউট করা আর লগিন করার ঝামেলা না করা লাগে।
আসুন কিভাবে করব একটু দেখে নিই............
১। আপনার এ্যাকাউন্ট সেটিংস এ যান
২। Multiple sign-in এ গিয়ে edit এ প্রবেশ করুন
৩। Multiple sign-in ON করুন এবং ফাকা ঘর গুলোতে টিক দিয়ে SAVE দিন।
৪। Sign in to another account এ ক্লিক করুন এবং আপনার ২য় এ্যাকাউন্টটি লগিন করুন।
ব্যস হয়ে গেল ......
৫। যে এ্যাকাউন্ট এ প্রবেশ করে মেইল চেক করতে চান Switch account থেকে পারবেন। আপনার যে এ্যাকাউন্ট এ প্রবেশ করতে চান, প্রবেশ করুন সহজেই।
এভাবে আমরা অনেক এ্যাকাউন্ট একসাথে ব্যবহার করতে পারি।
বিস্তারিত বুঝার জন্য স্কিন সর্ট সহ দিলাম।
আমি মুজাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে http://www.facebook.com/muzahidbd Yahoo messenger : [email protected] For mail: [email protected]
খুবই দরকারি একটা বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ ।