গুলফিশান থেকে যেভাবে বিকাশের মাধ্যমে ১ মাসের জন্য ১৩৩ টাকায় NetFlix একাউন্ট কিনবেন!

করোনার জন্য কমবেশি সবাইকেই এখন ঘরোয়া পরিবেশে বাধ্যতামূলক ভাবেই থাকতে হচ্ছে। আর ঘরে থেকেই অফিস করা সহ সব কিছুই করা লাগছে। আর এখন আমাদের বিনোদনের একমাত্র অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ইন্টারনেট। আর ইন্টারনেটে বিনোদনের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে নেটফ্লিক্স! কিন্তু আমাদের অনেকেই মনে করেন যে নেটফ্লিক্সে একাউন্ট খোলাটা ঝামেলা কারণ এটা একটি পেইড সাবস্ক্রিপ্টশন ভিক্তিক জিনিস! আর প্রতিমাসে ডিস লাইনের মতো টাকা খরচ করা তাও আবার ক্রেডিট কার্ডের ঝামেলা আছে এতকিছু ভেবেই আমাদের অনেকেই নেটফ্লিক্স একাউন্ট খুলতে চাইলেও উৎসাহবোধ করেন না।

কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা নেই, সকল ঝামেলা এড়িয়ে এবার শুধুমাত্র বিকাশে টাকা পাঠানোর মতোই সহজ পদ্ধতিতে আপনি নেটফ্লিক্স একাউন্ট “ভাড়ায়” নিতে পারবেন! কিভাবে? GulfishnaBD থেকে যেভাবে ১৩৩ টাকায় ১ মাসের জন্য নেটফিক্স 4K UHD Shared একাউন্ট কিনবেন সেটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি!

বি:দ্র: শুধুমাত্র নেটফ্লিক্স নয়, বরং গুলফিশান থেকে যেকোনো কিছু কিনতে হলে এই পদ্ধতি জানা থাকলেই চলবে।

ধাপসমূহ:

আমাদের অনেকেই পিসির থেকে মোবাইলে নেটফ্লিক্স / মুভি / টিভি সিরিজ বেশি উপভোগ করে থাকেন। তাই আমি ক্রয় পদ্ধতিটি মোবাইলে দেখেছি দিচ্ছি। পিসিতেও একই ভাবে আপনি একাউন্ট কিনতে পারবেন।

১) প্রথমে গুলফিশান বিডির ওয়েবসাইটে চলে আসুন, আর নেটফ্লিক্স ১ মাস প্যাকেজটি বাছুন।

২) এখানে প্যাকেজটির রেগুলার মূল্য ১৯৮ টাকা হলেও নতুন গ্রাহকদের জন্য ৬৫ টাকা ছাড় থাকছে! সেটা কিভাবে? জাস্ট কুপন ঘরে লিখবেন NEW65 তাহলেই হবে!

৩) Add to Cart বাটনে ক্লিক করুন।

৪) কুপন ঘরে আপনার কুপন টি লিখে এপ্লাই করুন।

৫) সঠিকভাবে কুপন দিতে পারলে গ্রান্ডটোটালে এসে দেখবেন কুপন প্রাইস মাইনাস হয়ে গিয়েছে। এবার Proceed to Checkout ঘরে ক্লিক করুন!

৬) এবার আপনার নাম, ফোন এবং ইমেইল এড্রেস টি অবশ্যই সঠিক ঘরে লিখে নিবেন। যে নাম্বার দিয়ে বিকাশ করবেন সেটাই এখানে দিতে হবে এমনটি নয়।

৭) এখানে বিকাশ / নগদ  / রকেট অপশন রয়েছে। আপনি আপনার সুবিধামতো সার্ভিসে পেআউট করতে পারবেন। বিকাশ জনপ্রিয় হওয়ায় এখানে আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি।

৮) এবার বিকাশে গুলফিশানের নাম্বারে Send Money করবেন! এটা বিকাশ পারসোনাল নাম্বার! আর টাকা পাঠানোর পর অবশ্যই ট্রানজেকশন আইডিটা কপি করে নিন।

৯) বিকাশের নাম্বার ঘরে যে নাম্বার থেকে বিকাশে টাকা সেন্ড করেছেন সেটা লিখবেন আর নিচের bKash Transaction ID ঘরে ট্রানজেকশন আইডিটি লিখবেন। আইডি না মিললে অর্ডান গৃহীত হবে না এবং এর দায়িত্ব গুলফিশানবিডি নিবে না।

১০) অর্ডার কমপ্লিট হয়েছে!

১১) কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে কনর্ফামেশন ইমেইল এবং ইনভয়েস সহ ডেলিভারি ইমেইল চলে আসবে।

১২) অর্ডারের ধরন অনুযায়ী অর্ডার কনফার্ম করার ৫ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আপনি ইমেইলে আপনার অর্ডারটি পেয়ে যাবেন। তবে নেটফ্লিক্স এর ক্ষেত্রে আমি ৩ মিনিটেই পেয়ে গিয়েছি।

১৩) এটা শেয়ারকৃত একাউন্ট হওয়ার এখানে যেকোনো একটি প্রোফাইলকে আপনার বেছে নিতে হবে।

এবার নেটফ্লিক্সে আপনার পছন্দের অনুষ্ঠানটি উপভোগ করুন! উল্লেখ্য যে এই একাউন্ট দিয়ে আপনি পিসিতেও নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে বিজ্ঞাপণ দিন Techtunes ADs এর মাধ্যমে। আর পান ৩০০% এরও বেশি রেসপন্স।

বিশ্ব ব্যাপি ৫ কোটি+ কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি। টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড, কন্টেন্ট এড ও ভিডিও এড এর মাধ্যমে।

সুলভ মূল্যের অসংখ্য এডভার্টাইজমেন্ট প্যাক থেকে বেছে নিন আপনারটি। আপনার পছন্দমত BDT বা USD কারেন্সিতে পেপাল, ক্রেডিডকার্ড, বিকাশ এর মাধ্যমে মাত্র একক্লিকে Techtunes AD এর এডভার্টাইজমেন্ট কিনতে ক্লিক করুন Techtunes Buy.