আমরা অনেক সময় বিভিন্ন সাইটের টুলবার দেখে থাকি। ইয়াহুর টুলবারটা সবার পরিচিত। আপনার সাইটের প্রসারের জন্য যদি আপনি টুলবার বানাতে চান তা খুব সহজেই পারেন। (অনেকে যদিও ব্যপারটা জানে ) যারা না জানে শিখে নিন ।
প্রথমেআপনাকে http://accounts.conduit.com এ গিয়ে রেজিস্ট্রশন করতে হবে। তারপর টুলবার অপশনে গিয়ে নিচের মতো ছবিটি দেখতে পাবেন।
এখান থেকে আপনার টুলবারে যে সব আইটেম যুক্ত করতে চান তা এড করুন। টুল বার ডাউনলোডের একটি পেজ তৈরী হবে অনেকটা এরকম লিংক http://BanglaTutorial.OurToolbar.com এরকম লিংকটি আপনি প্রচার করে দিতে পারেন।
নিজের সাইটের আরএসএস সংযুক্ত করতে পারেন টুলবারে যেমন-
আবহাওয়ার খবরও নিতে পারবে টুলবারের সাহায্যে যেমন-
ইমেইল আসলে আপনাকে জানিয়ে দিবে যেমন-
সার্চ সহ এরকম আরও অনেক সুবিধাই দিতে পারেন ।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
@ দ্বীপ- আপনার কথার কঠোর সমালোচনা করছি টিউটো ভাই এর কোন টিউনই কপি নয়। হতে পারে ওনার কোন টিউনের মত আপনি কোন আর্টিকেল দেখেছেন কোথাও। তার মানে এই নয় যে উনি কপি করেছেন বরং এমনও হতে পারে সেই টিউটো ভাই এর কপি করেছে। তার কোন টিউন দেখে আমার মনে হয়নি উনি নকলবাজ কারন নকলবাজ হলে উনি নিজে এমন একটা সাইট চালাতে পারেন না। আমার কথায় কিছু মনে করবেন না। আমি আসলে যে যেমন মন্তব্য করে তার ঠিক উত্তরটি তাকে দিতে পছন্দ করি কোন রাখঢাক রাখি না।
আমার মনে হয় উনি টিউটরিয়াল বিডি তেই ঐ টপিক দেখে এসে এখানে মনে করছেন ওটার কপি, হয়তো উনি জানেনই না টিটো ভাইয়ের সাইট ওটা। হা হা হা হা হা
you are a nokolbaz