প্রিয় পাঠক, আজকে কথা বলবো মাস্কিং/ ব্রান্ডিং SMS নিয়ে। তো, নিচের স্ক্রিনশটটি দেখে কি কিছু বোঝা যায়? এখানে দেখতে পাচ্ছেন একটি SMS, যেটি এসেছে “MDN LIMITED” নাম থেকে।
এইযে এই নাম ব্যবহার করে মেসেজ পাঠিয়েছে এটাই হলো মাস্কিং/ ব্রান্ডিং SMS.
কি হবে এই মাস্কিং/ ব্রান্ডিং SMS করে?
* আপনি আপনার কাস্টমারদের SMS করতে পরবেন। সেটি হতে পারে কোনো উৎসবের শুভেচ্ছা বার্তা কিংবা আপনার বিজনেস রিলেটেড যেকোনো কিছু। এতে কাস্টমার মেসেজটি দেখেই বুঝতে পারবে এটি অমক কোম্পানি/ প্রতিষ্ঠান থেকে এসেছে।
*এতে আপনার কোম্পানি/ প্রতিষ্ঠানের ভ্যালু বাড়তে থাকবে। (নিজেই একটু অনুধাবন করুন)
*একটি একটি করে মেসেজ পাঠানের ঝামেলা নেই, Excel Sheet -এ অনেক নাম্বার রেখে, ১ক্লিকেই তাদের কাছে SMS পাঠাতে পারবেন।
আপনার ছোট বিজনেস, সেল কম?
তাহলে আপনার বিজনেস বাড়ানোর জন্য উত্তম পদ্ধতি হতে পারে এটি। আপনি কোনো উৎসবে SMS করলেন, তাহলে আপনার প্রতিষ্ঠান নামটি যখন SMS ID হিসেবে সো করলো (অর্থাৎ, আপনার প্রতিষ্ঠানের নাম থেকে মেসেজটি গেলো) তখনই কিন্তু আপনার প্রতিষ্ঠানের ব্রান্ডিং হতে থাকলো। এতে আপনার বিজনেস দ্রুত গ্রো হবে।
উক্ত সার্ভিজটি ক্রয় করতে আগ্রহ থাকলে ভিজিট করুনঃ https://bit.ly/2ZqNHTa
আমি মোঃ মাহফুজ রিহাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।