ডাউনলোড করুন টেকটিউনসের জন্য আপনার ব্রাউজার টুলবার

আমরা অনেক সাইটেরই টুলবার ব্যবহার করে থাকি। বিশেষ করে ইয়াহুর টুলবারতো সবার পরিচিতই বলা যায়।
টেকটিউনসের জন্য conduit.com এর মাধ্যমে একটি  টুলবার তৈরী করেছি। ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সহজেই।

toolbar.JPG

ডাউনলোড লিংক

ডাউনলোড করুন টেকটিউনসের জন্য আপনার ব্রাউজার টুলবার।

যেসব সুবিধা পাবেন:

  • ০১. একটি ক্লিকেই যেতে পারবেন টেকটিউনসে।
  • ০২. টেকটিউনসের শেষ দশটি পোস্ট দেখতে পাবেন টেকটিউনসে না গিয়েই। (অথাৎ টেকটিউনসের RSS  ফিড)

002feed.JPG

  • ০৩. আপনার না দেখা নতুন টিউন পোস্ট হলে আপনাকে জানিয়ে দিবে টুলবার থেকেই।
  • ০৪. আপনার নতুন মেইল আসলে টুলবার থেকেই জানতে পারবেন এবং লগইন না করেই প্রবেশ করতে পারবেন মেইলে।
  • ০৫. আপনি যে শহরে আছেন সেখানকার তাপমাত্রা ও আবহাওয়া বার্তা দেখতে পারবেন সহজেই।

003weather.JPG

  • ০৬. সার্চ অপশনতো আছেই ।

আশা করি এই টুলবারটি টেকটিউনসের প্রসারে কাজে লাগবে। আপনিও বানাতে পারেন আপনার সাইটের জন্য/পছন্দমতো ব্রাউজার টুলবার এই লেখাটি দেখুন।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আজ টেকটিন্স এ প্রথম ভিজিট করলাম।। অসাধারন লাগলো এই ওয়েব সাইট টি খুবই ভালো লাগলো।টিউটো ভাই আপনার পোস্ট টাও খুবই ভালো লেগেছে… এবং বেশ কাজের।। ধন্যবাদ।।আপনাকে।।

Excelent————-

Level 0

are vai jobbor khel dekailen

সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগলেই আমি সাথর্ক।

অসাধারন। ধন্যবাদ টিউটো ভাই

How is it possible

আমাকে তো সবাই বলে আমি নাকি রুক্ষ মন্তব্য করি কিন্তু আপনারা যদি এমন করেন তাহলে জবাব না দিয়ে তো পারা যায় না। আমি অন্তত আপনার কাছ থেকে এমনটি আশা করিনি। আপনি লিখেছেন এটি আপনার তৈরী। আসলে কি তাই? এটার ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি সাইটের মাধ্যমে তৈরী ইচ্ছে করলে যে কেউ এটা বানাতে পারে আমি আরো অনেক আগেই বানিয়েছি। দুঃখিত আমার এমন উত্তর দেয়া ছাড়া উপায় ছিল না।

শাকিল আসলে আপনি পাগল!!

Level 0

শাকিল ভাইকে Support করবো কিনা বুঝতে পারছি না। আপনারা কি বলেন?

সত্যি কথা সকলেরই অপ্রিয়।

সত্যি কথা আমার কাছে অপ্রিয় না। টিউনটি সম্পাদনা করা হলো।
টিউনটির শেষ লাইনে লেখা আছে –“আপনিও বানাতে পারেন আপনার সাইটের জন্য/পছন্দমতো ব্রাউজার টুলবার” এবং কিভাবে বানিয়েছি তা বর্ণনা করা আছে লিংটিতে। তারপরও যেহেতু বুঝতে পারেন নাই তাই পরের টিউনে লিখে দিচ্ছি কিভাবে বানানো হয়েছে
…..বৃষ্টিভেজা ধন্যবাদ সবাইকে।

দেখেন ভাই আমি আপনাকে কষ্ট বা ব্যাক্তিগত ভাবে আক্রমন করার জন্য কোন মন্তব্য করি নাই। আমি মনে করি ব্লগে ভালো খারাপ বিষয়ে মন্তব্য করা স্বাধীনতা আছে এবং ভালো হলে যেমনি প্রশংসা তেমনি কোন ভুল করলে সমালোচনা করা উচিত। আমি তো আপনাকেও বলেছিলাম আমার টিউনে শুধু প্রশংসা না করে সমালোচনা করার জন্য। এটাই ব্লগিং আমার মনে হয় আপনি এগুলো বেশ ভালোই বোঝেন। যাই হোক আমার মন্তব্য আপনি ইচ্ছে করলে মুছে দিতে পারেন।

এ জিনিসটা ভাল লাগে যে- আপনি বারবার আপনার কমেন্টের আপডেট দেখেন। ধন্যবাদ আপনাকে।

শাকিল আপনার টিউনে মন্তব্য করলে আপনি মুছে দেন। মন্তব্য করার স্বাধীনতা আমাদের ও আছে। আপনার বেকা কথা বন্ধ করেন!

@ কিছুই জানি না- আমি কখনো কারো কোন কমেন্ট মুছি নাই। ভাই আমার মনে হয় না আমি বেকা কথা বলি সোজা সাপ্টা কথা বলি তাই এত দোষ।
@ টিউটো ভাই আবারো ধন্যবাদ।

    Level 2

    SAKIL BAI ..MONE KOREN APNADER BARIR PASER RASTA TA THIK SOJA HOLE VALO HOI KINTU ATI SOJA KORTE GELE APNADER BARI CARAO ONEK GULU BARIR MAJ KHAN BORABOR JAI JAR JONNO APNAR SUNDOR BARI NOSTO HOBE….KINTU MANLAM APNI DOYALU….TAI RASTA SOJA KORTE BOLLEN ..KINTU ONNODER KOTHA ….AK BAR O VABBEN NA……..

sakil bhai, apni ato bokar mato mantobo karlen ki kare?????// apni akjon janoprio tuner… apnar kache ata asa kara jai na…. same same same

শাকিল ভাই মনে হয় ঠিক মত না পড়েই মন্তব্য করেছেন এখানে, কারন আমি তো দিব্যি দেখতে পাচ্ছি লেখক বলেছেনঃ
টেকটিউনসের জন্য conduit.com এর মাধ্যমে একটি টুলবার তৈরী করেছি।
~ এর আগ পর্যন্ত শাকিল ভাইয়ের অনেক রুঢ় মন্তব্য আমার কাছে যুক্তি যুক্ত মনে হলেও, এই মন্তব্য টি সত্যিই যুক্তিহীন। তবে এও ঠিক যে এইধরনের সৃষ্টি কে প্রকৃত অর্থে নিজের সৃষ্টি বলা যায় না বরং কাস্টমাইজ্‌ড ভার্সন বলা যায়।

দারুন!!

জটিল,টুলবারটি সত্যিই জটিল।আমি ইন্সটল করেছি।

Level 2

@SAKIL BAI……..ONEK SOMOY SOTTO KOTHA DEKHE RAKHA VALO…JODI…TA NOKOL HOLEO…ONNER UPPHOKAR KORE……JODI ATI APNAR BANANO O HOI TOBE JODI …TITO BAI NOKOL O KORE TOBE….MONE MONE AI VEBE KHUSI HON…JE APNAKE KEW HUBOHU ONUSORON KORE …KINTU BAI PLZ ABAVE MONTOBBO KOR BEN NA …AMADER MOTO JARA TUNE KORTE PARE NA KINTU PORE TARA APNADER MONTOBBE HOTAS HOI….KARON AMAR MONE HOI APNARA (JOGRA) KORAR JONNO LOG IN KOREN…….

brother, আমার ১ টা সাহায্য লাগবে । আমার Laptop এ .jar/ .jad ফাইল run করব কিভাবে ?? দয়া করে সাহায্য করুন । আপনার কাছে চির কৃতঙ্গ থাকব ।