আমরা কমবেশি সবাই ইন্টারনেট স্পিড নিয়ে ঝামেলায় থাকি। কার ও কার ও তো অভিযোগ যারা ইন্টারনেট কানেকশন দেয় তাদের দিকে। কিন্তু যখন ওরা বলে ওদের তরফ থেকে সব ওকে তখন কি করবেন। হয়তো স্পেশালিস্ট ডাকবেন না হয় নিজে নিজে ট্রাই করবেন কিভাবে ইন্টারনেট স্পিড বাড়াবেন।
আপনি কি জানেন আপনার পিসি বা ল্যাপ্টপ যাই ব্যবহার করেন না কেন উইন্ডোজ ১০ অথবা অন্য অপরেটিং সিস্টেম নিজেই রিজাব রেখে দেয় ৮০% তাহলে আমরা পাই মাত্র ২০% নেট স্পিড। এই ২০% নেট ইউজ করতে গিয়ে ও আমরা নানা জামেলায় পড়ি যেমন বিভিন্ন এন্টিভাইরাস, অনেক সফটওয়ার লোড এর কারনে আমাদের নেট স্পিড আরো কমে যায়।
এভাবে যদি উইন্ডোজ অপরেটিং সিস্টেম নিজের জন্য নেট স্পিড ৮০% রিজাভ রাখে আর পিসির অন্যন্য কাজে ইন্টারনেট গতি আরও কমে যায় তাহলে আমরা অনেক লোজার। আমরা কি পাই তাহলে আমরা তো কিছুই পাইনা। এভাবে আমরা অনেক ঠকে যাছিছ প্রতিদিন। এখন আমরা কি করব। আমি এই সমস্যায় পড়েছিলাম এবং কিভাবে নেটের স্পিড বাড়ানো যায় তাই নিয়ে চিন্তা করতে লাগলাম। কারন আমাকে ক্লায়েন্ট এর কাছে অনেক বড় বড় অটোক্যাড ফাইল পাটাতে হয়। বস কে যখন বললাম বস টেকনেসিয়ান এনে দুই তিনবার টিক করিয়ে দিলেন। কয়েকদিন পর দেখলাম একই অবস্তা। অনলাইনে অনেক ঘাটাঘাটি করে একটা উপায় বের করলাম। আমি যেভাবে করলাম এবং ছোট্র একটি সেটিং এর মাধ্যমে এই কাজটি করলাম। তো সেটা কিভাবে করলাম তা জানার জন্য অবশ্যই আমার ওয়েব সাইট এর এই লিংকে ভিজিট করুন। sameotech.com অথবা http://www.shrink-service.it/s/ztnZMb
আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।
হয়তো স্পেশালিস্ট ডাকবেন না হয় নিজে নিজে ট্রাই করবেন কিভাবে ইন্টারনেট স্পিড বাড়াবেন।
classic games