ইউটিউবের জন্য ছোট একটা টিপ্স (আমার প্রথম টিউন)

“আস-সালামু আলাইকুম”

আমি বাহা উদ্দিন সৌদি আরব প্রবাসী বাংলাদেশী, প্রায় নয় বছর যাবৎ সৌদি আরবের আল-বাহা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীতে সামান্য একজন টি বয় হিসাবে কাজ করছি।কম্পিউটার সম্বন্ধে আমার তেমন কোন ধারণা নেই বললেই চলে।দেশে থাকতে গ্রামের স্কুলে সামান্য লেখা পড়া করেছি, কম্পিউটার শিখা তো দূরের কথা, হাত দিয়ে কখনো স্পর্শ করিনি। এইতো ৭/৮ মাস আগে আমার অফিসের বস আমাকে একটি পুরনো কম্পিউটার দেন, তারপর থেকে আস্তে আস্তে কম্পিটার শিখা। টেকটিউনসের সাথে প্রায় ২/৩ মাস থেকে পরিচিত। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে টেকটিউনসের সকল সম্মানিত টিউনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টেকটিউনস না থাকলে আমার মত মানুষের কম্পিউটার শিখতে না জানি আরো কত বছর লাগতো। যাই হোক এটা আমার প্রথম টিউন, অনেক সাহস করে টিউনটি করলাম, প্রথমে তো সাহস ই পাচ্ছিলামনা পরে ভাবলাম চেষ্টা করে দেখি, ভাল মন্দ কিছু একটা তো হবে।

টিউনটি হলো ইউটিউব নিয়ে, আমরা যারা সৌদি আরবে আছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক সময় ইউটিউবের অনেক ভিডিও এখানে চলেনা কারণ তা ব্লক করে রাখা হয়েছে, যখন আমরা ব্লক করা কোন ভিডিও ব্রাউজ করি তখন এই রকম একটা স্ক্রীন বা ম্যাসেজ আসে।

এসমস্ত ভিডিও দেখতে হলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে,

মনে করুন ব্লক করা ভিডিওটির ইউ আর এল হলোঃ

ডব্লিউ ডব্লিউ ডব্লিউyoutube.com/watch?v=ZDXnDCx4vCw&feature=related

এখন আপনাকে এই URL এর watch? এবং = তা ডিলিট করে

নিচের মতো করে লিখে এন্টার চাপলে আপনি ভিডিওটি দেখতে পারবেন

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.youtube.com/ v/ZDXnDCx4vCw&feature=related

কখনো এমন হয় যে, কোন কোন ভিডিও তে age verification থাকে

যেমনঃ

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DkmQ53ZEIdPU

এসব ভিডিও দেখতে হলে ভিডিওটির উপর মাউস নিয়ে রাইট ক্লিক করে কপি লিংক দিন তারপর তা ইউ আর এলে পেষ্ট করুন এবং আগের মতো watch?v= ডিলিট করে v/লিখে এন্টার চাপুন।

যদি কাজ না হয় তাহলে

ইউ আর এলে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.youtube.com/v/ভিডিও কোড ?fs=1&  লিখে এন্টার চাপুন

ভিডিও কোডের জায়গায় আপনার কাংখিত ভিডিও টির কোড কপি পেষ্ট করুন

কোড যেভাবে চিনবেন,

মনে করুন এটা একটা ইউ আর এল,

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DkmQ53ZEIdPU

এখানে ভিডিও কোড হলো DkmQ53ZEIdPU

আশা করি বুঝতে পেরেছেন।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাষাজ্ঞান আর শিক্ষার দূর্বলতার কারণে ভালভাবে উপস্থাপন করতে পারি নাই, এরজন্য খুবই দুঃখিত।

Level 0

আমি বাহা উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আর স্বাগতম টেকটিউনস পরিবারে। অনেক ভালো ট্রিক্স আমার জানা ছিল না। আজ জানলাম। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। 😀

    মাখন ভাই, মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ

Level 2

বাহা উদ্দিন ভাই ভালো হচ্ছে. Techtunes এ আপনাকে সাগতম. সাহস করে শুরু করেছেন. এভাবেই একদিন ১ থেকে ২০, ২০ থেকে ৫০ আর ৫০ থেকে ১০০ হবে. keep it up man

Level 0

উয়াও !!! খুবি কাজের পোষ্ট। অসাধারণ ।
ধন্যবাদ।

Level 0

খুব কাজের জিনিস শিখালেন ভাই। ধন্যবাদ।

Level 2

অনেক ধন্যবাদ

আসলেই অনেক কাজের ট্রিক!!! প্রিয়তে নিলাম 🙂

oy mia, ate kore to aro kharaper dike probono ta barbe. but kajer jinish. asole to weapon er dosh ney. ar bebohar kari ree dosh jodi she valo bhabe use na kore

    মন্তব্যের জন্য ধন্যবাদ, অপনার কথায় সহমত, তবে কে কিভাবে ব্যবহার করবেন তা তার ইচ্ছার উপর নির্ভর করছে।

Level 2

চমৎকার টিউন …………….. ধন্যবাদ আপনাকে।

Level 0

onek sundor…

জটিল হৈছে !!!!!!!!!!!