আইএসপি নিয়ে যত সমস্যা!

সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকরী হিসেবে মাথায় কত প্রশ্ন ঘোরে - পরিচিতজনদের জিজ্ঞেস করলে একেক জনের কাছ থেকে একেক রকম উত্তর পাওয়া যায়। কোনটা আবার বেশ ধোয়াশাও বটে।

(১) চট্টগ্রাম শহরে ISP গুলো অফার করছে 25 MBPS মাসিক প্যাকেজ মাত্র  ৯০০-১০০০ টাকায়।

(২) গাজীপুর সিটি কর্পোরেশনে লিংক -৩ কোম্পানী দিচ্ছে ২0 MBPS মাত্র ১৩০০/- টাকায়।

(৩) আর আরেকটু ভিতরে গাজীপুর হতে ২০ কি.মি. উত্তরে প্রতি MBPS চাইছে ৭০০/- টাকায়!

চট্টগ্রামে প্রতি MBPS পড়ছে ৪০/- টাকা মাত্র।

গাজীপুরে প্রতি MBPS পড়ছে ৬৫/- টাকা মাত্র।

আর মাওনা ও শ্রীপুর এলাকায় খরচ পড়ছে  প্রতি MBPS পড়ছে ৬০০ - ৭০০/-  টাকা!

রহস্যটা কী?

 

টেকগুরুদের কাছে খোলাসা করে বিস্তারিত জানতে চাইছি। অগ্রীম ধন্যবাদ রইল।

 

Level 0

আমি কে এম আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস