ডোমেইন কি? কি কাজে প্রয়োজন এবং কোথায় পাওয়া য়ায়।
আমাকে অনেকেই ফোন করে প্রশ্ন করেন ডোমেইন কি? যারা এধরনের প্রশ্ন করেন তাদের জন্য একটা টিউন দিলাম। এখানে তুলে ধরা হয়েছে- ডোমেইন কি? এগুলো কি কাজে ব্যবহার হয় এবং কোথায় পাওয়া যায়।
ডোমেইন কি?
ওয়েরসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুঁজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুঁজে পাই http://www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুঁজেপাই http://www.google.com দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন। ডোমেইন শুধুমাত্র.com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই.com ই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে যেমন: অরগানাইজেশনের জন্য.org, নেটওয়ার্কিং সাইটের জন্য.net ইনফরমেশন সাইটের জন্য.info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।
উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-১২০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য।
আপনি ডোমেইন নিতে চাইলে এখান থেকে নিন- M Dream NetWork
আমি মোঃ মাহফুজ রিহাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।