Techtunes এ এটাই আমার প্রথম Tune . এটা নিয়া আগে Tune হয়েছে কিনা জানিনা। কিন্তু খুজে পেলাম না। তাই করতে বসে গেলাম।
এবার আসল কথায় আসি. আমাদের জীবনের অনেক গুরত্তপর্ণ দিন তারিখ আছে যা আমরা কাজের চাপে প্রায়ই ভুলে যাই. কিন্তু আপনি যদি Google Calendar -এ আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ দিন তারিখ সেট করে রাখেন তবে নির্দিষ্ট সময়ের পূর্বে আপনাকে তা আপনার মোবাইলে SMS আর মাধ্যমে তা মনে করিয়ে দেবে Google Calendar .
প্রথমে এখানে ক্লিক করে ওয়েব সাইট এ প্রবেশ করুন।
এই লিঙ্ক এ ক্লিক করে আপনার ইমেল id এবং password দিয়ে loog in করুন. loog in করার পর নিচের বাম পাশে নিচে seetngs এ ক্লিক করে Mobile setup এ ক্লিক করুন. country এর স্থলে Bangladesh আর Mobile আর স্থলে আপনার Mobile number দিয়ে send verification code এ ক্লিক করলে আপনার Mobile এ একটা code আসবে. ওই code টি verification কোডে এর Box এ দিয়ে Finish Setup এ ক্লিক করে Save করুন.
এবার বাম পাশে ওপরের দিকে Creat Event এ ক্লিক করে আপনার সব information বসান. তারপর সভে এ ক্লিক করুন. আপনার কাজ শেষ. এখন থেকে আপনি যে সময় নির্ধারণ করে দিয়েছেন ঠিক ওই সময় পর পর (yarly হলে প্রতি বছর, monthly হলে প্রতি মাসে ইত্যাদি ) আপনাকে Mobile এ SMS আসবে.
সবাইকে ধন্যবাদ. কেমন লাগলো আসা করি কমেন্টস এর মাধ্যমে জানাবেন. কারণ আপনাদের মন্তব্যই নতুনদের জন্য অনোপ্রেরনা।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
সত্যিই চমৎকার, তথ্যের জন্য ধন্যবাদ