আপনি যদি ইন্টারনেট এ কাজ করেন এবং ব্রাউজার হিসাবে যদি Google Chrome ব্যবহার করেন তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরধ রইলো। অনলাইন এ কাজকরার সময় আপনারা দেখে থাকবেন, যখন Internet Connection থাকেনা তখন একটা error পেজ শো করে এবং একটা Dinosaur এর ছবি দেখতে পাওয়া যায়। প্রকিতপক্ষে এটা একটা গেম।
আপনি যদি এই গেমটি খেলতে চান তাহলে কেবল আপনার কী- বোর্ড থেকে স্পেস বাটন তা চেপে দিন আর গেম খেলতে থাকুন। ইন্টারনেট থাকা অবস্তায় ও আপনি এই গেমটি খেলতে পারবেন। এই ভিডিও টি থেকে আপনি সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন।
আমি সিরাজুল মল্লিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম, আমি সিরাজ, ভারতের ওয়েস্টবেঙ্গল এ থাকি। কলকতা ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাডুয়েশন সম্পূর্ণ করি। বর্তমানে একটা পাবলিক সেক্টরে জব করছি। প্রযুক্তির প্রতি ছোটবেলা থেকেই একটা টান ছিল আর সেই জন্যই হয়তো টেকটিউন্স কে জানতে পেরেছি। আমার নিজের দুটো ওয়েবসাইট আছে এবং এইবছর অর্থাৎ ২০২০ সালে একটা ইউটিউব চ্যানেল...