ঘরে বসেও পথ দেখানো সম্ভব এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে #BangladeshChallenge চ্যালেঞ্জ হাতে তুলে নেওয়া এবং প্রতি মুহূর্তে সেটাকে হারিয়ে নিজে জয়ী হতেই আমাদের বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবী দল জানে। #BangladeshChallenge এ তরুণসহ সবার অংশগ্রহণে ঘরে বসে বাংলাদেশের সকল এলাকায় গুগল ম্যাপ বা ওপেন স্ট্রিট এর সাহায্যে নিকটবর্তী তথ্য যেমন হাসপাতাল, ফার্মেসি, নিকটবর্তী বিকাশ/নগদ পয়েন্ট এর সুবিধা কোথায় রয়েছে এমন আরো অনেক কিছু যোগ করতে পারবে৷ এক্সপার্ট ম্যাপাররা তাদের সহযোগিতা করবেন। সবার জন্য থাকছে ট্রেইংনিং ও ডিজিটাল সার্টিফিকেট।
রেজিস্ট্রেশন করুন সময়সীমা ৩০ এপ্রিল ২০২০
অংশগ্রহনের নিয়মাবলী
১। প্রথমেই BangladeshChallenge.com এ একটি একাউন্ট তৈরি করে নিন।
২। এরপর গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে স্থান যোগ করুন।
৩। আপনি কয়টি জায়গা অ্যাড করেছেন তা যাতে আমরা জানতে পারি সে উদ্দেশ্যে আপনার গুগল ম্যাপস ও ওপেন স্ট্রিট ম্যাপস প্রোফাইলে আপনার একাউন্টে যোগ করুন।
৪। আপনি গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে যোগ করতে সমস্যায় পড়লে আমাদের প্লাটফর্মেও যোগ করতে পারেব খুব সহজে। আমাদের এক্সপার্ট ম্যাপাররা তা গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে যোগ করে দিবেন।
৫। কোন সমস্যায় পড়লে আমাদের ফেসবুকে গ্রুপে টিউন করতে পারেন।
গুগল ম্যাপে স্থান যোগ করা
ওপেন স্ট্রিট ম্যাপে স্থান যোগ করা
জরুরী স্থাপনা যোগ করা: গুগল ম্যাপস বা ওপেন স্ট্রিট ম্যাপ কঠিন মনে হলে। কিংবা সহজে জরুরি কোন স্থাপনা যোগ করতে চাইলে এই প্লাটফর্মে যোগ করুন।
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ। প্রশ্ন করুন। মতামত নিন এক্সপার্টদের। দেখুন লাইভ ট্রেইনিং সেশন।
জয়েন করুন
করোনা পরিস্থিত নিয়ে বিস্তারিত জানতে
ভিজিট করুন
আমি রাজিব সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।