রবি নতুন ইন্টারনেট মোডেম ও প্যাকেজ এ যা যা আছে

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদেরজন্য আমার এ টুইন।আজ আমি রবি মোডেম নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে।রবি তার সম্মানিত গ্রহকদের জন্য খুব আকষনীয় ইন্টানেট মোডাম নিয়ে এলো বাজারে। সাথে রবি নতুন একটি প্যাকেজ নিয়ে এলো চলুন দেখি কি আছে প্যাকেজ ও মোডামে……

কি আছে রবি মোডামে …….
• HSDPA/UMTS ২১০০ মে.হার্টজ্
• AG/GPRS/GSM ১৯০০১৮০০/৯০০
• HSDPA যাটা রেট ৩.৬ MBPS
• SMS ও ভয়েস সার্ভিস
• প্লাগ এ্যান্ড প্লে
• Windows 7/Vista/XP/2000 ও Mac তে সহযে ব্যবহার করা যাবে
• SIM লাগানোর যয়গা
এ বার দেখে কি আছে রবি প্যাকেজে………..
• একটি ইন্টারনেট মোডেম
• একটি প্রিপেইড সিম
• 1 জিবি ফ্রি (ড্যাটা)
• বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
• প্রতিবার ১ জিবি কিনলে আরো ১ জিবি ফ্রি পাবেন।১ জিবির দামের ২ জিবি পাবেন।
• প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
• অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
• কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।
•অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে চলবে আগামী ৩ মাস
এ বার দেখুন কি ভাবে আফারটি চালু করবেন……..
• ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে এই অফারটি চালু করতে পারবেন
• *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
• *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
রবি ইন্টারনেট মোডেম এখন মাত্র ১৫৫০ টাকায় ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওযা যাবে সকল রবি গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ…….

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai….image den…..aro details lekhen…..koto taka poisa lagbo….speed kmn??….aro ki ki……eto sort-cut lekhele hobe??…………thank y for the information..

    ভাই আমি আনেক চেষ্টা করে ও ইমেজ দিতে পরিনাই……….ধন্যবাদ………..আপনে টুইন টি ভালো করে পড়েন সব উত্তর পেয়ে যাবেন………..

Level 0

ভাই সবই তো বললেন কিন্তু রবি ইন্টারনেটে সার্ভিস কেমন এটাতে উল্লেখ করেন নি?

    সার্ভিস ভালো…………..

Level 0

১ জিবির দাম কত ?

    ২৭৫ টাকা+ভ্যাট………..

Level 0

অই মিয়া…আপনার কি কোনো কাজ নাই?একবার লেখেন জিপি নিয়া ,এখন লিখলেন রবি নিয়া।

আপনি ব্যবহার করেছেন? স্পীড কত?

ভালো টিউন লিখুন……।এসব বাটপার দের নিইয়ে আপনার marketing করার কোনো দরকার নাই

    মুকুট ভাই আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ………আপনি ভালো আছেন………

    চশমাতে আপনাকে দারুন লাগে….

rasel japan ভাই অন্য কিছু নিয়া লেখেন । ভাল থাকবেন। ধণ্যবাদ ।

    আপনাকে ও ধন্যবাদ…………..

Level 0

3G ASLE ROBI NEN
BUT ———-TAR AGE JODI INTERNET NEN TOBE

BANGLALION WiMAX NEN

    wimax নিয়ে ও টুইন করবো…………ধন্যবাদ আপনাকে

    টুইন না ভাই টিউন করেন

    sorry………..টিউন@শাকিল

Level 0

ভাই পারলে wwwm.mcqexambd.com এই সাটইটটি নিয়ে একটি পোস্ট করবেন। ছাত্র/ছাত্রীরা উপকৃত হবে। আমি পোস্ট করতে পারিনা তাই।

    এই সাইড নিয়ে টুইন করা হয়েছে………….মনে হয়

Level 0

vhai agula take grameen e valo………asob information dile aktu clearly diben….bhai business r uddeso na thaki valo!!!!!!!

Level 0

আমি রবি ইনটারনেট ব্যবহার করি, জিপির চেয়ে ভাল স্পিড পাই। ধন্যবাদ

    ধন্যবাদ ………….মন্ত্যবের জন্য

আমি ৩ জিবি ব্যবহার করি জিপির চেয়ে ভাল পেজ ওপেন হয় দ্রুত ২৮-৩০ ডাউনলোড স্পিড

    হুম ধন্যবাদ………….

Level 0

ami robi 5 gb bebohar kori amar akhane dawnload speed 30-32 kb. r gp 18-20 kb

    আপনি কোথায় আছেন………….ঢাকা না ঢাকার বাহিরে…………ধন্যবাদ

    Level 0

    habigonj jelar baniyachong thanay

ভাই দাম ১৫৫০ টাকা না ১৯৯৯ টাকা ?

    মোডেম ও প্যাকেজ দুটোর দাম ১৯৯৯ টাকা…………ধন্যবাদ

Level 0

ভাল স্পিড বলছেন? এটাত ঢাকার জন্য কিনতু জেলা বা উপজেলার খবর রাখেন?

    @নাছির ভাই হবিগঞ্জে ভালো স্পিড পাচ্ছে…………..ধন্যবাদ

আমি সিমফোনী x95 মোবাইল দিয়া use করি।
স্পীড ৫৫-৬২ kbps (download).
thanks

    Level 0

    ভাই আিম nokia6680 modem ও gp 1gb use কির। Download speed ৮-১০ kb by IDM বড় িবপেদ আিছ সাহায্য কেরন।

    @showkathussain ভাই ধন্যবাদ……………..

Level 0

ভাই আমি গ্রামীন ব্যবহার করে ছিলাম p3 প্যাকেজ 5GB ব্যবহার করার পর স্পিড ১/২ কেবি তার পর গ্রামীন অফিসে ফোন দেওয়ার পর তারা বলল 5GB ডাউনলোড হওয়ার পর স্পিড কমে যাবে। তার পর তাদের প্যাকেজ বাতিল,তার পর ফোন দিলাম বাংলালিংকে তারা বলল তাদের এরক কোন সর্ত নাই। কিন্তু তাদের স্পিড মাত্র ৮/১০ তারও কম। আমি এখন কোনটা ব্যবহার করতে পারি ।

    wimax ভালো ব্যবহার করে দেখতে পারেন…………ধন্যবাদ

    Level 0

    Qubee is the best….Bangla lion is wax

Level 0

তাদের কি? কোন আনলিমিট প্যাকেজ আছে রাত ১২টা পর। থাকলে জানাবেন, আর প্যাকেজের দাম কত?

    আনলিমিট প্যাকেজ আছে……………….@kmtafazzol ভাই……..

আমি লালমনিরহাট থেকে ‍ঃ:::::::::::::::::::::::::::::
সব কোম্পানীর ইন্টানেট ব্যবহার করেছি পরিক্ষামূলক ভাবে কিন্তু জিপির স্পিড সব চাইতে ভাল 28-32
কিন্তু অনেক দিন পর গত কাল রবির 20 মেগা 1টি প্যাকেজ নিয়ে রবি ইন্টারনেট চালু করে ডাউনলোড
দিলাম অবাক করা কান্ড প্রায় জিপির মতো স্পিড 27-32।

আমার খুব ভাল লাগছে জিপি’র কাছাকাছি কেহু এসেছে। (একক আধিপত্তের দিনবুঝি শেষ হয়ে আসছে)

*** আমাদের এখানে ওয়াইমাক্স নাই তো। ****

    ধন্যবাদ………..সবাই জানতে পারলো……………..

QUBEE এখন মাত্র ১৫০০ এবং ২০০০ টাকা। স্পিডও ডাবল। বিস্তারিত http://www.qubee.com.bd
QUBEE Sales Executive সাফায়েত 01750001386, 01670489408

ভাই, আন লিমিটেড় প্যেকেজের দাম কত এবং মেয়াদ কত দিন রবি তে? তাছাড়া , ১ জিবি করলে, ১ জিবি প্রি এটা কি সকল সিমের জন্য প্রয়োয্য ।

vai, speed koto kb aita lekhen na ken ? problem Ki ?

I need answer……………….

    @হাসান ভইয়ের মন্তব্য দেখুন…………….ধন্যবাদ

Level 2

ভাই, রবি প্রিপেইড প্যাকেজ গ্রামীনের তুলনায় অনেক ভাল, ব্যবহার করে দেখেন। আমি নিজেও রবি ব্যবহার করি। রবির ”১ জিবির সাথে আরো ১ জিবি ফ্রি” সুবিধাটি কি সব সময় থাকবে? নাকি কোন নির্দিষ্ট সময় পর্যন্ত?

    ভাই সব প্যাকেজই নির্দিষ্ট সময় জন্য………….

Level 2

আমি জানতে চাচ্ছি যা, সেটা হল, আমি যদি প্রতি মাসে ১ জিবি প্যাকেজ কিনি, তাহলে আমাকে প্রতি মাসেই আরো ১ জিবি ফ্রি দেওয়া হবে?

    হে দেওয়া হবে আপনি নিচিত থাকতে পারেন………….

Level 2

আমি জানতে চাচ্ছি যা, সেটা হল, আমি যদি প্রতি মাসে ১ জিবি প্যাকেজ কিনি, তাহলে আমাকে প্রতি মাসেই আরো ১ জিবি ফ্রি দেওয়া হবে? আর পুরনো রবি সিমে কি এই সুবিধা পাওয়া যাবে?

Level 2

দুর্জয় ভাই, কিউবি এর নেটওয়ার্ক কি আমাদের কক্সবাজারের ঈদগাঁওতে পাওয়া যাবে? আর এটার মডেম ও সিম কোথায় কিনতে পাওয়া যাবে? দাম কত? দয়া করে জানাবেন।

Level 2

“১ জিবি’র সাথে আরো ১ জিবি ফ্রি”এর সুবিধাটি কি পুরনো রবি সিমে পাওয়া যাবে?

    সুবিধাটি পুরনো রবি সিমে পাওয়া যাবে না…………..সুধু নতুন প্যাকেজে পাবেন………….

ভাই আপনে কি Confram যে এই অফার আগামী ৩ মাস চলবে?
যদি হয়ে Confram থাকেন তাহলে জানাবেন কথায় থেকে খবর পেয়েছেন ?
ভাই বিষয়টা আমার জানা খুবই জরুরি …………।।

    খবর পেয়েছি রবির ওয়েব সাইড হতে………….৩ মাস চলেবে এ অফার…………

Level 0

vai ami kinsi but রবি ইন্টারনেট মোডেম এখন মাত্র ১৫৫০ টাকায় ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওযা যাবে

but aita bujlam na ami to kinlam 2000 tk.

গ্রামীনফোন অনেক আগে থেকেই গ্রাহকদের সাথে বাটপারি করতেছে,https://www.techtunes.io/mobileo/tune-id/3528 এই লিংকে জান,আর গ্রামীণের বাটপারি দেখেন।(জদিও সব কোম্পানিই বাটপারি করে,তবে গ্রামীণ বাটপারিতে সবার বস)