ইন্টারেনট ব্যবহারকারী এমন লোক খুব কমই পাওয়া যাবে যারা জিমেইল ব্যবহার করেনা। তারা সহজেই ফাইল সংরক্ষণ বা ব্যবহারের জন্য গুগল ডক্স ব্যবহার করতে পারেন।
যে কোন স্থানে বসে আপনি ইন্টারনেট লাইন পেলেই গুগল ডক্সের ফাইলগুলো সহজেই ডাউনলোড বা আপলোড করতে পারেন। একটি মাত্র সফটওয়্যার দ্বারা। মাত্র ২৩১ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন (এজন্য অবশ্য ডট নেট ২.০ প্রয়োজন হবে)।
এবার সফটওয়্যাটি চালু করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিন।
বিস্তারিত জানতে http://googlesystem.blogspot.com/2008/01/google-docs-uploader.html ক্লিক করুন।
আমি zahirulislam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো!!