গ্রামীনফোনের নতুন ইন্টারনেট মডেমে যা যা আছে

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদের জন্য আমার এ টুইন। আজ আমি গ্রামীনফোন মোডেম নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে। আধুনিক উচ্চগতি সম্পন্ন নতুন এই গ্রামীনফোন মোডেমে GPRS/EDGE/UMTS/HSDPA সুবিধা নিয়ে এলো বাজরে। মাল্টি-মোড ওয়্যারলেস টার্মিনালের মাধ্যমে কোন তার ছাড়াই ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন। গ্রামীণফোনের এই মোডেম দিয়ে দ্রুত গতির ডাউনলোড, ইমেইল, তথ্য আধান প্রদান করতে পারবেন।

চলুন দেখি কি কি আছে গ্রামীনফোন মোডেম এ

  • ১/ Windows 7/Vista/XP/2000 ও Mac OS 10.6 তে সহযে ব্যবহার করা যাবে
  • ২/8 জিবি MICRO SD ডিজিটাল মেমোরি সাথে আছে
  • ৩/স্ট্যান্ডাড USB ইন্টারফেস
  • ৪/১৯০০/১৮০০/৯০০/৮৫০ মেগাহাটজ সম্পন্ন EDGE/GPRS/GSM
  • ৫/জিপি লোগোসহ পছন্দমতো পরিবর্তনযোগ্য ড্যাশবোর্ড আছে এ তে
  • ৬/SIM এবং MICRO SD লাগানোর যয়গা
  • ৭/ SMS সার্ভিস ও ফোনবুক-এর সুবিধা
  • ৮/ডিফল্ট GP কনফিগারেশন-সেটিংস
  • ৯/প্লাগ অ্যান্ড প্লে
  • ১০/ইন্টারনেট চলাকালে MICRO SD ব্যবহার করা যাবে

আধুনিক গ্রমীনফোন ইন্টারনেট মোডেম এখন মাত্র ২,৮৪৯ টাকায় ইন্টারনেট সিম সহ সকল গ্রামীনফোন কেন্দ্রে পাওযা যাবে।এক বছরের ওয়ারেন্টি সহ সকল গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গ্রামীনফোন এই জীবনে ভাল স্পিড দিব না ফর সিউর……নতুন মডেম নিয়া কোন লাভ নাই XD

    এখন তো বাজারে আনেক মোডাম এসেছে…….তারা প্রতিযুগিতায় টিকার জন্য ভাল স্পিড দেবে মনে হয়…….ধন্যবাদ আপনাকে

আমার জীবনে গ্রামীণফোন এর নতুন মোডেম এর মত বাজে মোডেম আর দাখি নাই x-(
কেউ যদি ফ্রী ও দেয় তবুও ব্যাবহার করর আগে ৭ বার ভাববো।

http://www.techvission.com

    হা……….হা ………আপনাকে ধন্যবাদ

আচ্ছা এটার সাথে কি 8 জিবি মেমরীকার্ড ফ্রী নাকি?

    বাবর ভাই ৪ জিবি ফ্রী আছে……………

    তাহলে পেনড্রাইভ হিসেবে একটা কিনতে পারি। 😉 সেকেন্ডারী মডেম হিসেবে আমার ৩১১০ টাই ভাল সার্ভিস দিচ্ছে।

Level 3

ভাই আপনি কি গ্রামীণফোন এ চাকরি করেন নাকি???

    কেন ভাই ……..না আমি চাকরি করিনা………..ধন্যবাদ

এই মডেম নিয়া অনেক ভুগছিলাম।

    তাই………..না কি……….

ভাই আপনি কোন মডেম use করেন?

    আমি কোন মোডেম use করিনা…………..

গ্রামিন ফোন আপনাকে কত টাকা দিয়েছে বল্বেন?আমরাও তাহলে এই ধরনের পোষ্ট দিব।

Level 0

allah bachaise karon amar gp modem ta harai gese.jotoi notun modem anuk na keno sala chorera speed 000000000000

hudai khali poisha nosto.

Level 0

""২/8 জিবি MICRO SD ডিজিটাল মেমোরি সাথে আছে"" এটা মানে কি ভাইয়া ??

    ৪ জিবি মেমোরি কাড ফ্রী………….

Level 0

জিপি মডেম কিনে জে মাটি খাইছি তা আর বলব না জিপি মডেমের স্পিড শামুকের মত

    হতে পারে…………ধন্যবাদ……..

Level 0

আপনি কি জিপিতে চাকুরী করেন ৷ ভাই এই ফালতু মডেমের কথা বইলেননা ৷

    না ভাই…………জিপি তে আমার এক ভাই বড় অফিসার তাকে সব মন্তব্য দেখাবো……..

Level 0

Thumsb down বাটনটা কই???

    হারাই গেছে……….হা……..হা

জিপি মডেমের কথা শুনলে দু চোখ দিয়া পানি চলে আসে রে ভাই,
জিপি একটা ফালতু,জিপি একটা হারামি মোবাইল।

    জিপি use না করলে ভালো হয়…………

বাজারে এখন কতো দাম জিপি মডেমের?

    টুইন এর নিচে দেওয়া আছে…………..

ভাই জলদি টিউনটা delete করেন ,মানুষরে ভুল বুঝাইয়া সরবনাশ কইরেন না।নিজে use কইরা দেখেন তাইলে বুঝবেন GP মানুষরে ক্যামনে বাঁশ দেয় ।

    হা……….হা……….ধন্যবাদ

Level 0

ভাই যা বলার বলেছেন আর যেন জিপি মডেম নিয়ে কোন টিউন করবেন না……….।এর মত ফাল্তু মডেম আর একটিও বাংলাদেশে পাবেন না। আমি কিনেছিলাম ৩৫০০/- টাকা দিয়ে। অনেক ঠেলা বুঝেছি। ২০ সেকেন্ডে ২-৩ বার ডিসকানেক্ট হয়। জিপি মডেম আমার এক বন্ধু কিনেছে ১৫০/- দিয়ে যা মেমোরি কার্ড রিডার হিসেবে ব্যবহার করছে। আপনার এই পোষ্ট এর জন্য অনেকেই কিনে প্রতারিত হবে। তাই খুব তাড়াতাড়ি পোষ্টটি ডিলিট করে দেন। তাহলে আমার পক্ষ থেকে স্পেসাল ধন্যবাদ পাবেন।

    আপনারা বলার কারনে সবাই জনতে পারবে………

Level 0

ভাই আপনি লিখেছেন " গ্রামীনফোন মোডেমে GPRS/EDGE/UMTS/HSDPA সুবিধা নিয়ে এলো বাজরে " আপনি কী জানেন UMTS/HSDPA কোন প্রযুক্তি এইগুলু 3G এর ভার্সন । আপনি কী শিয়র জিপি এর মোডেম 3G সাপোর্ট করে

ইহার মত জঘন্য জিনিস দুনিয়াতে আর একটাও খুজে পাওয়া যাবে না….

Sobai khali gp gp kore. Robi ki dos korlo gp er kaltu modem(hua..y e1550) na niya Robi er ekoy modeler dholu modem nite paren. Dam modem+sim+1gb= 1999. Jodio ektao bhalo na, tobe day sara kaj colbe.

    রবি নিয়ে লেখেন তা হলে সবাই বুঝতে পারবে কোন টা ভালো……………

গ্রামীনফোনকে নিয়েও কেউ পজেটিভ কথা বলতে পারে তাও আবার বিনা খরচে বিজ্ঞাপন আগে এইটা বিশ্বাস করতাম না। তার উপর মোডেম। আমাকে একজন দিয়েছিল। গত তিনমাস ধরে কোন এক চিপায় পড়ে আছে। কার্ড রিডারের দরকার হয়না, ল্যাপটপে বিল্টইন কার্ড রিডার আছে নাহলে ঐটা মাঝে মাঝে কাজে লাগত।

    ভাই আমি জানিনা গ্রমীন ফোনের সারভিজ এত খারাপ……এখান হতে আনেকে জানতে পারবে কৈউ আর কিনবে না….

ওয়াইম্যাক্স প্রোভাইডাররা যেখানে ১০০০-১৫০০ টাকায় মোডেম দিচ্ছে, সেখানে ২৮৪৯ টাকায় গ্রামীণের মোডেম নিতে যাব কোন দুঃখে?

    আপনি গ্রামে জান ওয়াইম্যাক্স নেটওয়াক পাবেন না …………

Level 2

Vai Grameen Phone er Chamchami chaira dia valo hoia jan.

Level 0

ফালতু টিউন… :@

Level 0

আমার gp modem দিয়ে অনেক কস্টে connect করা লাগে desktop computer এর পিছনের usb port থেকে সামনের port থেকে বা usb port এ extra cable connect করলে modem খুজেই পায় না , আর minite এ কতবার disconect হয় তা ভুক্তভগী ব্যবহারকারী জানে।

Level 2

ভাই গ্রামীনফোনের মডেম নিয়ে এতো কষ্ট করে Tune করেছেন. কিনতু লোকে আপনাকে …….. ছাড়া আর কিছুই ভাবছে না বলে আমার খুব খারাপ লাগছে. ভাই গ্রামীনফোনের মডেম নিয়ে Tune করার কি আছে আমি আসলে সেটাই বোঝলাম না.
তবে ভাই গ্রামীনফোনের প্রতি মানুষ কতটা বিরক্ত আসা করি আপনার মন্তব্যের সংখা দেখেই বোঝেছেন. শুধমাত্র গ্রামীনফোনে নিয়ে Tune করেছেন বলেই এতো মন্তব্য পেয়েছেন. ধন্যবাদ.

    ভাই আমি টুইন করার কারনে গ্রামীনফোন মোডেম এর খারাপ দিক গুলো সবাই জানতে পারলো ……নতুন যারা কিনতে চায় তারা
    আর কিনবেনা ………..এটা কি ভালো হলো না?

ভাই এখন তো সব মডেম ১০০০/= টাকায় পাওয়া যায়। তাহলে ৩হাজার টাকায় জিপির বাঁশ কেন কিনব!!!!!!!!!!!
আর যখন টিউন করেছেন তখন আর একটু উপকার সবার জন্য করেন– তা হলো gp modem এর স্পিড কতো ১২৮/২৫৬কে.বিট না ৮/৬ ডাউনলোড স্পিড কতো ৪/৬কে.বিট । দয়া করে জানাবেন ।

কষ্ট করে টিউন করেন:- ভাল টিউন করেন, ভাল লাগবে!!!!!!!!

ধন্যবাদ!!!!!!!!!!!!!!!

ও আরেকটি কথা বাঁশ (gp) নিয়ে আর টিউন না করলে ভালো লাগবে । আশা করি সবাই একমত হবেন ।

    joy ভাই এর সাথে আমি একমত। এত ঘন ঘন ডিসকানেক্ট হয় যে ইচ্ছে করে সেটটা ছুরে মারি। আমি আনলিমিটেড use করি এখন কি নেব ভাবছি।

সবাই জিপি কে খারাপ বলতেছে আমি কিছুদিন আগে দেশে গিয়ে প্রায় ৩ মাসের মত ব্যবহার করেছি মোবাইল দিয়ে লেপটপ এ কানেক্ট করে ভালই স্পিড পেলাম ১৮-২০ কেবি ট্রান্সফার রেট কখনো ২৫ কেবি কিন্তু কখনো ডিসকানেক্ট হয়নি ।মোবাইল দিয়ে নেট ব্যবহার এ মোবাইল অনেক গরম হয় তাই আর মোবাইল ব্যবহার করব না । তবে আমি মডেম কখনো ব্যবহার করি নাই কিছুদিন পর আবার দেশে জাচ্ছি ভাবেছিলাম গিয়ে একটা মডেম কিনব কিন্তু মডেম ব্যবহার করে যদি বার বার ডিসকানেক্ট হয় তাইলে ত সমস্যা ।

    Level 0

    আপনের কপাল আছে বলতে হবে।মডেম এ ব্যবহার করেন।তাহলেই বুঝবেন কেমন মজা।আমি জিপি মডেম ব্যবহার করতাম।disconnect এর জন্য ছেরে দিয়েছি।

Level 0

vai o ra jara gp ka kharap bol lo …. o ra kisui jana na .. ami 1 year dohora gp modem use kori 1 dinar jorno speed kharap pai nai sobsomoy 35-45 KB paise … so sobai gp ka kharap kisu bolban na

Level 0

নকিয়া বা ভালো মোবাইল দিয়ে জিপি ইন্টানেট use করেন ঠিক আছে। কিন্তু জিপি মডেম দিয়ে ইন্টানেট use করবেন তো দরা খাইছেন।

    Level 2

    100% true. জিপি মডেম এর তুলনায় নকিয়া মোবাইল অনেক দ্রুত।

Level 0

প্রতিকূল আবহাওয়া দেখে আমি আমার শাল কাঠের চোট নৌকাটি গ্রামীণফোনের বিশাল নদে নামালাম না।

Level 0

shob ses ja bujte parlam ta holo amra shobai gadhar moto oi sala chorder namer biggapon kore gelam .jodio shobai oi salader dosh disen tar por o kintu oi company er nam uccharon korsen aitai ekprokar biggapon hoea gelo….ha ha ha ha ha

Level 0

GP এর মত ফালতু MODEM পৃথিবীতে আর একটা ও আছে কি ? ৩৫০০ ৳ কিনছিলম, কিন্তু দুঃখের কথা কি বলব ? পরে আপনারা ও কষ্ট পাবেন না তো ? শুধু বলব, ৬-৭ বার সার্ভিস করিয়ে ও ৫-১০ মিনিট পরে ডিসকানেক্ট। So, i hate all time GP. GP is a Bastard Company in our Bangladesh. Only Bastard.

ভাই, সবাই QUBEE ব্যবহার করেন। QUBEE এখন কম খরচে ডাবল ব্যান্ডউইথ দিচ্ছে। QUBEE Sales Executive 01750001386, 01670489408। Details http://www.qubee.com.bd

গ্রামীন ফোন গলা কাটা কম্পানি তাতে কোন সন্দেহ নেই, তবে আমরা যারা গ্রামীন ফোন ব্যাবহার করি তারা না পেরে করি, কারন ‍মুলত দুটো, এক হলো নম্বরটা অনেকদিন ধরে ব্যবহার করছি , আর দুই হলো এর নেটওয়ার্ক। এতো দিন হয়ে গেলেও এর নেটওয়ার্কের কাছে কোন কম্পানি টিকতে পারছেনা। আমি নিজে গ্রামীন ব্যাবহার করি শুধুমাত্র ইনকামিং এর জন্য ।

আর যদি ইন্টারনেটের কথা বলি , তাহলে বাংলাদেশের কোন মোবাইল ফোন কম্পানির পক্ষে ভাল স্পিড দেয়া সম্ভব না, তার কারন এখানে 3G নেই। তবে এটাও বলি আজ হোক কাল হোক যখন বাংলাদেশে 3G আসবে তখন গ্রামীন এর মত ভাল সার্ভিস আর কেউ দিতে পারবে না । তাই আমাদের জন্য wimax টাই ভাল।

আর একটা কথা পারলে বাংলালায়ন ও কিউবি মডেম নিয়ে কিছু লিখুন। কারন wimax এখন কালের সেরা।

    আবদুল ভাই …………এর সাথে একমত………….ধন্যবাদ

Level 3

আমি রবির ইন্টারনেট ইউজ করি মোবাইলের মাধ্যমে। নতুন একটি মডেম কিনতে চাচ্ছি। নতুন রবির মডেম ১৯৯৯ টাকা। http://robi.com.bd/index.php/page/view/351 কোন মডেম ভাল হবে গ্রামীণ নাকি রবি?

    Level 0

    আপনার মাথা ঠিক আছে? আমার তো মনে হয়না।

    কিউবি কিনুন।ভ্যাট সহ ১৪৩০ টাকা তে ৫১২কেবিপিএস। আর কি লাগে।

Level 0

vaijan….আপনি তো সফল টিউনার।ভুয়া একটা পোস্ট আর কমেন্টস ৬৬ টা?হেহেহেহে।

আমার মাথায় যে কি ভুত চেপেছিলো কে জানে।ব্রডব্যান্ড ছেরে জিপি নিলাম।প্রথমে খুব ভালো স্পীড পেতাম।
২৫KB এর নিচে নামতোনা।৩মাস ব্যবহার করার পর মজা বুঝলাম।ঘন্টায় ৫০০বার ডিস্কানেক্ট হয়।কতো বার যে তাদের কে ফোন দিয়েছি।

at the end আবার মাথা নিচু করে broadband অফিস এ গেলাম।আবারো broadband নিলাম।ওরা আমার কাহিনি শুনে হাসতে হাসতে শেষ।

এখন ২টা সার্ভিস ব্যবহার করি। Broadband n Banglalion.মহা সুখ এ আছি।

ভাইয়েরা আপনারা ভালো স্পীড পেতে একটা কাজ করতে পারেন :-

Tools- এ যাবেন, তারপর network setting >>GSM Only…..select koren

aber dekhen onek valo speed paben

    হুম ………….ধন্যবাদ……..

Level 0

যে জাই বলুক আমি মনেকরি আমার টাই ভালো modem এখানে click করুন দেকুন আমার modem http://www.cellbazaar.com/web/item-details/title/GT-VE-900-USB.aspx?i=6c813787-42ce-40ff-b444-6105023da338&m=%2fitems%2fcategory%2fnew%2fcomputerparts%2fModem%2fpage-1%2fsort%2f3.aspxআমি এইটা ভালো বলে কিনেছি জার জার জিনিস তার তার কাসে ভালো আগে ব্যাবহার করেন সবাই তারপর দেখেন modem তো ভাড়ায় পাওয়া জাই না

ami 1gb nea gp modem dea chalie cilam.download speed 8-18.r oi sim die tokhoni banglalink modem a lagieci.download speed 23-32.tahole gp modem keno use korbo?but banglalink modem er dam onek beshi.

Level 0

পোস্ট দেয়ার কারনে মন্তব্যগুলো জানতে পেরেছি, rasel japan ভাইকে অনেক ধন্যবাদ।