যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের কথা আলাদা। কিন্তু যারা ডায়াল-আপ ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য কাজে দিতে পারে এই টিউনটি। অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের মত সল্প আয়ের দেশের জন্য ইন্টারনেট ব্যবহারের খরচ এখনো অনেক বেশি। মোবাইল খরচের পর ইন্টারনেট ব্যবহারের জন্য আবার আই.এস.পির হাতে ৮০০ টাকা তুলে দেয়াটা বিশাল একটা চাপই মনে হয় আমার জন্য। আর তাই আমি অনেক দিন ধরে খুঁজছি সল্প খরচে যখন তখন ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
আমি ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম ২০০১ সালে র্ফামগেট এ একটি সাইবার ক্যফেতে। তখন নেট ব্রাউজের জন্য চার্জ নিত ২৫/৩০ টাকা প্রতি ঘন্টা। সময় যদিও অনেক পাল্টেছে, অবস্থার উন্নতি কিন্তু ততটা হয়নি। এখনো ২০/২৫ টাকা চার্জ নেয় ওরা।
মোবাইল কোম্পানি গুলোর মারমার কাটকাট (প্রতি কিলোবাইট ২ পয়সা) অফারের জন্য ছয় মাস আগেও ইন্টারনেট খরচ অতিরিক্ত ছিল। বর্তমানে গ্রামীনের ৭২ টাকা সারাদিন অফারটি সাময়িক ব্যবহারকারীদের জন্য কিছুটা ভালো হলেও, রেগুলার ব্যবহারকারীদের জন্য খুবই বিরক্তিকর। এছাড়া জি.এস.এম মোবাইল ইন্টারনেটের স্পীড অত্যন্ত কম যা আপনাকে হতাশ করতে পারে।
আর তাই এই সময়ে সবচেয়ে সুবিধা জনক হচ্ছে RanksTel ইন্টারনেট। যখন তখন ব্যবহারের জন্য আপনি পাবেন প্রতি মেগাবাইট মাত্র ১ টাকা। এটা এত কম যে আপনি টেকটিউনসে ১ ঘন্টা ঘুরাঘুরি করলে খরচ হবে ৩ টাকা থেকে সাড়ে ৩ টাকা। এছাড়া একটা ব্লগ পোষ্ট করতে খরচা পড়বে ২০ থেকে ৩০ পয়সা। যা বাংলাদেশে এখনো পর্যন্ত সর্বনিন্ম রেট। আর স্পীড পাবেন মোবাইল কম্পানী গুলোর চেয়ে আড়াই গুণ বেশি। সাথে বাড়তি যে সুবিধা পাবেন তা হচ্ছে যেকোন মোবাইলে প্রতি মিনিট কথা বলতে পারবেন মাত্র ৬৫ পয়সা দিয়ে।
আর এই সুবিধাটুকু পেতে হলে আপনাকে শুধু কষ্ট করে RanksTel অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনতে হবে ২৫০০ টাকা দিয়ে একটি ফোনসেট আর সাথে একটি ডাটা কেবল লাগবে ২৫০ টাকা।
আমি অসীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়ালেখা করছি কেমেস্ট্রিতে। আর প্রযুক্তির প্রতি একটা টান সেই ছোটবেলা থেকে। সেই টানই আপনাদের মত আমাকেও টেকটিউনসে নিয়ে এসেছে। আশা করছি আরো অনেক জানতে পারব, শিখতে পারব।
ভাল টিউন। নতুন নতুন ইন্টারনেট নিবে তাদের জন্য ভাল। আমি ব্যক্তিগতভাবে ঢাকা ফোন ইউজ করি। এতে প্রতি মিনিট ভ্যাটসহ 23 পয়সা করে খরচ। হয়। আর স্পিড 12-17 এর মাঝে থাকে। যদি আপনি পাওয়ার ইউজার হন তবে 1 ঘন্টার মাঝে 30-35 মে.বা. ডাউনলোড করতে পারবেন। খরচ হবে মাত্র 14 টাকা। আর এখানে আপনার হিসাবে খরচ হবে 30-35 টাকা। তবে এটা ঠিক যে নতুনদের জন্য RanksTel ইন্টারনেট ব্যবহারে খরচ কম পড়বে।
আমিও RanksTel চালাই, আনলিমিটেড। মাসে 1200 টাকা। আইডিএম দিয়ে স্পিড 20/22 কিলোবাইট/সেকেন্ড। অন্য অপারেটর থেকে ভাল স্পিড পাওয়া যায়।