বাংলাদেশের যে কোন এলাকার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি কিভাবে পাবেন

সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি নতুন ভোটার হয়েছেন? এখনো NID কার্ড পাননি। তাহলে আপনি নির্বাচন কমিসনের ওয়েব সাইটে গিয়ে NID অনলাইন সার্ভিস এর সেবা গ্রহণ করে অনলাইন কপি নিতে পারবেন। কিন্তু সমস্যা হলো আপনার জন্ম তারিখ ০১-০১-১৯৯৮ এর পরে হওয়ায় আপনার NID কার্ড এর অনলাইন কপি নির্বাচন কমিসনের ওয়েব সাইট থেকে তুলতে পারছেন না।

কিছু কিছু ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সকল NID কার্ডের অনলাইন কপিও তুলতে পারবেন। ১৯৯৮ সালের পরে জন্ম হলেও অর্থাৎ জন্ম সাল ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০২, ২০০৩ হলেও আপনি যদি ভোটার হওয়ার জন্য ছবি তুলে থাকেন তাহলে আপনার হাতে থাকা ভোটার ফরমের স্লিপটি দিয়ে আপনি এসকল ডিজিটাল সেন্টার থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি নিতে পারবেন। যেটা ব্যবহার করে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন।

আজকের টিউনে আমি অনলাইনে ঘরে বসে কিভাবে এই সেবাটি কোন ডিজিটাল সেন্টার থেকে নিবেন সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন, শুরু করা যাক।

তাহলে চলুন এবার আমরা আমাদের NID এর অনলাইন কপিটি নিবো। প্রথমে এই লিংকে ক্লিক করুন। https://barasatudc.blogspot.com/p/nid.html

আপনার সামনে একটি ফরম আসবে। ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

সকল তথ্য পূরণ করা হয়ে গেলে  Next এ ক্লিক করুন।

এরপর পেমেন্ট অপসন পেয়ে যাবেন। এখানে দুটি অপসন পাবেন।

একটি হল সাধারণ। যেটা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পাবেন। (সরকারী ছুটির দিন ব্যতিত)

আরেকটি হলো জরুরী। যেটা এক দিনের মধ্যেই পাবেন।

প্রাথমিকভাবে সাধারণ্ নির্বাচন করা থাকে। কুপন কোড অপসনে যদি আপনার কোন কুপন কোড থাকে তাহলে সেটা লিখুন। তাহলে একটা ছোট ডিসকাউন্ট পাবেন।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সে নাম্বারটি নির্দিষ্ট ঘরে লিখুন। এরপরের ঘরে ট্রানজেকসন আইডিটা লিখুন। তারপর Submit এ ক্লিক করুন।

এবার আপনাকে অভিনন্দন জানানো হবে এবং একটি ট্রাকিং নাম্বার পাবেন। এখন আপনার মোবাইলের ম্যাসেজ অপসনে গিয়ে NID লিখে একটি স্পেস দিয়ে ট্রাকিং নাম্বারটি লিখে সেখানে উল্লেখিত নাম্বারে এসএমএস করে পাঠাবেন। তাহলেই আপনার কাজ শেষ। তারা আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল করে পাঠিয়ে দিবেন। (সরকারী ছুটির দিন ব্যতিত)

আশা করি কাজ হয়ে যাবে। যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট করে জানাতে পারেন। সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতে ইতি টানছি। খোদা হাফেজ।

Level 3

আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস