আসসালামু আলাইকুম/ আদাব।
কেমন আছেন সকলেই, আশাকরি ভালো আছেন। তবে আমি আশাবাদি যে, নতুন ইউটুবার রা এই টিউন টি পরার পর আরো ভাল হয়ে যাবেন। তবে দুখের বিষয় হচ্ছে যানিনা কবে এই টিউন টি আপনারা পাবেন। তবে আশাকরি ট্রিকবিডি এর সাপোর্ট টিম ও আমার এই টিউন টি সাপোর্ট করবে এবং দ্রুত পাবলিশ করে দেবে আপনাদের জন্য।
মূল আলোচনা:
টাইটেলে যা দেখেছেন তা সম্পুর্ণ রিয়াল, যদি আপনি আমার দেখানো মত কাজ করতে পারেন তাহলে প্রতি বারে ১০০০ করে আনলিমিটেড ভিউ নিতে পারবেন৷ এতে আপনার চ্যানেলের কোন ক্ষতি হবে না। ২০১৭ সালে আমি এই সিস্টেমে মাত্র ১ দিনে আমার চ্যানেল কে মনিটাইজ করেছিলাম। তখন মাত্র ১০, ০০০ ভিউ হলে ইউটিউব মনিটাইজ দিত। কিন্তু এখন অনেক কঠিন হলেই একবছর কিন্তু অনেক সময়। যাই হোক এইবার সরাসরি কাজে চলে যাই। প্রতিটা ক্ষেত্রে ভাল করে পরবেন এবং স্ক্রিনশট ফলো করবেন।
১মে এই লিংক এ ক্লিক করুন। তারপর নিচের মত পেজ দেখতে পাবেন, সেখানে Try 1000 Youtube views for free লিখা আছে ওইখানে ক্লিক করবেন।
তারপর আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং মেইল কনফার্ম করুন।
মেইল কনফার্ম হয়ে গেলে নিচে স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর আপনার ফোন ভেরিফাই এর জন্য মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন। ভেরিফিকেশন কোড আসলে নিচের বক্স এ বসিয়ে Verify বাটনে ক্লিক করুন।
এবার নিচে ৩ টা অপশন দেখতে পাবেন, ১নং ইমেইল ভেরিফিকেশন যা ইতোমধ্যেই কমপ্লিট হয়েছে। ২নং অপশন ভেরিফাই এর জন্য Subscribe অপশনে ক্লিক করুন।
এইবার ৩নং অপশন ভেরিফাই এর জন্য আপনার একটি টুইটার একাউন্ট লগিন থাকা লাগবে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারে। টুইটার একাউন্ট থাকলে লগিন করে নিন, নয়ত ৫ মিনিট সময় দিয়ে একটা টুইটার একাউন্ট খুলে তা লগিন করে রাখুন। তারপর নিচের স্ক্রিনশট এ দেখানো লিংক এ ক্লিক করুন
লিংক এ ক্লিক করার পর টুইটারের এই পেজে নিয়ে যাবে সেখানে Follow করুন।
ফলো করা হলে আপনার টুইটারের প্রোফাইলে চলে যান, সেখান থেকে আপনার টুইটারের ইউজারনেম টা কপি করুন
এবার ২-৩ মিনিট অপেক্ষা করুন এবং কপি করা ইউজারনেম টি নিচের বক্সে বসিয়ে চেক অপশনে ক্লিক করুন।
এইবার দেখুন আপনার সবগুলো অপশন কমপ্লিট হয়েছে। এবার আপনার চ্যানেল থেকে যে কোন একটি ভিডিও লিংক কপি করে এনে নিচের বক্সে দিয়ে ক্যাপচা পুরণ করে এড অপশনে ক্লিক করে দিন
এইবার দেখবেন ২৪ ঘন্টার মাঝে একটা দুইটা করে ১০০০+ ভিউ আপনার ভিডিও তে চলে আসবে।
যানিনা কতটা বুঝাতে পেরিছি। কোথাও ভুল হলে গালি না দিয়ে দেখিয়ে দিলে খুশি হব এবং ভুল টা সংশোধন করার চেষ্টা করবো।
[Not:মোবাইলের ক্ষেত্রে এক ডিভাইসে আপনি একবারই করতে পারবেন, বার বার ভিউ নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করতে হবে। কম্পিউটার এর ক্ষেত্রে এক পিসিতে একাধিক একাউন্ট খুলতে পারবেন। তবে ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করতে হবে]
আমি সুজন অরফে সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।