1.1.1.1 WARP ব্যবহার করে আপনার ইন্টারনেট জগতকে করুন সুপার ডুপার ফাস্ট এবং সিকিউর

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় টেকটিউনস ফ্যান, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

বর্তমান সময়ে আমরা আমাদের একটি দিন ইন্টারনেট ছাড়া কাঁটাতে পারবো না বললে ভুল হবে না, কেননা আমাদের জীবন এত্ত বেশি ইনফরমেশনাল হয়ে গেছে যে ইন্টারনেট আমাদের লাগবেই। কিন্তু বিপত্তি ঘটে তখন ই যখন আমাদের ব্যক্তিগত ডাটা বা তথ্য আমাদের অনুমতি না নিয়েই হাতিয়ে নিচ্ছে অগোচরেই। আর তাই আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনার ইন্টারনেট লাইফ আরো গতিময় এবং সিকিউর করতে পারবেন তার অদ্যপান্ত।

WARP কি?

WARP হ'ল একটি VPN. তবে এটি অন্য সব VPN এর মত নয় এবং এর কার্যপদ্ধতিও অন্যান্য সাধারণ সব VPN এর মত নয় বা আমরা যেভাবে চিন্তা করি ঠিক সেভাবে এটা কাজ করে না, WARP নতুন একটা পদ্ধতির মাধ্যমে কাজ করে। মনে হচ্ছে আপনাদের কাছে কিছুটা গোলমেলে লাগছে ব্যপারটা। চিন্তার কোন কারণ নেই, আমি সামনের আলোচনাতেই ক্লিয়ার করে দিচ্ছি।

নভেম্বর ২০১৮ সালে, Cloudflare সর্বপ্রথম 1.1.1.1 অ্যাপ্লিকেশন রিলিজ করে। আর এই 1.1.1.1 অ্যাপ্লিকেশনটি খুবই সিম্পল একটি অ্যাপ ছিল। এই 1.1.1.1 অ্যাপ্লিকেশনটি কাজ ছিল আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নির্ধারিত ডিফল্ট DNS সার্ভারের পরিবর্তে Cloudflare এর নিজস্ব 1.1.1.1 DNS সার্ভার ব্যবহার করে আপনার ফোনের নেটওয়ার্কিং সিস্টেম চেঞ্জ করা। এর ফলে আপনি স্লো DNS এর বদলে ফাস্ট ও সিকিউর DNS এ ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

আপনারা আরও সহজভাবে বুঝবেন, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা সবাই মূলত গুগল এর নিজস্ব পাবলিক DNS সার্ভার ব্যবহার করে থাকি। আর Cloudflare এর 1.1.1.1 WARP অ্যাপ্লিকেশনটিও ঠিক একই সেবাই প্রদান করে থাকে, কিন্তু গুগল এর DNS সার্ভার এর থেকে Cloudflare এর 1.1.1.1 DNS সার্ভার খুবই ফাস্ট আর তাই আপনার বর্তমান ব্রডব্যান্ড ইন্টারনেট এর গতি আগের থেকে আরও ফাস্ট মনে হবে এবং আসলেই আগের থেকে ফাস্ট হবে।

অ্যাপ ডেভলপমেন্ট এবং রিলিজের শুরুতে এই অ্যাপ এর নাম রাখা হয়েছিল WARP, আর আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আই-ফোনের অ্যাপ স্টোরে পাবেন।

WARP হল Cloudflare অ্যাপ এর একটি অংশ।

এবং পরবর্তিতে 1.1.1.1 অ্যাপ এর ভিতর WARP জুড়ে দেওয়া হয়, ফলে WARP এখন 1.1.1.1 অ্যাপ এর অংশে পরিনত হয়েছে। আশাকরি এখন পর্যন্ত সব কিছু ঠিকমত বুঝতে পেরেছেন।

তবে WARP যখন VPN এর সাথে কানেক্ট হয় তখন আপনার ইন্টারনেট এর কিছু সেটিং বা লেয়ার পরিবর্তন করে। অপরপক্ষে, WARP হল একটি VPN, কিন্তু এটি অন্যসব VPN এর মতো নয় যা আপনি আগে ব্যবহার করছেন বা শুনেছেন।

DNS কি?

আসুন জেনে নিই DNS কী? সকল ওয়েব সাইট অ্যাড্রেস কে যেমন www.google.com কে IP (Internet Protocol) অ্যাড্রেসে রূপান্তর  যেমন 173.194.39.78 করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই DNS (Domain Name System) সার্ভার।

কী বুঝতে পারছেন না? আসুন আরও সহজভাবে বুঝিয়ে দিই।

আমরা জানি যে, কম্পিউটার ০ এবং ১ (বাইনারি) এর মাধ্যমে কাজ করে। আর তাই আমাদের ফোন বা কম্পিউটার কেবল নাম্বার/সংখ্যা ব্যবহার করে ইন্টারনেট যেকোন ওয়েব সাইটে কানেক্ট করতে পারে। আর আমরা যখন কোন ওয়েব সাইটে অ্যাক্সেস করতে চাই তখন তার নাম লিখি যেমনঃ facebook.com আর তখন এই রিকুয়েস্ট DNS সার্ভার এর মাধ্যমে IP অ্যাড্রেসে কনভার্ট করে থাকে, যাতে আমাদের সেই IP অ্যাড্রেসগুলি মুখস্ত করতে না হয়।

DNS কে প্রায়ই ইন্টারনেটের ফোন বুক বলা হয়। আবার নেমসার্ভার নামেও পরিচিত কেননা আপনি যখন microsoft.com বা facebook.com লিখে ব্রাউজারে সার্চ করেন তখন সহজেই ঐ ওয়েব সাইটে কানেক্ট করতে পারেন। কারণ DNS সার্ভার তাদের ডোমেইন নেম কে IP অ্যাড্রেসে রুপান্তর করে ফেলে নিমেষেই। আর এমন কোনও একটি কম্পিউটার নেই যা বিলিয়ন বিলিয়ন DNS রেকর্ড করে রাখতে পারে। এর পরিবর্তে এগুলি সারা বিশ্ব জুড়ে অনেকগুলি DNS সার্ভার মেশিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে থাকে।

নেমসার্ভার হল ইন্টারনেটের ফোন বুক, মনে আছে কি?

নেমসার্ভার গুলি যেভাবে ডিজাইন করা হয়, সেখানে এমন মেশিন রয়েছে যা প্রতিটি TLD (Top Level Domain) এর  অনুসন্ধান করার ক্ষমতা থাকে, ফলে তাদের নিজস্ব নেমসার্ভার যেগুলো রেকর্ড রয়েছে সেগুলতে রিটার্ন করে। আর TLD হল "com" বা "net" এর মতো তিনটি অক্ষর যা আপনি ব্রাউজারে URL টাইপের শেষে যোগ করেন।

সুতরাং আপনি চিন্তা করতে পারবেন যে কতগুলি আলাদা আলাদা মেশিন ব্যবহার করা হয় ওয়েব অ্যাড্রেস কে IP অ্যাড্রেসে রুপান্তর করার জন্য, আমরা কি টাইপ করি এবং কীভাবে সেগুলোকে স্ট্রিংয়ে রূপান্তরিত করে যার কারনে আমাদের ফোন এবং কম্পিউটার গুলি সহজেই ইন্টারনেটে যেকোনো ওয়েব সাইটে কানেক্ট করতে পারে।

এছাড়াও আপনি আরও চিন্তা করতে পারেন যে, ঐসব মেশিন এর মধ্যে কয়েকটি মেশিন খুবই ব্যস্ত থাকে এবং তা খুবই ধীর গতির হতে পারে। তবে আপনি যদি কোনও ওয়েব অ্যাড্রেস টাইপ করে থাকেন এবং ওয়েব সাইট লোড হচ্ছে তো হচ্ছেই কিন্তু কোন কিছু আসছে না, তবে অপেক্ষা করার সময়টির একটি অংশ সম্ভবত DNS রেজোলিউশনের কারনে হতে পারে। এছাড়াও, গুগল বা Cloudflare এর নেমসার্ভার আপনার ওয়েব সাইট রিকোয়েস্ট গুলি যেমন দ্রুততর হয় ঠিক তেমনি আপনার কোন ইনফরমেশন ট্র্যাক করে না, আর তাই এটা আমদের জন্য সত্যিই খুব ভাল জিনিস।

VPN কি?

আপনি ভাবতে পারেন VPN (Virtual Private Network) এমন একটি নেটওয়ার্ক টুল যা আপনাকে ইন্টারনেটে আরও বেশি প্রাইভেট রাখে বা আপনার দেশের-রেস্ট্রিক্ট করা কন্টেন্টে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু সেগুলি আসলে বাই-প্রোডাক্ট।

জানেন কী? VPN কী করার জন্য ডিজাইন এবং তৈরি হয়েছিল?

আপনাকে রিমোট নেটওয়ার্কের সাথে ডিরেক্ট এবং সিকিউর ভাবে কানেক্ট করার জন্য VPN "উদ্ভাবিত" হয়েছিল।

VPN এ এনক্রিপ্ট করা প্রয়োজন হয় না এবং এমনকি এটি আপনার ট্র্যাফিক লুকাতে পারে না - তবে এটি কারা দেখতে পারে তা কেবল পরিবর্তন করতে পারে। এমন অনেক দুর্দান্ত VPN রয়েছে যা আপনার ইন্টারনেট ট্র্যাফিকও এনক্রিপ্ট করে এবং আপনার পরিচয় লুকিয়ে রাখতে আরে, এছাড়াও আপনাকে প্রাইভেটলি ওয়েব ব্রাউজ করতে দেয় এবং এর সমস্ত কন্টেন্টে অ্যাক্সেস করতে দেয়।

তবে 1.1.1.1 WARP কিন্তু এই ধরনের কোন VPN নয় এবং এটা গতানুগতিক VPN এর মত কাজ করে না।

WARP কিভাবে কাজ করে?

WARP হল একটি VPN যা আপনার অরিজিনাল IP অ্যাড্রেস হাইড করে না (কোথায় আপনার অবস্থান বা আপনি কে) তবে আপনার ইন্টারনেট ট্র্যাফিক এনক্রিপ্ট করে এবং Cloudflare এর নিজস্ব 1.1.1.1 DNS সার্ভারটি ব্যবহার করে। এছাড়াও 1.1.1.1 অ্যাপে WARP রোলড করা হয়েছে। আর এই 1.1.1.1 অ্যাপ্লিকেশনটি আপনার যেকোন লোকাল এবং আনসিকিউর নেটওয়ার্ক থেকে আপনার DNS রিকুয়েস্ট গুলিকে "sniffed" হওয়া থেকে রক্ষা করে, যেমন: WE ওয়াইফাই রাউটার ঢাকাতে ফ্রিতে ব্যবহার করা যায় এবং যখন WARP অ্যাপটি একটিভ করা থাকবে তখন এটি আপনার ইন্টারনেট কানেক্টশনে একটি VPN এনক্রিপশন লেয়ার এড করে, যার ফলে আপনি আনসিকিউর নেটওয়ার্কেও ব্রাউজ করতে পারবেন সিকিউর ভাবে।

উপরের বর্ণিত পদ্ধতিতে, WARP অ্যাপ্লিকেশন কাজ করে থাকে।

তবে আপনি যদি আপনার লোকেশন এবং পরিচয় হাইড করে ইন্টারনেট দুনিয়েতে ঘুরে বাড়াতে চান তাহলে এই অ্যাপ আপনার জন্য না।

তাছাড়া Cloudflare এটা দাবি করে না যে, এই অ্যাপটি আপনার লোকেশন এবং পরিচয় হাইড করে, এবং এমনকি এর Terms of Service (TOS) এর মাধ্যমে জানানো হয় যে, WARP অ্যাপ আপনার আসল IP অ্যাড্রেস (যা আপনার ISP আপনাকে দিয়েছে) তা Cloudflare সার্ভারে রিপোর্ট বা সেভ করা হচ্ছে। আর এছাড়াও Cloudflare আরও জানিয়েছে যে, তারা এই ডেটাটি দুই বছরের জন্য সেভ করে রাখে এবং কোন ডাটাই তারা বিক্রি করে না।

WARP  Plus

1.1.1.1 WARP আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, তবে Cloudflare এর WARP+ নামে একটি প্রিমিয়াম প্যাকেজও আপনাদেরকে অফার করে থাকে। এই WARP+ প্রিমিয়াম ভার্সনে, ফ্রি ভার্সনের সকল ফিচার এবং সাথে অতিরিক্ত একটি হ্যান্ডি প্রিমিয়াম ফিচার অফার করে থাকে - আর সেটি হল,  ইন্টারনেটে আপনার করা রিকোয়েস্ট গুলোকে Cloudflare এর নেটওয়ার্কের মাধ্যমে সেন্ড করা হয় ফলে আপনার সমস্ত তথ্য থাকে একদম নিরাপদ।

আর এই ফিচারটি Argo Smart Routing হিসাবে পরিচিত, আর আপনি ইন্টারনেট থেকে যাই দেখতে চাচ্ছেন না কেন তা যেন অতিরিক্ত ট্রাফিকের কারণে স্লো হয়ে না যায়, তা WARP+ নিশ্চিত করে থাকে। আপনার লোকেশন এর উপর ভিত্তি করে  WARP+ প্রিমিয়াম এর ফী কিছুটা এদিক সেদিক হয়ে থাকে এবং Cloudflare বলছে যে এটি Big Mac এর সাথে মিলে যায় কিনা তা নিশ্চিত করার জন্য এটা করা হয়।

আপনি যদি আপনার IP হাইড করতে চান বা আপনার ইন্টারনেট ব্যবহাররে লোকেশন চেঞ্জ করতে চান তবে Cloudflare এর WARP আপনার জন্য সঠিক সলিউশন নয়। এর পরিবর্তে আপনার ISP ডিফল্ট ভাবে আপনাকে যে DNS সরবরাহ করেছে বা গুগলের DNS সার্ভার এর সাথে অন্য কোন VPN ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি ইন্টারনেটে সার্চ করলে অনেক VPN খুঁজে পাবেন যার মধ্যে থেকে আপনি আপনার পছন্দের VPN ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন অনেক VPN ই আপনার ব্যক্তিগত ডেটা কালেক্ট করে। যেদিক থেকে WARP ব্যবহার করা অনেক সিকিউর।

যেভাবে 1.1.1.1 WARP ব্যবহার করবেন?

প্রথমে আপনি গুগল প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে সার্চ বারে 1.1.1.1: Faster & Safer Internet লিখে সার্চ করুন অথবা প্লেস্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। আপনাদের ডাউনলোড এবং ইন্সটল করা শেষ হওয়ার পর অ্যাপটি ওপেন করুন।

প্রথম ধাপঃ WARP অ্যাপ কানেক্ট করতে নিচের ছবিতে মার্ক করে দেখানো বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ কানেক্ট বাটনে ক্লিক করার পর স্কিনে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন, সেই ইন্টারফেসের একদম নিচের দিকে Install VPN Profile বাটনে ক্লিক করুন। ভাল ভাবে বুঝতে হলে নিচের ছবির দিকে লক্ষ করুন।

ব্যাস কানেক্ট হয়ে গেল, এখন নিশ্চিন্তে হারিয়ে যান সিকিউর ইন্টারনেটের দুনিয়ায় মুহূর্তেই।

আমাদের কি WARP ব্যবহার করা উচিত?

এখন কথা হচ্ছে আমাদের কি WARP ব্যবহার করা উচিত কিনা? কারণ যেকোনো ভিপিএন সার্ভিসের ক্ষেত্রে মূল কনসান হচ্ছে এর প্রাইভেসি। WARP কতটুকু আপনার প্রাইভেসিকে রেস্পেক্ট করে সেটাও একটা দেখার বিষয়। বেশ কিছুদিন ব্যবহার করে আমার যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলছি।

প্রথমত WARP Cloudflare এর একটি সার্ভিস। তাই আমরা যথেষ্ট নিশ্চিত থাকতে পারি। ইন্টারনেট ব্যবহারে WARP ক্ষতির কিছু করে না এবং আপনি ইন্টারনেটে যা কিছুই পড়েন না কেন, তাতে এটি খারাপ কিছু করে না। বরং আপনার ইন্টারনেটকে সিকুউর ও ফাস্ট করে।

কিন্তু Cloudflare একটি "VPN" এবং একটি "VPN" নয়, এটা ইউজারদেরকে প্রথম প্রথম একটু কনফিউজ করে এবং এটা আমার কাছেও প্রথম প্রথম কনফিউজিং লেগেছে। তবে এটি যেহেতু সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি তাই প্রথম প্রথম বিষয়টি বুঝতে একটু সমস্যা হতেই পারে। তবে আপনারাদের যাতে WARP সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকে তাই আমি Cloudflare কিভাবে কাজ করছে WARP এর সাথে যুক্ত হওয়ার পর, WARP কী কী অফার করছে তা এই টিউনে ফিগার আউট করার চেষ্টা করছি, জানিনা কতটুকু পেরেছি। তা আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম।

আমরা এতক্ষণে জেনে ফেলেছি যে, DNS কী বা DNS কী করে এবং কীভাবে নেমসার্ভার বা এনক্রিপশন কাজ করে। এ সম্পর্কে আপনাদের কোন কনফিউশন থাকার কথা না। আর তাই WARP ব্যবহার করে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি আপনার ইন্টারনেট ব্যবহারের সময় অতিরিক্ত সিকিউরিটি পাবেন। তবে আমি  কিন্তু আগেই বলেছি যে এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার লোকেশন বা পরিচয় গোপন করতে পারে এমন কোনও সেবা আপনাকে দিবে না। তবে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার প্রাইভেসিকে আরো সিকিউর করতে পারবেন খুবই সহজে। আপনি যদি আরও পাওয়ার ইউজার হোন তবে অ্যাপ এর ওকে বাটন প্রেস করে স্টার্ট করার আগে অবশ্যই এর টার্মস এবং সার্ভিস টা পড়ে নিবেন।

শেষ কথা

WARP অ্যাপটি আপনার দৈনন্দিন ইন্টারনেট ব্রাউজ এবং প্রাইভেসি প্রোটেক্টশনে দারুন ভাবে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও আমার এই টিউনের আগেই হয়তো অনেকেই এই অ্যাপটি ব্যবহার করতেছেন এবং আমার ধারণা আপনার এই অ্যাপ থেকে ভাল সার্ভিস পাচ্ছেন। আজকে এই পর্যন্তই আগামী টিউনে আবার দেখা হবে ইনশাআল্লাহ্‌।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিতহ। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

খুব ভালো একটা টিউন ভালো লাগছে এবং ভালো কাজ অ করছে।গত কাল ফেসবুক লিংক থেকে টিউন টা পরে সফট টা ইনেস্ট্রল করে অনেক ভালো পারফমেন্স পাইছি মনে মনে ভাবলাম কমেন্ট করা হয়নি তাই আজ ।
সুভকামনা সবসময়

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, টেকটিউন্সের সাথেই থাকবেন আর নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন।

মোট কথা এটা VPN এর মতোই কাজ করে কিন্তু আরও সিকিউরড। আর আরকটি প্রশ্ন প্রোফাইলের সব জোসস টিউনস গুলা কিভাবে একসাথে দেখবো?

    ধন্যবাদ আপনাকে, টিউন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টেকটিউনসের সাথেই থাকবেন। আর আমার করা জোস টিউন দেখতে https://www.techtunes.io/techtuner/rayhanferdous/ এই লিংকে যান।

      ভাই আমি কয়টা টিউনে জোসস দিছি সেটা আমার প্রোফাইল থেকে কিভাবে দেখবো? জানাবেন?

        ভাইয়া টেকটিউন্সে জোসস টিউনের অপশন ঠিক মত কাজ করে না মনে হয়, তবুও টেকটিউন্সের হোম পেইজের বাম পাশে টিউনস সেকশন থেকে জোসস টিউনস অপশনে ক্লিক করে দেখতে পান কিনা ট্রাই করে দেখুন।

Good post valo lekhechen

    ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান টিউনমেন্ট করার জন্য আর টেকটিউনসের সাথেই থাকবেন।

নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

আমি বেশ কয়েকমাস হল এটি ব্যবহার করি। ফোনের ডিফল্ট অ্যাপের মতই এটা এখন আমার কাছে। তবে, এখানে বেশ কিছু জায়গায় সামান্য প্রতিবন্ধকতা আছে। ৯৫% জায়গাতেই ওয়ার্পের পারফরম্যান্স অসাধারণ। কিন্তু, বেশ কিছু ওয়েবসাইটে এটি অন অবস্থায় ব্রাউজ করলে এক্সেস পায় না। কিন্তু আবার অন্য ভিপিএন ব্যবহার করলে আবার ঠিকই কাজ করে। এক্ষেত্রে তাদের একটু কাজ করা উচিত এই জায়গাটাতে বলে আমি মনে করি।