আসসালামু আলাইকুম
অনেকদিন পর একটা টিউন করতে যাচ্ছি। তার আগে কিছু বলতে চাই। এখন টেকটিউনস এ সবাই ইন্টারনেটে আয়-রোজগার বিষয়ক টিউন নিয়ে এতই ঝামেলায় আছেন যে শেষ পর্যন্ত নীতিমালা পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ল। অনেক ব্যবহারকারী আছে যারা অনেকেই micro-worker এ সীমিত কাজ,vworker, odesk সহ বিভিন্ন সাইটে কাজের আশার বিড করতে করতে অনেকেই হাল ছেড়ে দেন। এ ক্ষেত্রে অনেকেই কাজ ছেড়ে চলে যায়। যদিও কেউ কাজ পায় আবার কেউ কারো মাধ্যম দিয়ে কাজ করে টাকা পায় না। এগুলো সবই পুরনো কথা।
নতুন কথায় আসি_____
১. আমি কয়েকদিনের মধ্যে ইলেকট্রনিক্স এর কিছু সার্কিট সম্পের্কে টিউন করতে পারি এর জন্য মতামত চাচ্ছি।
২. আমার কাছে মজার কিছু প্রজেক্ট আছে সময়ের অভাবে টিউন করতে পারছি না কেউ কি সাহায্য করবেন।
৩. কিছু ইলেকট্রনিক্স এর পাটস পাচ্ছি না (সি আর টি মনিটরের পাওয়ার সুইচ) এই ব্যাপার এ সাহায্য চাই।
৪. নতুন একটা সাইট পেয়েছি আমার রেফারেল লিংকটি দিলাম
এখানে
চ্যাট করলে টাকা পাওয়া যায়।.২৫ ডলার হলেই পেপাল এ এবং ১ ডলার হলে এলার্টপে তে টাকা তুলতে পারবেন। টাকা তুলতে পারবেন। আমার পেপাল একাউন্ট লিমিটেড তাই পে আউট করতে পারছি না। ১ ডলার এর জন্য অপেক্ষা করছি। আশা করি আজই হয়ে যাবে।
বিঃদ্রঃ সাইটটি ব্যবহার করলে এখানে ওখানে এলার্ট পে ডলার কেনার জন্য যেতে হবে না।
কাল গ্রামে যাব ফিরে এসে আবার একটা নতুন টিউন করব।
আমার টিউনটি মুছে ফেলার আগে আমাকে অবহিত করা হোক তাহলে আপত্তিকর অংশটুকু মুছে দেব।
আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com
tar por ki korte hobe?
mane taka ta ki kore uparjon korte hobe?