হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক অনেক ভালো আছি।
অনেকদিন পর এই শীতের সন্ধায় নতুন ঝাঝালো চমক লাগালো একটি বিষয় নিয়ে জানাবো।
আজকের আপনাদের সাথে আলোচনা করবো WIFI Router Mini DC UPS নিয়ে।
ভিউয়ার্স আমরা অনেকেই ওয়াইফাই ইন্টারনেট মানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি। রাউটার এর মাধ্যমে একসাথে ১০-২০জন ওয়াইফাই চালাই। কিন্তু অসুবিধা হচ্ছে বাংলাদেশের অবস্থা অনুযায়ী প্রায়ই কারেন্ট যায় আর একবার কারেন্ট গেলে ৩০ মিনিটের আগে আসতে চায় না। লোডশেডিং এর পাল্লায় পড়ে ইন্টারনেট এর রাউটার টি অফ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় আপলোড ডাউনলোড। সব কিছু ক্যান্সেল হয়ে যায়।
মূলত ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এর লাইনে বিদ্যুত থাকলেও আপনার কারেন্ট না থাকায় ইন্টারনেট চলে না। আবার অনেকে বাজার থেকে ইউপিএস কিনলেও তাতে AC পাওয়ার থাকলেও বেশি ক্ষন চলে না। এবং বাজারের ইউপিএস এর দামও অনেক বেশি। এখন উপায় কি?
সেজন্য আজকে অল্পদামের ভিতরে মিনি ইউপিএস নিয়ে আলোচনা করবো যেটাতে কারেন্ট গেলেও ১৩ ঘন্টা কারেন্ট ছাড়াই ইন্টারনেট চলবে। এবং আমি নিজে ব্যবহার করছি। সেটার আনবক্সিং ভিডিটাও আপনাদের সাথে শেয়ার করবো। কিভাবে সেটাপ করবেন কিভাবে ব্যবহার করবেন সেগুলি সম্পর্কেও আজকে জানতে পারবেন।
ত চলুন আনবক্সিং এবং ব্যবহার নিয়ম সম্পর্কে জেনে নেই ভিডিও থেকে: https://www.youtube.com/watch?v=LbpczE9v-J0
আমি শাহরিয়ার তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।