প্রিপেইড ব্যালেন্স ট্রান্সফারের মতো সকল মোবাইল নেট মেগাবাইট/গিগাবাইট ট্রান্সফারের সুযোগ চাই

বর্তমানে আমরা যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছি, শুধু তারাই বলতে পারবেন যন্ত্রনা কাকে বলে। তার উপরে মোবাইল কোম্পানী গুলোর সীমিত মেয়াদ আরো বেশি যন্ত্রনাদায়ক। নেটের স্পীডের কারনে অনেকে মাস শেষে 1024 মেগাবাইট ডাটার মধ্যে 900 ডাটা অব্যবহৃত রেখে মেয়াদ শেষের আওতায় পড়ে। অথচ ব্যালেন্স ট্রান্সফারের মতো সকল মোবাইল কোম্পানীগুলো যদি মেগাবাইট/গিগাবাইট ট্রান্সফারের সুযোগ দিতো তাহলে আমরা আমাদের অর্থটা অন্তত বন্ধুদের কে ও দিতে পারতাম। আসুন আমরা এব্যাপারে সকল নেট ব্যবহারকারি মেগাবাইট/গিগাবাইট ডাটার মেয়াদ অনিদিষ্ট করতে এবং ব্যালেন্স ট্রান্সফারের মতো সকল মোবাইল কোম্পানীগুলোর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে মেগাবাইট/গিগাবাইট ট্রান্সফারের সুযোগ চাই আন্দোলনে যোগ দিই। আমরা আমাদের র্অথের যথাযথ ব্যবহার চাই। নেট বিল কম চাই।আমাদের গরিব দেশের কষ্টের টাকার যথাযথ ব্যবহার চাই।

দয়াকরে মন্তব্য সহ আপনাদের সকল ব্লগ/পত্রিকা সাইটে এ ব্যাপারে আন্দোলন গড়ে তুলুন।

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

joto kisue koren tara ate matha gamabe na.

    ঘরে হাত পা একত্র করে তো বসে থাকা যাবে না

আপনে কি চোখ খুলে স্বপ্ন দেখেন নাকি বন্ধ করে
এইসব স্বপ্ন দেখাই বন্ধ করেন
আজাইরা Topic পোষ্ট করে টেকির এক খানা মুল্যবান পাতা নষ্ট করলেন।

    একমত

    আমি ভাই চোখ খুলে স্বপ্ন দেখি। আপুনি ভাই মন্তব্য করে তো আরো এক লাইন নষ্ট করলেন

    আপনাকে কে ও ধন্যবাদ

মোবাইল কোম্পানির ফ্যান পেজ এ লিখুন ।

    ভাই সেই উদ্যোগটি আপনি নিন। আমাকে আমন্ত্রন করুন,
    আপনাকে ধন্যবাদ

সানু ভাই, grameen companyte already ei system ta ase. pakage expiry haoar age renew korle mb/gb next month e add hoi. kinto ei system ta robi oparatore nai. ami akhon robi use korchi. we have no other oparator.
রবি হারামি,চোর, ভাই সেই উদ্যোগটি আপনি নিন।আপনাকে ধন্যবাদ।

Level 0

সুন্দর টিউন

বুঝলাম না ভাই