এডসেন্স একাউন্ট বাতিল হলে তার জন্য আপিল করার পদ্ধতি

এডসেন্স একাউন্ট বাতিল হলে তার জন্য আপিল করার পদ্ধতির বিষয়ে একটি সাধারন টিপস নিয়ে এই টিউনটি করা। আসলে এডসেন্স নিয়ে যারা কাজ করে কমবেশী সবাই এটা জানে কিন্তু নতুন কেউ কেউ এটা জানেনা যারা অনেকেই ফোনে এবং ইমেইলে আমার কাছে তাদের একাউন্ট বন্ধ হওয়ার পর এব্যাপারে সমাধানের জন্য পরামর্শ চাইছেন। মূলত তাদের জন্যই ভাবলাম এই পদ্ধতিটি নিয়ে টিউন করি। যদি এটা কারো অপছন্দ হয় তাহলে জানাবেন আমি ডিলেট করে দেব।

যাইহোক মূলকথায় ফিরি। সাধারনত একাউন্ট বাতিল হয়ে গেলে অনেকেরই একটা ক্ষোভ থাকে যে অন্যায় ভাবে তার একাউন্ট বাতিল করা হয়েছে। যেহেতু এটি একটি অটোমেটেড সার্ভিস তাই ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাই অনেকেই চায় একাউন্ট বাতিল হলে তা অন্তত আরেকবার Reveiw করার সুযোগ পেতে। তাই এডসেন্সেও এটির জন্য আপিল করার পদ্ধতি রয়েছে।
যদি আপনার একাউন্ট বাতিল হবার পর আপনার মনে হয় অন্যায় ভাবে তা বাতিল করা হয়েছে তাহলে আপনি এই লিংকে ক্লিক করে নিম্নের ফরম এর মত যে ফরমটি পাবেন তার মাধ্যমেই আপিল করতে পারবেন এবার সঠিক ভাবে পূরন করে তা সাবমিট করুন।

17.JPG

যদি বিনা কারনে ভুলবশত আপনার একাউন্ট বাতিল হয়ে থাকে তবে তা চালু হওয়র সম্ভাবনা আছে। আর একাউন্ট বাতিল হবার আগে পেজ ইম্প্রেশন বা সিটিআর দেখে আপনার যদি মনে হয় আপনার একাউন্ট বাতিল হওয়ার সুযোগ আছে তাহলে আপনি সাপোর্ট সেন্টারে গিয়ে আগেই তা জানাতে পারেন তাতে ইনভ্যালিড ক্লিক হলেও একাউন্ট বন্ধ হবার ঝুঁকি কমবে।

সংগ্রহ : আমার নিজস্ব এডসেন্স বিষয়ক ব্লগ।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শাকিল ভাই… পেজ ইম্প্রেশন, সিটিআর দেখে কিভাবে বুঝবো একাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা আছে ? আর চেক ভাঙ্গানোর ব্যপারে একটি টিউন লিখুন প্লীজ…

পেজ ইম্প্রেশন আস্বাভাবিক ভাবে বৃদ্ধি বা সিটিআর 20% এর উপরে থাকলে বাতিল হওয়ার সম্বাবনা থাকে। আর আমি চেক বাংানোর বিষয়ে টিউন করবো চেকের ছবি দিয়ে আমার গত কয়েক মাসের চেক গুলো ভাঙিয়ে ফেলায় এই মুহূর্তে চেকের ছবি দিতে পারব না বলে টিউন করছি না তবে 1 থেকে 3 তারিখ এর মধ্যে এর টোটাল গাইড লাইন নিয়ে লিখবো। আর তাছাড়া আমি বর্তমানে খুবই অসুস্থ এই অবস্থায় বড় টিউন করাটা একটু সমস্যা আমার জন্য।

Level 0

দুঃখিত শাকিল ভাই । আপনার সুস্থতা কামনা করছি … আর তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

জটিল টিউন শাকিল ভাই। আপনার চেক এলে বলেন, কারন আমারটাও এমাসে আসবে। চিন্তায় আছি চেকটা ঠিকমত পৌছবে কিনা। যদিও আমি কুরিয়ার এর মাধ্যমে নিয়েছি। শাকিল ভাই ডেডিকেট হোস্টিং এর কোন নিউজ আছে কি? ডেডিকেট হোস্টিং খুব দরকার।

    habibur vai amar ar akta 5GB dedicated host space ache. only 7000/- taka te kena parle nite paren.
    jogajog: [email protected]. 150gb bandwith.

ভাই আমার টা আগে চলে আসবে আপনার যেহেতু প্রথম তাই চার-পাঁচ তারিখে আসবে। আর টেনশন এর কোন কারন নাই চার বা পাঁচ তারিখে দেখবেন ফোন আসবে। আর যদি আপনি আপনার নওগার ঠিকানা দিয়ে থাকেন তাহলে তো থার্ড পার্টির মাধ্যমে পাবেন সেক্ষেত্র আরো একদিন দেরী হবে।

Level 0

ভাইয়া গুগল এডসেন্স নিয়ে সমস্যায় পরেছি। আমার সমস্যাটা Issues:
– Contact address incorrect, incomplete or not provided
এইটা ঠিক করে কয়েকবার রিসাবমিট করেছি । রিসাবমিট করার পর এক ঘন্টার মধ্যে গুগল আমাকে দুইটা মেসেজ দেয়। প্রথমে উপরেরটা পরে
Follow the steps below to begin placing ad code on your site:

STEP 1: Access your account.

Visit http://www.google.com/adsense and sign in using the email address and password you submitted with your application. If you’ve forgotten your password, visit: http://www.google.com/adsense/support/as/bin/static.py?page=ts.cs&ts=1054302&sct=app-api. Please also make sure you have valid contact information in your account.

STEP 2: Create an AdSense ad unit.

Visit the “My ads” tab, confirm the product selected is “Content” and click “+New ad unit” or use the guided tour: http://goo.gl/umUzL

STEP 3: Implement the ad code on your pages.

After you create your ad unit, click “Save and get code” to generate the ad code to paste into the HTML source of your website. For help implementing the code, visit our Code Implementation Guide: http://goo.gl/u4pGI এই মেসেজটা । এই মেসেজ থেকে একাউণ্ড একসেস করতে ক্লিক করলে পুনরায় রিসাবমিটের পেজটা চলে আসতেছে। এই ভাবে দুইদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু কিছুই হচ্ছেনা।ভাইয়া দয়াকরে আমার সমস্যার সুন্দর একটা সমাধানে দেখিয়েদিন। ধন্যবাদ।

    Level 0

    @uttamdas38: ভাই মিস্টি কই??? এডসেন্স এপ্রুভড হয়েছে আপনার। আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে এড কোড নিতে বলছে আপনাকে। আরে ভাই এডসেন্স পেয়েও সাহায্য খুজতেছেন কী করব বলে??????????? হায় হায় হায়