এডসেন্স একাউন্ট বাতিল হলে তার জন্য আপিল করার পদ্ধতির বিষয়ে একটি সাধারন টিপস নিয়ে এই টিউনটি করা। আসলে এডসেন্স নিয়ে যারা কাজ করে কমবেশী সবাই এটা জানে কিন্তু নতুন কেউ কেউ এটা জানেনা যারা অনেকেই ফোনে এবং ইমেইলে আমার কাছে তাদের একাউন্ট বন্ধ হওয়ার পর এব্যাপারে সমাধানের জন্য পরামর্শ চাইছেন। মূলত তাদের জন্যই ভাবলাম এই পদ্ধতিটি নিয়ে টিউন করি। যদি এটা কারো অপছন্দ হয় তাহলে জানাবেন আমি ডিলেট করে দেব।
যাইহোক মূলকথায় ফিরি। সাধারনত একাউন্ট বাতিল হয়ে গেলে অনেকেরই একটা ক্ষোভ থাকে যে অন্যায় ভাবে তার একাউন্ট বাতিল করা হয়েছে। যেহেতু এটি একটি অটোমেটেড সার্ভিস তাই ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাই অনেকেই চায় একাউন্ট বাতিল হলে তা অন্তত আরেকবার Reveiw করার সুযোগ পেতে। তাই এডসেন্সেও এটির জন্য আপিল করার পদ্ধতি রয়েছে।
যদি আপনার একাউন্ট বাতিল হবার পর আপনার মনে হয় অন্যায় ভাবে তা বাতিল করা হয়েছে তাহলে আপনি এই লিংকে ক্লিক করে নিম্নের ফরম এর মত যে ফরমটি পাবেন তার মাধ্যমেই আপিল করতে পারবেন এবার সঠিক ভাবে পূরন করে তা সাবমিট করুন।
যদি বিনা কারনে ভুলবশত আপনার একাউন্ট বাতিল হয়ে থাকে তবে তা চালু হওয়র সম্ভাবনা আছে। আর একাউন্ট বাতিল হবার আগে পেজ ইম্প্রেশন বা সিটিআর দেখে আপনার যদি মনে হয় আপনার একাউন্ট বাতিল হওয়ার সুযোগ আছে তাহলে আপনি সাপোর্ট সেন্টারে গিয়ে আগেই তা জানাতে পারেন তাতে ইনভ্যালিড ক্লিক হলেও একাউন্ট বন্ধ হবার ঝুঁকি কমবে।
সংগ্রহ : আমার নিজস্ব এডসেন্স বিষয়ক ব্লগ।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই… পেজ ইম্প্রেশন, সিটিআর দেখে কিভাবে বুঝবো একাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা আছে ? আর চেক ভাঙ্গানোর ব্যপারে একটি টিউন লিখুন প্লীজ…