যীশুখ্রিষ্টের সময়ের হৃদয়ে নাড়া দেওয়ার মত একটি শিক্ষামুলক ঘটনা যাহা না পরলেই নয়

যীশুখ্রিষ্ট বসে আছেন আকাশের সূর্য তখন পূর্ব দিগন্তে উদিত হচ্ছে এমন সময় এক লোক এসে বলল স্যার আমি আপনার সংস্পর্ষ চাই আর আমি অনেকটাই ক্ষুদার্থ, যীশুখ্রিষ্ট ঘরে বসতে দিলেন আর বললেন তুমি কিছুক্ষন অপেক্ষা কর আমি বাহির থেকে অজু করে আসি, ঘরে একটি রুটি আছে আমি এসে তুমাকে নিয়ে রুটিটি দুইভাগ করে খাব, লোকটি বলল আচ্ছা ঠিক আছে, এই কথা বলে যীশু বাহিরে অজু করতে গেল অজু করে এসে দেখল লোকটি ঘুমিয়ে আছে, যীশুখ্রিষ্ট লোকটিকে উঠাল আর বলল ঔযে ঔ পাত্রটাতে একটি রুটি আছে রুটিটি নিয়ে আস, লোকটি গিয়ে পাত্রের ঢাকনা উঠিয়ে দেখল রুটি নেই,
সার রুটিত নেই
যীশু: রুটির কি হল, রুটিত এখানে ছিল?
ইহুদি: রুটি যদি আপনি রাখতেন তাহলেত থাকত?
যীশু : কিছুক্ষন চুপ করে রইলেন তারপর বললেন যে প্রভু আমাকে মানবজাতীর মুক্তির জন্য পাঠিয়েছেন তুমি তার কছম করে বল রুটি তুমি দেখেছ নাকি?
ইহুদী : যে প্রভু আপনাকে মানবতার মুক্তির জন্য প্রেরন করেছেন তার কছম করে বলছি রুটি আমি দেখি নাই!
যীশু : ঠিক আছে এটা কোন ব্যপাড় না, চল আমরা কোথাও বেরিয়ে আসি, চলতে চলতে এক জংগলে এসে উপস্থিত হল, তারপর দুরে একটি হরিনের বাচ্চা দেখা গেল যীশুখিষ্ট ইহুদীকে বলল তুমি কি হরিনের গোস্ত পছন্দ কর?
ইহুদী : কি বলেন হুজুর অবশ্যই পছন্দ করি!
যীশু : হরিনটিকে যীশু ইশারা দিয়ে ডাকলেন সঙ্গে সঙ্গে হরিনের বাচ্চাটি এসে উপস্থিত হল, হরিনটিকে জবাই করে মাংস ভুনা করে দুইজনে মিলে খেলেন, তারপর হাড্ডিগুলো শুধু পরে রইল, যীশু বললেন পূর্বের মত হয়ে যাও, সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো পূর্বের মত জিবন্ত হরিন হয়ে গেল এবং জংগলে চলে গেল৷
ইহুদী : এটা কি করলেন স্যার, যে হরিন আমরা খেয়ে ফেললাম সেটাকে কিভাবে আবার পূর্বের মত জিবন্ত করলেন?
যীশু : যে প্রভুর হুকুমে আমি এতবড় একটি কাজ সংঘটিত করলাম তুমি সেই প্রভুর কছম করে বল রুটিটি গেল কোথায়?
ইহুদী : যে প্রভুর হুকুমে আপনি এতবড় একটি কাজ সংঘটিত করলেন আমি সেই প্রভুর কছম করে বলছি রুটি আমি দেখি নাই! যীশু বললেন ঠিক আছে চল, চলতে চলতে একটি নদীর কিনারে এসে দুইজন উপস্থিত হলেন, কিন্তু কোন নৌকা দেখা গেল না, প্রচন্ড বাতাশ বইছে এবং সেই সঙ্গে প্রচন্ড ঢেউ সৃষ্টি হয়েছে, ইহুদী চিন্তিত হয়ে গেলেন কিভাবে নদী পার হবে, যীশু বললেন চল আমরা নদী পার হব!
ইহুদী : কিন্তু কিভাবে? নৌকা কোথায়?
যীশু : নৌকা লাগবে না! পানির উপর দিয়ে হেটে চলে যাব, এই কথা বলে যীশু পানির উপর দিয়ে হাটা শুরু করলেন, আর ইহুদী এই দৃশ্য দেখে ভয়ে কাপছে
ইহুদী : আমি কি করব সার?
যীশু : তুমি আমার পিছনে পিছনে আমার অনুসরন করে চলে আস৷
ইহুদী : যদি ডুবে মরি, আমারত ভয় হচ্ছে!
যীশু : তুমি ডুববে না, শুধু নিচের দিকে তুমি তাকাবে না, সে নেমে পরল এবং পানির উপর দিয়ে যীশুর পিছনে হাটতে শুরু করল ৷
ইহুদী : আমারত বিশ্বাসই হচ্ছে না আমি পানির উপর দিয়ে হাটছি!
যীশু : তাই নাকি ৷
অতপর দুইজন নদী পারি দিয়ে একটি মাঠে এসে দাড়াল ৷
ইহুদী : এতবড় একটি কাজ কিভাবে সংঘটিত হল, এতবড় বিষ্ময়কর ঘটনা কিভাবে সংঘটিত করলেন স্যার?
যীশু : যে প্রভুর কুদরতি হাতে তুমার আমার জীবন, যে প্রভুর ইশারায় আমি এতবড় একটি কার্য সম্পাদন করলাম তুমি সেই প্রভুর কছম করে বল রুটিটা কি তুমি দেখেছ?
ইহুদী : যে প্রভুর হাতে আপনার আমার প্রান যিনি আমাদেরকে পানির উপর দিয়ে এনেছেন আমি সেই প্রভুর কছম করে বলছি রুটি আমি দেখি নাই!
যীশুখ্রিষ্ট তিনটি পাথরের টুকরা হাতে নিয়ে বললেন, হে পাথর স্বর্ন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তিনটি পাথর স্বর্ন হয়ে গেল৷
যীশু : একটি স্বর্ন যীশু নিলেন, একটি ইহদীর হাতে দিলেন, একটি যীশু তার পাঞ্জাবীর পকেটে রাখলেন, আবার দুইজন হাটা শুরু করলেন৷
ইহদী : স্যার আমরা দুইজন দুইটা স্বর্নের টুকরাত পেলাম, কিন্তু আপনার পকেটেরটা কার জন্য রেখেছেন?
যীশু : ঐটা যে আমার রুটিটা দেখেছে তার জন্য!
ইহুদী : স্যার কিছু মনে করবেন না, রুটিটা আমিই খেয়েছি! এখনত সেই টুকরাটাও আপনার কথা অনুযায়ী আমি পাই৷
যীশু : যীশুখ্রিষ্ট সেই টুকরাটাও তাকে দিয়ে দিলেন আর বললেন তুমার সঙ্গে আমার আর সম্পর্ক নেই তুমি তুমার বাড়িতে চলে যাও, সন্ধা হয়ে আসছে,
ইহুদী পথ চলতে চলতে এক গিরি পথ এর পাশ দিয়ে যাচ্ছিল তখন গিরি পথের পাশেই ভিতরে সেখানে কিছু গাছ ছিল সেখান থেকে আকষ্মিকভাবে দুই ডাকাত এসে উপস্থিত হল তারা সেখানে মদ খাচ্ছিল, ডাকাতরা এসে ইহুদীকে বলল কি আছে বাইর কর,
ইহুদী : না আমার কাছে কিছুই নেই৷
ডাকাতদল : আহ আমাদের হাতে সময় নাই, কি আছে বাইর কর কইলাম, বাইর কর ৷
ইহুদী : আমার কাছে তিনটি স্বর্নের টোকরা আছে এই বলে সে সেগুলো বের করল, ইহুদী বলল তুমরা যেহেতু দেখেই ফেলেছ তুমরা দুইজন দুইটা নাও আর আমি একটা নেই কেমন ৷
ডাকাতদল: ঠিক আছে সমস্যা নাই এই বলে দুইজন দুইটা নিল, আর ডাকাতরা বলতে লাগল কি মজা আমাদের আর ডাকাতি করতে হবে না, ইহুদীও তাই বলছে যে আমার আর গরিব থাকতে হবে না, ডাকাত দুইজন ্ঐ ইহুদী কে বন্ধু হিসাবে গ্রহন করল ইহুদীও মনের আনন্দে সেই দুই ডাকাতকে বন্ধু করে নিল এবং তিনজন এক জায়গায় বসল, কিছুক্ষন পর ইহুদী বলল আচ্ছা আজকের এই আনন্দের মুহুর্তে মিষ্টি মুখ করলে কেমন হয়?
ডাকাতদল : ভাল কথা বলেছ তারাতারি মিষ্টি নিয়ে এস এই কথা বলে ডাকাতরা তাকে কিছু টাকা দিয়ে মিষ্টি আনতে পাঠাল৷
ইহুদী : যদি মিষ্টিতে আমি বিষ মিশাতে পারি তাহলে গোটা তিনটা স্বর্নের টুকরার মালিক আমি একাই হয়ে যাব, সে তাই করল!
ডাকাতদল : আমরা যদি তাকে হত্যা করে ফেলি তাহলেত গোটা তিনটা স্বর্নের টুকরাই আমাদের হয়ে যাবে৷ এজন্য তারা পূর্বেই প্রস্তুত সে আসলেই মারা শুরু করে দিবে৷ ইহুদী আসল আর সঙ্গে সঙ্গে তারা ইহুদীকে মারা আরম্ব করল৷
ইহুদী : আমাকে অযথা মারছেন কেন আমি কি করেছি?
ডাকাতদল: মাথা ঠিক নাই৷ এই কথা বলে তারা তাকে একেবারেই মেরে ফেলল৷ এবং ইহুদীর পকেট থেকে স্বর্নটি নিয়ে নিল৷ এবং তারা সেখান থেকে চলে যাচ্ছিল কিছুদূর গিয়ে মনে পরল মিষ্টির কথা, একডাকাত আরেক ডাকাতকে বলল ইহুদী শালায় না মিষ্টি আনছিল মিষ্টি কেন আমরা রেখে আসলাম এই কথা বলে তারা পূনরায় ফিরে আসল আর মিষ্টির প্যকেট খুলে মিষ্টি খেল সঙ্গে সঙ্গে বিষক্রিয়া সারা দেহে ছড়িয়ে পরল এবং দুইজন মৃতু্যর কোলে ঢলে পরল৷ স্বর্ন তিনটি মাটিতে পরে রইল, এবং তিনটি লাশ পরে রইল৷
যীশু : তিনি সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিল দেখলেন তিনটি লাশ পরে আছে সঙ্গে ঐ ইহদীর লাশটিও আছে, আফসোস করলেন আর বললেন একটি মাত্র রুটি তিনটি প্রান নিয়ে গেল, লোভে পাপ পাপে মৃত

উলেখ্য যে এই ঘটনা বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে উপস্থাপন করেছে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি৷

Visit to Free Natural Health Advice

http://health-tips50.blogspot.com

Level 2

আমি এমডি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Live in Dhaka. Profession Laptop & Computer Business, Domain Hosting Provider, Web Design House


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস