দেখে নিন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করতে হয়

আসসালাম ওয়ালাইকুম,

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন, আমার ব্লগে সবাইকে স্বাগতম। আগেই বলে দেই যাদের লেখা পরতে ভাল লাগে না বা বেশি বড় লেখা পরতে চান না তারা ডিরেক্ট নিচের ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে জিমেইল ডিলিট করবেন। বর্তমানে সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে। সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট।

এটা খুব গুরুত্ব পূর্ণ অ্যাকাউন্ট হলেও অনেক সময় অনেকের হয়তবা এই জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হতে পারে। অনেকে হয়তো যানেন আবার অনেকে হয়তো যানেন না যারা যানেন না আজকের ব্লগটি তাদের জন্যই।  পিসি থেকে বর্তমানে মোবাইল ইউজার বেশি তাই আজকে আমি দেখাব কিভাবে মোবাইলে জিমেইল ডিলিট করবেন।

যদিও এটা মোবাইলে দেখাছি কিন্তু সেম পদ্ধতিতে আপনি পিসিতেও ডিলিট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি।

শুরু করার আগে আবার ও বলছি যাদের বেশি লেখা পরতে মন না চায় তারা ডিরেক্ট নিচের ভিডিও তে দেখতে পারেন কিভাবে কি করবেন।

  • ১। প্রথমে আপনি আপনার মোবাইল সেটিং এ চলে যাবেন
  • ২। তারপর অ্যাকাউন্ট এ চলে যাবেন
  • ৩। এখন আপনি যে অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছেন সেটা সেলেক্ট করুন। সিলেক্ট করার পর ২টা অপশন দেখতে পাবেন। Google account / Sync account. আপনি Google account সিলেক্ট করবেন
  • ৪। Google account সিলেক্ট করার পর আপনাকে তাদের সেটিং পেজ এ নিয়ে যাবে।
  • ৫। এখানে আপনি Data & personalisation দেখতে পাবেন সেটা সিলেক্ট করবেন।
  • ৬। এখন আপনি নিচে দেখতে পাবেন delete a service on your account এটা সিলেক্ট করুন।
  • ৭। তারপর দেখবেন লেখা আছে delete your account এটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে Next দিলেই আপনার জিমেইল সারাজীবনের জন্য ডিলেট হয়ে যাবে।

আশা করি বুঝতে পেরেছেন কনো সমস্যা হলে আমকে জানাবেন।

কিভাবে ডিলিট করবেন নিচে বাংলায় ভিডিও দেয়া আছে

Level 3

আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস