অনলাইনে আয়ের কিছু চরম বিতর্কিত পদ্ধতি যে পথে কখনো ভুলেও পা বাড়াবেন না

গত কিছুদিন ধরে দেখছি বিভিন্ন ব্লগে অনলাইনে আয়ের নামে চরম ভুল কিছু পদ্ধতি নিয়ে আবোল-তাবোল লিখছেন অনেক নবাগত পথভ্রান্ত ব্লগার কিংবা আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানেও দেখছি এই স্ক্যাম পদ্ধতি শিক্ষা দেয়। এই কাজগুলো আসলে যারা করছে তারা নিজেরাই কিছুদিন যাবার পর বুঝতে পারে যে তারা ভুল পথে আগাচ্ছে। কিন্তু ভুল তো ভুল এখন দেখছি অনেকে প্রায় বাজে কিছু কাজেও জড়িয়ে পড়ছে না বুঝে তাই ভাবলাম তারই দু-একটি নিয়ে আজ একটু লিখি। যাতে আর কেউ অন্তত এই বিতর্কিত কাজগুলো করে ভুল না করে।

বেটিং

বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন খেলা। আর এসব খেলা নিয়ে অনলাইনে অনেক সাইটেই হয় বেটিং প্রতিযোগীতা। যেখানে থাকে অনেক লোভনীয় অফার। এমনই একটি সাইট bet365.com। এই সাইটটি রয়েছে এমন বাজি প্রতিযোগীতার জন্য শীর্ষে। এখানকার লোভনীয় সব অফার দেখে কিংবা প্রথম ছোট দু একটি দান জিতে অনেকে বড়সর ভাবে নামার প্রস্তুতি নেন কিন্তু এটা নিশ্চিত ভাবে জেনে রাখবেন আপনি যখন জেতেন তখন অন্য কেউ হারে তাই আজ বা কাল আপনাকেও হারতে হবে।

ক্যাসিনো

ক্যাসিনো খেলাটির সাথে অনেকই পরিচিত। তবে অনলাইনে এই খেলার পেছনে অর্থ লগ্নি করে বিভিন্ন প্রতিযোগীতা হয়। এটাও বেটিং এর একটি অংশ এবং এখানেও একই কথা প্রযোজ্য।

হাইপ

হাইপ শব্দটির সাথে আপনারা অনেকেই পরিচিত হয়ে থাকবেন। কারন এটা নিয়ে বিভিন্ন ব্লগে মাঝে মাঝেই বেশ প্রচারনা দেখা যায়। আবার অনেক সাইটও দেখি হাইপের। ব্লগ টিউনে বা হাইপ সাইটে গেলে দেখা যায় তারা প্রতিদিন নাকি লগ্নিকৃত অর্থের ২৫% থেকে শুরু করে ৫০০% পর্যন্ত লভ্যাংশ দেয়!! কিন্তু খুব স্বাভাবিক ভাবেই চিন্তা করুন। কোন বৈধ উপায়ে কি এত আয় সম্ভব? কখনোই না কিন্তু তারপরও অনেকে পেমেন্ট প্রুফ পযন্ত দেখাচ্ছে।

তবে কোথা হতে আসছে এই অর্থ? হূমম এসব হাইপ সাইটের এডমিনরা তাদের সংগৃহীত অর্থ বেটিং সাইট বা ক্যাসিনোতে লগ্নি করেন। তাই আপনার দেয়া টাকায় যদি তারা বাজি জেতেন তবে আপনিও হয়ত পাবেন লভ্যাংশ দেখাতে পারেন তার পেমেন্ট প্রুফও।

কিন্তু যেহেতু আপনার দেয়া টাকা তারা বেটিং বা ক্যাসিনোর মত ঝুকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করেন। তাই প্রথমদিন হয়ত তারা জিতবে, দ্বীতিয়দিনও জিতল কিন্তু তৃতীয় তো তাকে হারতেই হবে। আর তখন আপনার টাকাও যাবে আর সেই সাইটের কোন হদিসও থাকবে না। কপাল খারাপ হলে এমনটি আপনার প্রথম বিনিয়োগেই হতে পারে। :(আর এজন্য যে কোন হাইপ সাইটই কদিনের মাথায় স্ক্যাম হয়ে যায়।

আপনারা হয়ত বিভিন্ন হাইপ রিভিউ সাইটের রিভিউ দেখে কোন সাইটকে ভাল মনে করতে পারেন তবে শুনে রাখুন রিভিউ সাইটের ঐ রিভিউগুলোর বেশীর ভাগই স্পন্সর করা। মজার ব্যাপার হলো এমন একটি স্পন্সর রিভিউ বাংলায় লেখার অফার আমার কাছেও এসেছিল। আমি তাদেরকে ফিরিয়ে দিলেও কৌশলে জেনে নেই তাদের ভেতরের অনেক কথা। 😛

ক্লাব এস্টেরিয়া

ক্লাব এস্টেরিয়া নামক একটি শব্দ আজকাল খুব শুনছি। যা থেকে নাকি অনলাইনে আয়ের প্রচুর সুযোগ আছে বলে শুনি। তবে আমি আর এই স্ক্যাম পদ্ধতিটি সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারাই একটু যাচাই করে দেখুন তো এটা কি অনেকটা হাইপের মতই না?

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ক্লাব এস্টেরিয়া নিয়ে যেহেতু অনেকের ক্রেজ চলছে তাই আশা করি আপনি এবেপারে বিস্তারিত লিখবেন 🙂
ধন্যবাদ শাকিল ভাই

    Level 0

    সহমত।।। লাকি ভাই। শাকিল ভাই অপেক্ষায় রইলাম

    Level 0

    "শাকিল আরেফিন" নিঃসন্দেহে একজন অনুসরনীয় টিউনার। উনার একটা কথায় অনেকে INFLUENCED হন, আর ঠিক এই কারনেই অনেকে রাগ হন। কারন, উনার কথাটা আমরা সব সময়ই সঠিক হিসেবে ধরে নিতে চাই। কিন্তু আমার মনে হয় CLUB-ASTERIA সম্পর্কে উনার আরও একটু খোজ-খবর নেওয়া উচিত। কারন, আমি CLUB-ASTERIA নিয়ে কাজ করছি, ভাল PAYMENT-ও পাচ্ছি কিন্তু, আমিও CONFUSED হয়ে গিয়েছিলাম। কারন, অভিযোগটা "শাকিল আরফিন" করেছেন।

    আমি যতটুকু জেনেছি, তা আমার ব্লগে লিখেছি। আমি সাইটটা শেয়ার করছি, দেখতে পারেন— http://bangla-club-asteria.webs.com/ —— ব্লগে আমার REFERRAL LINK দেয়া আছে। আমি সবাইকে করজোড়ে অনুরোধ করছি, PLEASE,PLEASE.PLEASE কেউ আমার লিংকে জয়েন করবেন না। আপনারা দেখুন, তারপর মতামত দিন। কারন আমিও চাইনা অযথা ভ্রান্ত আশায় সময় নষ্ট হোক।

    বিশষ করে "শাকিল আরেফিন "কে বলছি দেখুন এবং অচিরেই আপনার সু-চিন্তিত পরামর্শ শেয়ার করুন।

    PLEASE কেউ ভুল বুঝবেন না। আমি REFERRAL-এর জন্য লিংক শেয়ার করিনি। কারন, এখানে বর্তমান সময়র একটা গুরুত্বপূর্ন বিষয় এবং গুরুত্বপূর্ন কিছু TUNER জড়িত। এর মিমাংসা হওয়া উচিত।

    তারপরেও "শাকিল আরেফিন" যদি মনে করেন LINK শেয়ারিং অযৌক্তিক হয়েছে, মুছে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।

    Level 0

    সচেতন মুলক টিউনের জন্য …
    সব সময় ভাল comments করা উচিৎ।
    amar site…
    http://www.borhan-info.co.cc

    এ পর্যন্ত যা দেখেছি তাতে ভাল এর চাইতে স্ক্যাম এর প্রমান বেশী দেখেছি।
    তবে সময় পেলে চেষ্টা করব এর থলের বেড়াল এর ব্যাপারে।

    ধন্যবাদ সবাইকে।

    যারা শাকিল ভাই এর club-asteria বিষয়ে লেখাটির চরম বিরোধীতা করেছে, তারা কিন্তু এটা স্কাম জেনেই করছে। কারন এই বিষয় টি জানা জানি হলে কেউ আর club-asteria তে যোগ দিবে না আর তারাও রেফারেল পাবেনা ! আর রেফারেল না পেলে তাদের আমানত-জামানত সব বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই শাকিল ভাই কে অনুরোধ, আপনি এই club-asteria কে নিয়ে একটি টিউন করেন। যাতে করে টেকটিউনের সবাই এদের কে জানে। তাহলে মনে হয় আমরা নিশ্চিত ধরা খাওয়া থেকে বাচবো।

thanks

প্রমাণ ছাড়া একটি সাইটকে এভাবে স্ক্যাম বলা আপনার মত টিউনারের থেকে আশা করা যায় না। বিশ্বাস তখনই করা যায় যখন তার উপযুক্ত প্রমাণ থাকে। আশা করি পরবর্তীতে ক্লাব এস্টেরিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন কেন এটাকে স্ক্যাম বলছেন, নাহলে এটাকে ফালতু কথা হিসেবে ধরে নিব। আর যদি উপযুক্ত কারন দেখাতে পারেন তাহলে তা বিশ্বাস করব।

    Level 0

    হা হা শাকিল ভাই। হাসতেই আছি। বুঝতে পারছি আপনি খুব ব্যাস্ত মানুষ তাই হয়ত ক্লাব এ্যস্টোরিয়া সম্পর্কে খুব একটা ঘাটাঘাটি করা হয় নি তাই এটাকে হাইপ বানিয় দিলেন। বাংলাদেশের শীর্ষ ১০ ফ্রীল্যান্সারের পুরুস্কার প্রাপ্ত থেকে দুইজন ক্লাব এ্যাস্টেরিয়ার সাথে যুক্ত। তারা এই সাইটি নিয়ে বিস্তর ঘাটাঘাটি করেই ক্লাব এ্যস্টোরিয়তে জয়েন করেছে। <a href="http://www.earningschool.com/?page_id=80">আর আমি তো নগণ্য</a>
    ক্লাব এস্টোরিয়া ছাড়া আপনার অন্য সব কথার সাথেই একমত।
    ভাল থাকুন
    ধন্যবাদ।

    আমি যতটুক দেখেছি তাতে আমার যা মনে হয়েছে তাই বললাম।

    আপনাদের আপত্তি থাকলে অযথা রাগ না হয়ে যুক্তি সহকারে প্রমান দিন।

    আপনারাও ভাল থাকুন।

    সহমত

    samaun khalid collins ভাই এর সাথে সহমত

    বাংলাদেশের শীর্ষ ১০ ফ্রীল্যান্সারের পুরুস্কার যে দেয়া হয়েছে তা নির্দিষ্ট অর্থের বিনিময়ে এরকম একটা কথা মনে হয় সামুতে পড়েছেন।

    আপনি যখন এত প্রমাণ খুজছেন নিজে ক্লাব এস্টেরিয়া এর প্রমাণ দিন।আপানার বলছেন, বিশ্বব্যাংকের অমুক-তমুক এই সাইটের সঙ্গে জড়িত।বিশ্বব্যাংকের সাথে কেউ জড়িত ছিল এমন কারো প্রতিষ্ঠান ভালো হবে সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিলেন? এছাড়াও আপনারা যার কথা বলছেন ওই লোকের কোন সাক্ষাৎকার এমন পর্যন্ত কোন মিডিয়ায় প্রকাশ পায়নি।কেন?কি এমন সার্টিফিকেট উনি বিশ্বব্যাংকের কাছ থেকে নিল,তার চেহারা এখন পর্যন্ত ইউজাররা দেখতে পেল না। পেমেন্ট প্রুফ নতুন কোন সাইটের ভাল-মন্দের মাপকাঠি হতে পারে না।এমন অনেক সাইট থেকে আমার এক বন্ধু পেমেন্ট পেয়েছিলা যেগুলোর এখন কোন হদিস নেই। এছাড়া টিটিতে ক্লাব এস্টেরিয়া এর ভাওতাবাজী নিয়ে একটা টিউন হয়েছিল।কিন্তু টিউনটি পেন্ডিং করে দেয়া হয়।লেখাটা নিচের লিঙ্কে পাওয়া যাবে।

    http://bn.ibabar.com/tech/internet/earning/alert-club-asteria-members.html

    উনি যে বিশ্বব্যাংকের না এর প্রমান আমি অনেক জায়গায় দেখেছি এবং দেখাতেও পারব।

আর আমার মনে হয় আপনি ক্লাব এস্টেরিয়া সম্পর্কে ডিটেইলস না জেনেই এটা বলে ফেললেন। কোথায় হাইপ সাইট আর কোথায় ক্লাব এস্টেরিয়া!!!! কোথায় আগরতলা আর কোথায় জুতার তলা!!!….. বাকিগুলোকে আপনি ক্যাটাগরির আন্ডারে ফেলে বলেছেন ঠিক আছে, আর ক্লাব এস্টেরিয়াকে সরাসরি আপনি স্ক্যাম হিসেবে চালায় দিলেন, এলার্জী আছে নাকি আপনার এ ব্যাপারে?? হাইপের ক্ষেত্রে না হয় ১বার ২বার পেমেন্টের কথা বললেন, ক্লাব এস্টেরিয়া যে এতদিন হল প্রফিট দিয়ে যাচ্ছে, দেখাতে পারবেন কোনো প্রুফ যে তারা পেমেন্ট নিয়ে ২ নাম্বারি কিছু করেছে?? যদি দেখাতে পারেন তাহলে আমি আমার সকল মন্তব্য ফিরিয়ে নিয়ে এসব কথা বলার জন্য ক্ষমা চাইব, মিন্তু তার আগে প্রমাণ দেখান যে তারা হাইপের মত।

    আমার মনে হয় আমার কথার প্রুফ দেবার দরকার নাই কারন কিছুটা হলেও সবাই আমাকে জানে। আমি আপনাকে বিশ্বাষ করতেই হবে তা বলছি না। এটা বিশ্বাষ করা না করা সম্পূর্ন আপনার ব্যাপার আপনি যদি মনে করেন ভাল আপনি কাজ করেন। আমি তো না করছি না।

    আপনি অযথায় এত উত্তেজিত হচ্ছেন।

আশা করব প্রমাণ ছাড়া নির্দিষ্ট একটি সাইটের উদ্দেশ্যে করা এ ধরনের ফালতু টিউন ডিলিট করা হবে, সে টিউনটির টিউনার যেই হোক না কেন…..

    ভাই ঠান্ডা হন এত রাগতেছেন কেন?

    রাগ না হয়ে টিউন ডিলেট করাতে হলে সোহানের কাছে রিপোর্ট করেন।

একটা সময়পযোগী পোষ্ট .ইদানিং দেখছি টেকটিউনস সহ আরো কয়েকটি সাইটে কিছু বাটপার Ptc বা Mlm সিষ্টেমে অনলাইনে আয়ের ধারনা দিচ্ছে.যা বাটপারি ছাড়া কিছুই নয় .আপনারদের মত টপ টিউনাররা যদি আমাদের নিয়মিত দিকনির্দেশনা দেন তবে আমার মনে হয় ঐ বাটপাররা ভুল ধারনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেনা ।

    Level 0

    সহমত।

    ধন্যবাদ রুবেল ভাই এবং মিঠু ভাই।

    সহমত,
    খালি REFERRAL জন্য টিউন। যদি সত্যিই সাইট পেমেন্ট করে তাহলে মাইক্রোওয়ার্কস্-এ কাজ দিয়ে REFERRAL নিক।

ধন্যবাদ শাকিল ভাই। অনেক তথ্যবহুল টিউন। নতুনদের অনেক উপকারে আসবে আশাকরি।

শাকিল ভাই অনেক দিন পর টিউন করলেন…
টিউনটি অনেক ভাল লাগলো। তবে ক্লাব এস্টেরিয়া নিয়ে বিস্তৃত লিখলে আমি তথা সকল ব্লগার ভাই দেরই উপকারে আসত। যারা ভুল ধারনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত তাদের উচিৎ শিক্ষা হল এই টিউনটি । আশা করি আপনার টিউন নিয়মিত পাবো।

আর একটি কথা না বললেই নয় .সেদিন দেখলাম এক ব ল দ MLM সাইট নিয়ে লিখছে.আয়ের প্রথম 250 Euro কেটে রেখে একটি ক্রেডিটকার্ড দিবে যা দিয়ে ইউরো উঠাতে হবে. অন্য আরেক বলদ লিখছে জাতিসংঘের কোন কর্মকর্তা নাকি চাকরি বাদ দিয়ে mlm সাইট খুলছে যাতে বিনিয়োগ করলে কোটি কোটি ডলার কামানো যাবে । আমার প্রশ্ন যারা প্রথম অনলাইনে আয়ের পথে পা দিচ্ছে তারা কি এসব থেকে প্রতারনা ছাড়া কিছু পাবে ?

শাকিল ভাই,
টেকটিউনের বলা যায় শুরুর দিকের মেম্বার । আপনার লেখা আগে থেকেই ভালো লাগে । কিন্তু বস ক্লাব এষ্টেরিয়া নিয়ে কিছু বলার আগে একটু খোজ খবর নিয়ে বললে ভালো হতো । ঢালাও ভাবে বলে ফেলেছেন । এফিলিয়েট মার্কেটিং এ যারা কাজ করে কিছু আর্ন করতে চান , তাদের জন্য ক্লাব এস্টেরিয়া অনেক বেস্ট হতে পারে । ধন্যবাদ ।

    আমি অন্যগুলোর ব্যাপারে বিস্তারিত বললেও এটার ব্যাপারে কিছু বলি নাই। এটার ব্যাপারে সবাইকে আগে একটু যাচাই করে নিতে বলেছি।

    যাইহোক ধন্যবাদ।

Level 0

তবে শাকিল ভাই ক্লাব এ্যস্টোরিয় থেকে কিন্তু সবাই সামন ভাবে সফল হতে পারবে না। যারা এ্যাফিলিয়েট মার্কেটিং ভাল জানেন তারাই কেবল ওদের প্রডাক্ট বিক্রি করে প্রচুর ইনকাম করতে পারে। কিন্তু শুধু রেভিনিউ শেয়ারের এর উপর বসে থেকে খুব কমই ইনকাম হবে। সবাই শুধু চায় কোন কাজ ন করে বসে বসে ইনকাম করতে। লোল ।

    ও আচ্ছা

    Level 0

    M H BULBUL ভাই আপনার সাথে একমত । আর আমার মনে হয় সাকিল ভাই ক্লাব এ্যস্টোরিয় তে জয়েন করবে তাই সবার কাছে জানতে চায় জয়েন করলে লস হবে নাকি লাভ হবে । আমি বলবো সাকিল ভাই অনলাইনে তো অনেক কামাইছেন এখান http://club-asteria.com/member/register?refid=92745 থেকে নাহ একবার চেস্টা করবেন ধন্যবাদ । আর একটা কথা এই সাইটের কাজ করার নিয়ম জানতে চাইলে http://www.earningschool.com/?page_id=80 ভিজিট করুন

    আমাকে এত কিছু বলেন আবার শেষে আবার রেফারেলটাও দেন , মজার জুকস দেখাইতেছেন

    Level 0

    কি করবো ভাবলাম সবার কথা সুনে যদি আপনি সাইন আপ করেন তাই লিঙ্ক টা দিলাম । http://cash-ptc.cz.cc/

বিগত সপ্তাহে অনেক ফেক ptc সাইট নিয়ে টিউন হয়েছিল।
ঐগুলো নিয়ে আরেকটু লিখলে ভাল হত।
ধন্যবাদ শাকিল ভাই অনেকদিন পর টিউন করলেন।

    হূমম তবে ওগুলোর ব্যাপারে প্রায় সবাই ই জানে, আমি আরো ভয়াবহ এবং নতুন কয়েকটি নিয়ে লিখলাম।

Level 0

এ ব্যাপারে আরো বিস্তারিত লেখা আশা করছি। তবে সবগুলো কিন্তু খারাপ নয়। অনেকদিন পরে আপনার টিউন দেখলাম। ক্লাব এস্টেরিয়া নিয়ে যখন এতো কথা হচ্ছে, একটা পোষ্টমটেম করে ফেলুন না।
ভালো থাকুন।

    হূমম ধন্যবাদ।
    তবে আমি এখানে যেগুলো বলেছি তার প্রতিটিই স্ক্যাম।

আপনার এই টিউন দেখে যদি অনলাইনে আয়ের টিউন একটুও কমে…

Level 0

ক্লাব এস্টেরিয়া নিয়ে পাবলিকে এত উত্তেজিত রাগান্বিত কেন বুঝতে পারছি না। টেকটিউনে এটা নিয়ে ব্যাপকহারে টিউন হচ্ছে। মনে হয় এই টিটিতে ক্লাব এস্টেরিয়া ছাড়া অনলাইনের আয়-রোজগার হবে না। টেকটিউন শুধু মাত্র অর্থ উপার্জনের টিউন করার জায়গা না। অনলাইনে আয়ের পাশাপাশি সব ধরনের বিষয় নিয়ে টিউন হত্তয়া উচিত নয় কী?

শাকিল ভাই টিউনটি করার জন্য আপনাকে ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আপনার লেখায় আপনি নিজের মতবাদ প্রকাশ করেছেন। সবারই নিজস্ব মত থাকে। তাই বলে কেউ কাউকে জোর করে নিজের কথা বলতে বলাতে পারে না। আলোচনা সমালোচনা থাকবেই। আপনি এগিয়ে যান।

    ক্লাব এস্টেরিয়ার পক্ষে-বিপক্ষে নাইবা বললাম। একটা কথা আমিও বুঝিনা ক্লাব এস্টেরিয়া সম্পর্কে কথা বলাতে এত উত্তেজিত হওয়ার কি আছে। সবার ব্যাক্তিগত মতামত আছে। একজনের সাথে আরেকজনের মতামতের মিল না থাকাটা স্বাভাবিক।

    আমিও সেটা বুঝলাম না যে এত উত্তেজিত হচ্ছে কেন?

    ধন্যবাদ আপনাদের।

প্রথমেই বলে নেই, একটি সময়োপযোগী টিউন। ইন্টারনেটে কাজ না করে আয় করার ব্যাপারে অনেকেই উৎসাহী হয়ে পড়েন – এমন সব লোভনীয় কথা লেখা থাকে!
কিন্তু বাস্তব ভিন্ন। সঠিক পদ্ধতি অনুসরন করে এফিলিয়েট মার্কেটিং এক জিনিস, আর স্ক্যাম সাইটের পাল্লায় পড়ে শুধু মাউস ক্লিক করে শত ডলার উপার্জনের ফাদে পড়ার ব্যাপারটা অন্য জিনিস। গুগল এডসেন্স থেকে উল্লেখযোগ্য আয় করতে হলেও কিন্তু একটি ওয়েবসাইট বা ব্লগ নিয়ে অনেক খাটতে হয়।

আপনাকে ধন্যবাদ শাকিল ভাই!

নিজের সাইটের দরজা জানালার তালা খুলছেন তাহলে!!!!!!!

ভ্যালা কইচেন।

Please read this comment….Sakil vai A+ tuner. Tune tao a ++. Ami mone kori , club asteria akta faltu site. K details boli…. Apni jodi 270 usd diposit koren, taile tara month e apnr asol debe…. Then per month apnare debe 400 usd. Eta ke sombhob?? Jodi 1000 usr thake, taile month e 400000 usd pay korbe tara…. Apnara ke mad ?? Is it possible.?? Daily sokal e dakhi 3 ta or 2 ta tune ptc or bux os hiip neya. ,atha ta gorom hoya jai. Ak e time. Ak e lekha…… Tt admin usr take ban korta partasen na ????

    হা হা হা
    টেংকু

    Level 0

    হা হা হা হা হা বাঙালী কয় কারে!!!!! আমি আবার একটু ঘুরিয়ে বলি। আপনি ২০ ডলার ইনভেষ্ট করে এক মাস পর পবেন মাত্র ১.৩০ ডলার. দেড় ডলারও না।
    কি বুঝলেন ভাই ২০ ডলার ইনভেষ্ট করে মাস শেষে পাবেন মাত্র ১ ডলার এটাও কিন্তু সত্যি।
    নেট থেকে ডলার বের কারার সহজ কোন পদ্ধতি আজ পর্জন্ত পেলাম না। 😡
    ইনকাম পরের ব্যাপার আগে আপনাকে সঠিক তথ্যটি জানতে হবে। 🙂

Sakil vai 'hiip' te 200 usd diposit korbo bhabsi…… Apnr motamot ke ????

Andrea Lucas বিশ্বব্যাংকের ডিরেক্টর ছিলেন, এটা ভুল কথা আমি মানি। কথাটাকে ভুল্ভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বিশ্বব্যাংকের management systems and account department এর ডিরেক্টর ছিলেন। বিশ্বব্যাংকে অনেক ধরনের ডিরেক্টর আছেন। সাধারনত ডিরেক্টর বলতে যা বুঝায় তার বাইরেও ব্যাংকের ইন্টার্নাল ডিপার্টমেন্টলোর হেডকেও ডিরেক্টর বলা হয়।আমার কথা হচ্ছে যারা পে করছে তাদের কেন স্ক্যাম বলা হবে?? এমন তো না যে তারা পেমেন্ট করছে না।

    আপনার এত লাগতেছে কেন ভাই আর এত রাগই বা হচ্ছেন কেন? আমি তো ক্লাব এস্টেরিয়া নিয়ে কিছুই বলি নাই শুধু সবাইকে যাচাই করতে বলেছি। তাতেই আপনারা এমন কেন করছেন বুঝতে পারছিনা।

    যাচাই করতে বললেও দোষ?

    আপনি ক্লাব এস্টেরিয়া নিয়ে কিছু বলেন নাই, তাহলে এটা কি ভাই??? ,<<<তবে আমি আর এই স্ক্যাম পদ্ধতিটি সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না>>>

Level 0

arefin vaia many thanks to u.

Level 0

এখনো পর্যন্ত ২.৫ লাখের উপরে মেম্বারস রয়েছে সাইটটিতে । বাংলাদেশ থেকে কমপক্ষে ৫ হাজার সদস্য রয়েছে। মজার ব্যাপার হচ্ছে কোন মেম্বারসদের কিন্তু কোন কমপ্লেই নেই যে তাদের কোন ক্ষতি হয়েছে কিন্তু যারা কম্পানির বাইরের লোক সাধারন রেজিষ্ট্রারেড মেম্বারও না তাদের যত মাথা ব্যাথা সাইটটি নিয়ে, কারণ কি শাকিল ভাই? আর একটি কথা পৃথিবীর এমন কোন ব্যাক্তি, কম্পানি বা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে যাদের নামে কোন দোষ বের কার যাবে না ? ?
যত্ত দোষ কিছু টিউনারের। রেফারেল পাওয়ার আশায় সাইটিটির নামে মনগড়া আবোল তাবোল সব কাহিনী লেখা আরম্ভ করছে।
যদিও আমি বাংলাদেশর প্রথম দিকের মেম্বার কিন্তু আমি কোন ব্লগে কোন লেখা পোষ্ট করি নি বিতর্ক হবে ভেবে।
তিন চার মাস আগে শুধু অনবাক্সের ফোরামে এবং সামুতে কমেন্ট করেছিলাম। কমেন্টের স্ক্রীনশট
http://img695.imageshack.us/f/ptcw.jpg/
http://img251.imageshack.us/i/71361466.jpg/
ফোরাম লিংক http://www.onbux.com/forum/topic?frmid=33&tpcid=49950
ক্লাব এ্যস্টোরিয়া নিয়ে বাংলাদেশে এত আলোচনা হবে তখন তা কল্পনাও করি নি। এখন তো মনে হচ্ছে আমার ওই কমেন্টই দুটিই আমার জীবনের বিখ্যাত কমেন্ট। 😛

Level New

আমি শাকিল আরেফিন ভাই এর সাথে একমত। শাকিল আরেফিন ভাই এর প্রতিটি কথা বাস্তব।

অনেক মজা পাইলাম ।
<<<< {{{আমার মনে হয় আমার কথার প্রুফ দেবার দরকার নাই কারন কিছুটা হলেও সবাই আমাকে জানে }}}। আমি আপনাকে বিশ্বাষ করতেই হবে তা বলছি না। এটা বিশ্বাষ করা না করা সম্পূর্ন আপনার ব্যাপার আপনি যদি মনে করেন ভাল আপনি কাজ করেন। আমি তো না করছি না।

আপনি অযথায় এত উত্তেজিত হচ্ছেন। >>>
ভাই তাহলে এখনি বলুন যে ওডেস্ক ফ্রিল্যান্সার ভুয়া কারন আপনাকে তো সবাই জানে চেনে আর জানে বলেই সবাই বিশ্বাস করবে ।।আপনি জা বলবেন তাই সঠিক । আপনার কেন প্রুফ দেখানোর দরকার নাই তা মানে কি দাড়াল ………??????
হা হা হা

    ওডেস্ক ভূয়া হবে কেন? হূমম আর আমি এই টাইপের ভূয়া কথা বলি না দেখেই বিশ্বাষ করে।

    আমার প্রুফ দেখানোর কেন দরকার নাই আর কটা দিন গেলে আপনি নিজেই বূঝবেন। একটু নেটে ঘাটাঘাটি করেন।

    Forexmaster ভাই, ব্যাপক মজা পাইলাম…. শাকিল ভাই, এত হাম্বড়া ভাব ভালো না, আপনারে সবাই কিছুটা হলেও জানে বলে কি মুখে যা আসবে তাই বলে দিবেন আর সবাইকে সেটা বিশ্বাস করতে হবে??? প্রমাণ চাই প্রমাণ। একটা কোম্পানীর ভেতরে ম্যানেজমেন্ট বলেন বা পরিচালনা পরিষদ বলেন, বিতর্ক থাকবেই। কিন্তু সেটা পাবলিকের জন্য ক্ষতিকর কিছু না। পাবলিকের জন্য তখনি ক্ষতিকর যখন পাবলিক তাদের প্রাপ্যটা পাবে না। আর সেক্ষেত্রে মনে হয় না ক্লাব এস্টেরিয়া নিয়ে এরকম কোনো কম্পলেইন আছে……হাহাহাহা…… আমার মনে হয় টিটিতে ক্লাব এস্টেরিয়া নিয়ে যেকোনো ধরনের টিউন করা/ কমেন্ট করা বন্ধ করে দিতে হবে। কেননা কিছু অজ্ঞ টিউনাররা শুধু রেফারাল পাবার আশায় যেভাবে এটা নিয়ে বুঝে না বুঝে টিউন আর কমেন্ট করছে তাতে শুধু তারই ভাবমূর্তি না আমাদের সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

    এসব ফালতু মানুষের ফালতু কথায় কান দিলে আমার চলবে না…… SO, I QUIT…..

    প্রমাণ চাই প্রমাণ। এর জন্য নেটে ঘাটতে হবেই বা কেন আর কয়েকদিন ওয়েট করতে হবে কেন?? তাইলে তো যেকোনো কোম্পানী সম্পর্কেই এরকম কথা আমরা বলেতে পারি যে অমুক কোম্পানী ২ নাম্বার, কয়েকদিন যাক, টের পাবেন….. কারণ কোনো কোম্পানীর পক্ষেই নিজেদের ১০০% ক্লিয়ার রেখে বিজনেস চালানো সম্ভব না। তাছাড়া আপনিই তো বলছেন যে আপনার কাছে নাকি প্রমান আছে যে Andrea Lucas নাকি বিশ্বব্যাংকের কেউ না। দেখান সেই প্রমাণ, আমরাও দেখি।

    আমি আপনাদের মত মুখে যা আসে তা বলি না দেখেই বিশ্বাষ করে

    আপনি একদিন আমার কাছে আসেন তাহলে ক্লাব এস্টেরিয়া যে আসলে কি তা আপনাকে বলব।

Level 0

i want to know about site talk.

ভাইসব !!! আপনাদের সবার কথায় অনেক মজা এবং অনেক ইনফরমেশন পাইছি, তবে একটি কথা, যার ইচ্ছা হয় সে এই সমস্থ সাইটে কাজ করবেন যার হবেনা সে করবে না রাগা রাগি করে লাভ নেই। ওডেসক এবং ফ্রিল্যান্স -এ কে কিভাবে কাজ করে সফলতা পাচ্ছেন, সেই সফল ব্যক্তিগন আমাদের কে সেই সফলতার কাহিনী গুলো আমাদের সামনে সফল ভাবে তুলে ধরুন। এতে আমরা যারা নবীন তারা সঠিক পথ খুজে পাব।
সবাইকে ধন্যবাদ

Level 0

এখানে বেশির ভাগ কমেন্ট হচ্ছে না জেনে। CLUB-ASTERIA-র পুরো PLAN জানতে হলে আপনাকে অনুসন্ধান করতে হবে। নইলে এই বিষয়ে কিছু না বলাই ভাল। এই ব্লগটা দেখুন-http://bangla-club-asteria.webs.com/ আপনারা সম্পূর্ন জেনে সঠিকটা বলুন, সেটা শুধু আমি নই সবাই মানবে। আমি একজনকে বিশ্বাষ করি, আর সে যাই বলুক- আমি বলব হ্যাঁ । এটা নিরপেক্ষ নয়। অনলাইন সবার জন্য উন্মুক্ত, আগে নিজে যাচাই করুন। তারপর অন্যকে সাপোর্ট দিন এবং নিজেও সিদ্ধান্ত নিন। সবাইকে ধন্যবাদ।

Level 0

ক্লাব অসটিয়া নিয়ে অনেক লেখালেখি দেখছি এখানে তাই কমেন্ট না করে পারলাম না…
১। যারা ক্লাব অসটিয়ার সাথে জরিত নন তারাই এটা নিয়ে বেশী মাথা গামাচ্ছেন (LuckyFM,swordfish,নিশাচর নাইম) যদি জরিত থাকতেন তাহলে এত চিন্তা মাথায় আসত না … ভাল না লাগছে এর থেকে দূরে থাকুন..যিনি ক্লাব অসটিয়াকে হাইপ সাইটের সাথে তুলনা করেছেন তার সাথে এই বিষয়ে কোন কথা বলার ইচ্ছা আমার নেই..
২। not only bangladesh গুটা বিশ্বে আড়াই লাখ মেম্বার এর মধ্যে একজন বলতে পারবেন যে ক্লাব অসটিয়া তার পলিছির কোন ব্যতিক্রম করেছে কি না..?
৩। আমি এখন পযন্ত ৪২৬ ডলার পে আউট করেছি ক্লাব অসটিয়া থেকে এবং প্রতিটি পেমেন্ট তারা সঠিকভাবে সম্পন্ন করেছে….
৪। অনলাইনে ব্যবসা করতে হলে প্রতিটি ক্ষেত্রে আপনাকে ঝুকি নিতে হবে যেমন ফোরেস্ক এ কাজ করতে গিয়ে আমি একদিনে ২৭৪ ডলার ইনকাম করেছি আবার মাত্র ৪ ঘন্টায় ৩৪৫ ডলার হারিয়েছি। আগামিকাল পৃথিবীতে আমি বেচে থাকব কি না তার নিশ্চয়তা যখন দিতে পারি না তাই ক্লাব অসটিয়া আপনাকে সবসময় সঠিকভাবে পে করবে তার নিশ্চয়তা ক্লাব অসটিয়া ও দিতে পারবে না…. তাই এর বেকগ্রাউন্ড দেখে আপনাকে সামনে এগুতে হবে..
৫। ওডেস্ক এ সাইপ্রারের একজন বায়ার আছে আমার গত ২ সপ্তাহ আমি তাকে ক্লাব অসটিয়া ব্যাপারে ইনভাইট করতে গিয়ে দেখি তিনি আর ও ৫ মাস আগে থেকে তিনে ক্লাব অসটিয়ার একজন সক্রিয় মেম্বার…
৬। অনলাইনে ব্যবসা করা (এফিলিট মারকেটিং, ফোরেস্ক আপনি যাই করেন না কেন কিছুটা ঝুকি আপনাকে নিতেই হবে ) । যেমন গোটা বিশ্বে একদিনে শেয়ার মারকেট মিলে যা লেনদেন হয় , ফোরেস্ক এ লেনদেন হয় তার ৩ গুন বেশী । তাই ঝুকি আছে বলে সবাই হাত গুটিয়ে বসে থাকলে ফোরেস্ক এ এত লেনদেন হত না …
***সবশেষে বলছি : ক্লাব অসটিয়া নিয়ে যারা খুব বেশী টেনশন করছেন দয়া করে তারা এর থেকে দুরে থাকুন এবং আপনার মুল্যবান সময় অন্যদিকে ব্যয় করুন……….>

    আমাদের মাথা গামানোর কারন আমরা আপনাদের মত নিজের সার্থের কথা চিন্তা করি না।কোন সাইট থেকে পেমেন্ট পেলেই নাচতে নাচতে আনন্দহারা হয়ে ওই সাইটের গুণগান গাই না। এখানে যেহেতু ইনভেস্ট করার মত ব্যপার আছে তাই স্ক্যাম হলে আপনাদের দুই-একজনের কিছু হবে না কিন্তু ছোট-খাট নতুন অনেকেই যারা ইনভেস্ট করেছিলেন তারা ধরা খাবে।আমি আবারো বলছি পেমেন্ট কোন সাইটের ভাল-মন্দের মাপকাঠি হতে পারে না।একটানা ১ বছর পেমেন্ট করেছে কিন্তু এরপর স্ক্যাম হয়ে গেসে এমন সাইটও আমি দেখেছি।ফোরেক্স কিংবা অন্যান্য সাইট এর নিজস্ব অফিস ঠিকানা আছে এবং ব্যবসা করার জন্য সে রকম অনুমতি বা সার্টিফিকেট ও আছে যা ক্লাব এস্টেরিয়ার নেই।ফোন করলে অটো আন্সারিং মেশিন আন্সার দেয়!!!!হংকং থেকে আসা মেইল আমেরিকান আইপি শো করে!!!!এত বিরাট কর্মযজ্ঞ নিয়ে মাঠে নেমেছে তারা অথচ ফোন ধরার মত লোক নেই!! আপনারা বলছেন ক্লাব এস্টেরিয়া সার্টিফিকেট নিয়েছে বিশ্বব্যাংকের কাছ থেকে।কই দেখান সে সার্টিফিকেট… তা না পারলে বিশ্বব্যাংকের সেই পরিচালক কে মিডিয়ার সামনে আসতে বলুন যেটা ফোরেক্স এর পরিচালকরা নিয়মিত করেন। এইজন্যই আমারা অন্যদের কে এটা থেকে সাবধানে থাকতে বলছি।

    Level 0

    Mr নিশাচর নাইম আবার ও একই গান গাইলেন ……….
    ১। আমি কোন সাইট এর পেমেন্ট পেলে নাচতে নাচতে আনন্দহারা হয়ে ওই সাইটের গুণগান গাওয়ার মত কাজ কোন ফোরামে করি নাই কখনো, আপনি ভুল বলেছেন আমার ব্যপারে…..২। ফোন করলে আটো আসনার কাষ্টমার কেয়ার/নন অফিস ডে এর ক্ষেত্রে এটাই সাভাবিক…. ৩। ক্লাব এস্টেরিয়া গত মাসে তারা USA CLAUD SERVER কিনেছে…… ৪। এই PROXI SERVER এর যুগে আপনি আপনি ইমেল ট্রেসিং/ আই পি নিয়ে এড্রেস নিয়ে চিন্তা করছেন খুব ভাল ..আপনি এখন ও সেই আমলেই রয়ে গেছেন…………

    জ্বী আরো রিসার্চ করতে থাকেন

    @ নিশাচর নাইম,
    আপনারা এখানে ইনভেস্ট করার ব্যাপারে মানুষকে সাবধান করতে পারেন, ঠিক আছে। আপনাদের এই উদ্যেগকে সাধুবাদ জানাই। তাই বলে সাবধান করতে গিয়ে যারা এখনও স্ক্যাম হয় নাই, তাদের স্ক্যাম বলেন কোন অধিকারে?? আশা করি এই প্রশ্নের উত্তরটা দিবেন। আর আপনাদের আরেকজন সবজান্তা এই টিউনের টিউনার, তার কাছে নাকি কিসব প্রমাণ আছে যে Andrea Lucas নাকি বিশ্বব্যাংকের সাথে সংশ্লিষ্ট কেউ না, তারে বলেন যে প্রমাণ দেখাতে। সে নিজেই প্রমাণ দেখাতে চাইছে। ফাউল কথা কইয়া ধরা খাইছে। আর আপনাকে বলব যে ক্লাউড সার্ভার জিনিষটা কি সেটা সম্পর্কে বিশদ জেনে কথা বলবেন।

    মানুষ প্রক্সি সার্ভার কখন ব্যবহার করে? অরিজিনাল আইপি লুকাতে সাধারণত প্রক্সি ব্যবহার করা হয়।ভবিষ্যতে যাতে ধরা না খায় এজন্য কি ক্লাব এস্টেরিয়া প্রক্সি ব্যবহার করছে। 😉 আমার কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।ক্লাইড সার্ভার কেনা বড় কোন ব্যাপার না,সাইটের ট্রাফিক বেড়ে গেলে অধিক ব্যান্ডউইথ এর সার্ভার দরকার হয়।টেকটিউন্স ও সামনে ক্লাউড সার্ভারে যাওয়ার চিন্তা-ভাবনা করছে। যাক আর তর্কে যেতে চাই না।সারাদিন বললেও আপনারা একই কথা বলবেন। নিজে আগে আইপি ,সার্ভার সম্পর্কে জানুন পরে অন্যকে জানান। আমি শুধু সতর্ক করার চেষ্টা করেছি।বাকীটুকু যারা দেখছেন তাদের ইচ্ছা।কাউকে দেখে হিংসা হচ্ছে না বা আপানাদের সাথেও আমার কোন শত্রুতাও নেই।শুধু তাদের এই লুকোচুরির কারণে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি।

    একসময় স্পিকএশিয়া নিয়ে অনেক ক্রেজ চলেছিল।পেমেন্ট পেয়ে অনেকে মনে করেছিল এটা অনেক বড় কিছু।সার্ভে করার নাম দিয়ে কত টাকা দেশ থেকে নিয়ে গেল। ওই সময় আমি অনেককেই বলেছিলাম এটার ধারে-কাছে না যেতে।তো এখন কি হল? আমার এক বন্ধু ৪০০০$ পেয়েছে ওদের থেকে কিন্তু তার পিছনে প্রায় ৬০ লক্ষ টাকা বিভিন্ন মানুষ ইনভেষ্ট করেছে।এখন ওই বেচারা পালিয়ে বেড়াচ্ছে।

    ক্লাউড সার্ভার টিটি ইউজ করলে টিটি নিয়েও তখন এমন কথা বইলেন। আরেকটা ফাউল কথা বলে ফেললেন স্পিক এশিয়া নিয়ে। তাদের কার্যক্রম সন্দেহজনক আমিও মানি। কিন্তু দেশ থেকে কোনো টাকা বাইরে যায় নি। দেশের টাকা দেশেই আছে। কিন্তু সর্বপ্রথমে যারা ছিল তারাই তা কুক্ষিগত করেছে। আশা করব, কোনো কোম্পানী সম্পর্কে কমেন্ট করবার আগে ভালোভাবে জেনে নিয়ে তারপর কমেন্ট করবেন। হুদাই ফাউল পেচাল পারবেন না.

    Level New

    আমিও শুনেছি , Club Asteria scam হইতে দেরি নাই নাকি…।। আসল কথা উপরওয়ালা জানে।

      Level New

      আরেকটা কথা , Unipay2u, Visareb বন্ধ হয়ার আগ পর্যন্ত সবাই কে টাকা দিয়ে গেছে, এমনকি টাকা পাইনাই এমন কোন প্রমান ও ছিলনা। কিন্তু যেই দিন গেছে সব নিয়ে গেছে, কেঊ কিছু বলার সুযোগ পাইনাই, শাকিল ভাই কে ধন্যবাদ সাবধান করার জন্য। Club Asteria এই সব সাইট মুলত মানুষের টাকা মানুষ কে দেয়, তাই রেফারাল ছাড়া গতি নাই।

    samaun khalid collins আপনাকে বলছি আপনার কোন কিছু সম্পর্কে ভাল কোন আইডিয়া নেই বুঝাই যাচ্ছে।ক্লাউড সার্ভার,শেয়ার্ড সার্ভার,ডেডিকেটেড সার্ভার,ভিপিএস সম্পর্কে আপনার চেয়ে অনেক বেশী আমি জানি। টেকটিউনস একটা অবানিজ্যিক পাবলিক সাইট।টেকটিউনস CCO শাহজাহান ভাই এই সাইটের সব খরচ এবং CEO মেহেদী ভাই সম্পুর্ন সাইট দেখে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে।অবানিজ্যিক সাইট হওয়াতে এর কোন আয় নেই তাই ক্লাউড সার্ভারের খরচ যোগানো এত সহজ না। আর স্পিক এশিয়ার ব্যাপারেও আপনার কোন অভিজ্ঞতা নেই বোঝা যাচ্ছে।আপনার সাথে তর্ক করা আর ফুটো বেলুনে হাওয়া দেওয়া একই কথা।পারলে কিছু নিয়ে টিউন করেন যাতে আমরা শিখতে পারি অন্যরাও শিখতে পারে।ক্লাব এস্টেরিয়ার বৈধতা দেয়ার জন্য এত উঠে-পড়ে লেগেছেন কেন?নাকি ক্লাব এস্টেরিয়া সম্পর্কে ভাল কিছু বোঝানোর জন্য আপনাকে হায়ার করা হয়েছে ? 😉 ক্লাব এস্টেরিয়া নিয়ে আমার আর কিছু বলার নেই।আমাকে নির্দিষ্ট করে কমেন্ট করেছেন তাই উত্তর দিলাম।

    nishachor nayeem…. futo belune haoa debar kono dorkar nai…. jake telacchen tare bolen tar kache naki ki sob proman ache seta dekhate,, tailei r futo belune haoa debar dorkar nai… proman se nijei dekhate chaise….

    r speak asia nie amar gan ache kina seta nie r torke nai ba gelam….. ekta cmpany somporke tarai beshi janbe jara tar sathe involved. so, lets see the proof of mr. shakil arefin and lets finish this,,,,,

আবার আরেফিন ভাই ও অনেকে বলছেন যে তারা ১৮ মাস পরে তারা এত টাকা দিবে কিভাবে ।এটাও অনেক মজার বিষয় কারন কোন ইউজার যদি ৫০০ ডলার দিয়ে ফরেস্কে ট্রেড করে তাহলে এক রাতেই ১০০০ ডলার এর বেশি ইনকাম করা সম্ভব ।আবার সব ডলার হারানোও যায় মাত্র এক ক্লিকে ।
আর অনেক হাইপ সাইট আছে যারা নির্দিষ্ট কিছু দিনে ১০০ ডলার ইনভেস্ট করলে ১২০ ডলারের মত দেয় ।তো এই সাইট গুলো ২০ ডলার বেশি দেয় কিভাবে ।যে সাইট গুলো পেমেন্ট দেয় রেগুলার তারা এমন তো হতে পারে না যে তারা ফরেস্কে কাজ করে ।তাহলে কি বুঝলাম ???????????????
আর এখন এলার্ট পে ডলার পাওয়া যায়না গেলেও ৯৫ করে ।এই দাম গুলো কে বারাইছে ।
আর যত ডলার পাওয়া যায় অধিকাংশই সেল দেয় ঢাকাই ।আমার পরিচিত এমন ও মানুষ আছে যারা প্রতি সপ্তাহে ৫০০০ ডলারের মত সেল করে তারা কি ডলার বানায় নাকি ?।আর এটা আপনিও ভালো ভাবে জানেন । আর অনেক কেই দেখি এই সাইটে কাজ কইরেন না ওই সাইটে কাজ কইরেন না বইলা বেড়ায় কিন্তু তারাই প্রতি মাসে অনেক ডলার সেল করে তাতে কি বুঝা যায় ?

Level 0

সবাইকে ধন্যবাদ এমন একটি টিউনে অংশ গ্রহন করার জন্য।
আমি নবাগত। আমি মাঝে মধ্যে ফোরামে অংশ গ্রহন করি। তাই আগেই বলে রাখছি ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ক্লাব এস্টেরিয়ার প্রতি সবার আসক্ত দেখে আমি অতিশয় আশান্বিত।
তাই আমি বলতে চাই ‍''টাকা জ্বলে গেলেও কথা কইবে মোর সাথে তখন আপনার ভুবনে"।
আমি ক্লাব এস্টেরিয়া নামটি শুনেছি গত জানুয়ারী মাসে। একটি বিজ্ঞাপন থেকে। তখন থেকে জানার ইচ্ছার ছিলো এটা কি পিটিসি, হাইপ, ফরেক্স না অন্য কিছু। ফ্রীল্যান্সিং ছাড়া অনলাইন আয়ের এসব সাইটের আয়টা আমার কাছে একটি ঝুঁকিপূর্ণ আয় বলে মনে করি। আমি ফ্রীল্যান্সিং তেমন বুঝি না আর করিও না। কারণ আমি ভাই ইংরেজী ভাল বুঝি না। আর কম্পিউটারের বিভিন্ন রকম-সকমও ভাল বুঝি না। সত্য কথা বলতে দোষের কি। যাই হোক, ইদানিং ক্লাব এস্টেরিয়া সম্পর্কে বিভিন্ন ফোরামে/ব্লগে ভালই লেখালেখি হচ্ছে। ভালই লাগে পড়তে ও জানতে। বর্তমানে গোটা বিশ্বের প্রায় পৌনে তিন লক্ষ ব্যক্তি ক্লাব এস্টেরিয়ার সদস্য। ক্লাব এস্টেরিয়ার ব্যবস্থাপনা পরিচালক এন্ড্রু লুকাস -এর বিশ্ব ব্যাংকে তার চাকুরীটা নিয়ে শতভাগ সত্যতা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারি নি। এটা নিয়ে এখনও পর্যন্ত আলোচিত সমালোচিত হচ্ছে। এজন্য আমি ফ্রান্সের এক ভদ্রলোকের সাথে কথা বলে ছিলাম তো উনি বলেছিলেন, বিভিন্ন ফোরামে বিভিন্ন জন বিভিন্ন রকম লিখতে পারে, ওসব কিছু শোনার প্রয়োজন নেই। উনি এখন নেটওয়ার্ক ডাইরেক্টর হতে যাচ্ছে। হতে পারে উনিও আমার মত একজন। অতসত জানিনা ভাই পেমেন্ট পাচ্ছি কি না দেখ। ক্লাব এস্টেরিয়া 2009 সালের মাঝামাঝি থেকে তাদের যাত্রা শুরু করে। এখন পর্যন্ত তারা কোন সদস্যের পেমেন্ট দেই নাই এমন কোন প্রমাণ কোন ফোরামে বা ব্লগে আছে কি না আমার সন্দেহ আছে। তারা যেহেতু প্রতি সপ্তাহে পেমেন্ট দিচ্ছে তাই বলা যায় তারা শতভাগ সাফল্য। তাদের গায়ে কাঁটা লাগুক কেউ চাইবে না। আমিও চাইব না। এগিয়ে যাওয়াই লক্ষ্য। তাই বলব আমার কথায় এগুলো হলো ওয়েব ব্যবসা। যতদিন ওয়েব সাইট আছে ততদিন ব্যবসা আছে ওয়েব সাইট নেই তো ব্যব্সাও নেই। আর ব্যবসা মানেই ঝুঁকি। আর আমি ঝুঁকি নিতে ভালবাসি। আর তাই অনেক চিন্তাভাবনা থেকে গত এক মাস আগে ক্লাব এস্টেরিয়ার সদস্য হয়েছি এবং এ পর্যন্ত ছেচল্লিশ ডলার ক্যাশ আউট করেছি। আর বিশ ডলার মাসিক সাবস্ক্রিপশান ফী দিয়েছি। আর একটা জিনিস ক্লাব এস্টেরিয়া তার সাপ্তাহিক আয় থেকেই সকল সদস্যের মাঝে আনুপাতিক হারে প্রদান করে। ওদের সাইটে কোথাও লেখা নাই যে তাহারা প্রতি সপ্তাহে এত দিবে। মাসে এত দিবে। তবে হ্যাঁ, একজন গোল্ডেন সদস্যের সর্ব্বোচ্চ 20000 এস্টেরিয়া উত্তীর্ণ হলে সে মাসিক/সাপ্তাহিক তিন/চারশত ডলার আয় করতে পারবে। আর এটা আমাদের গণিত বিশেষজ্ঞ ভাইয়েরা তাদের গাণিতিক হিসাব নিকাশ থেকে আমাদের জানিয়েছেন। এটা হয়তো কমও হতে পারে। যদি ক্লাব এস্টেরিয়া আগামী বছর খানেক টিকে থাকে তাহলে আমরা মানে ক্লাব এস্টেরিয়ার সদস্যরা প্রচুর আর্থিক উন্নতি সাধন করবে এটা বলা যায় আর যদি না হয় তবে আপনারা বুঝে নিয়েন……………। স্বল্প পরিসরে বিস্তর বলা সম্ভব নয়। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন (skype: alinurm)। আমার ক্লাব এস্টেরিয়া লিংক https://www.club-asteria.com/member/register?refid=94178
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন; নতুন ইতিহাস গড়ুন।
সুন্দর বাংলাদেশ।। সাবাস বাংলাদেশ।। এগিয়ে যাও বাংলাদেশ।।
খোদা হাফেজ।।।

Sakil bhai khali ekta kotai bolbo joboker kotha neschoe janen.otai amar ek porecito onek tk rakcelo.amra nesed korce.sone nai.bole onekee to tk raktece.jobok onek boro company.oder onek keco ace.vagar kono karon nai.jai hok ses porjonto vaglo r unara…….kecodin age unipay2u nea amar bondoder shate erokom hoecelo.tara 10month a digon tk dea.r ekon unipay r ke obosta sobai jane.jai hok aj jara apnake teroskar korce kal tader choker paner oppeekkai………..sob sese ekta kotha bole.manus loovee porle sob vole jai.jouareder kotha neschoe janen.r manus nesso hoe sorbosanto hole sob boje kento tokon tar r kecoe korar thakena(mb coment)

হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা , হা ,হা , হা ,
মজাই লাগছে । তবে আমি তৌফিক ভাই , বুলবুল ভাই , সামাউন , সহ আরও সবাই যারা ক্লাব এস্টেরিয়া তে ইনভেস্ট করেছেন এবং ভাল আয় করছেন সবাইকে সুভ কামনা ও পহেলা বৈশাখ এর সুবেচ্ছা জানাচ্ছি । আমরা যারা ক্লাব এস্টেরিয়া থেকে আয় করি আমরা অবশ্যই বলব যে আমাদের সাইট ভাল । তবে এটা ও সঠিক যে আমরা সবাই জানি যে পে-আউট না করলে স্কাম হয়ে যায় বা পে-আউট করলে স্কাম না এটা সঠিক ধারনা হতে পারে না । তবে আমি এটুকু বলতে চাই যে অনবাক্স কে আমরা সহ সবাই স্কাম বলছি যার কারন এটা অনেকের পেমেন্ট আটকিয়ে দিয়েছে । কিন্তু যাদের পেমেন্ট আটকায়নি তারা তো আর এটাকে আর স্কাম বলবে না । আমরা সবাই জানি যে অনলাইন আয় এর ক্ষেত্রে পদে পদে আমাদের বিপদের সম্ভাবনা যেমন রয়েছে তেমনি আবার পদে পদে রয়েছে আয়ের সুজোগ আমি জানি না সাকিল ভাই কিসে হতে আয় করে অনলাইনে কিন্তু আপনি কি জানেন না যে আপনার আয়ের জন্য আগে আপনাকে পরীক্ষা করে দেখতে হয়েছে যে সাইট টি আসলেই পেমেন্ট করে কিনা বা কাদের করে এখনা আমাকে যদি কেউ এসে বলে যে স্পন্সারড রিভিউ সাইট টি পেমেন্ট করে না কিংবা লিঙ্ক ওরথ বা পে পার পোস্ট সাইট টি পেমেন্ট করে না তো আমরা বা আমি নিশ্চয়ই তাকে পাগল বলব কারন তারা বিশ্যব্যাপি স্বীকৃত আর কোন কারনে তারা পে-আউট বন্ধ করে দেয় তার মানে এই না যে তারা স্কাম হয়ে গেসে । আমার কাছে মুলত সেই সাইট টি বিশ্বাসযোগ্য যারা সবসময় সকলের কাছে স্বীকৃত বিশ্বাসযোগ্য নতুন হতে পারে কিন্তু তারা তাদের মান অক্ষুণ্ণ রেখে চলেছে আর টা দেখে অনেকের হিংসা হতেই পারে কারন তারা ভাল ভাবে চালিয়ে যাচ্ছে যা অনেকের ভাল না লাগতে পারে তাই বলে অন্ন্যের ভাল দেখতে পারছে না । আর আমি ক্লাব এস্টেরিয়ায় সব কিছুই ভাল দেখতে পাচ্ছি আর এর নামে কোন দুরনাম পাই নি ।সাকিল ভাই আপনি যদি কোন দুর্নাম পান যেহেতু এই বিতর্ক আপনি উঠিয়ে ছেন তাই প্রমান দেন তারপর কথা বলুন আমার এখন ও মনে আছে আমার একটি পোস্ট —–
কঠিন কিন্তু আয় বেসি নামে একটি পোস্টে আপনি বিপরীত ধর্মী কমেন্ট করেছিলেন তবে আমি কিন্তু সফল সেই সাইট থেকে আয় করে আর আমি যে পরিমান আয় করেছি আপনারা দেখেছেন আশা করি আমি বারবার পেপালে ডলার বিক্রয় করব বলে এড দিয়েছি । তাই যা সম্পর্কে আপনার কোন ধারণাই নেই বা যার সাথে আপনি জরিত নন টা নিয়ে কথা না বলাই ভাল । আর আপনি বড় মাপের টিউনার হতে পারেন তাই বলে আপনি যা ধারনা করবেন এবং যা বলবেন তাই যে সত্ত্য টা কিন্তু ঠিক নয় । আসা করি বুঝাতে সক্ষম হয়েছি আর আপ্নি হাইপ এর কথা বলেছেন আমি এবং আমার এক বন্ধু হাইপ থেকে এ পর্যন্ত ২০০০$
এর উপর আয় করেছি । মোট কথা অনলাইনে আয় করতে গেলে আপনাদের ঝুকি নিতে হবেই যা কখন ভাল হবে কখন খারাপ ।

সবাইকে আবার ও পহেলা বৈশাখ এর সুবেচ্ছা জানাচ্ছি এবং সকলের অনলাইন আয় ভাল এবং ব্রিধি পাক এই কামনা করি ।

    <<<যেহেতু এই বিতর্ক আপনি উঠিয়ে ছেন তাই প্রমান দেন তারপর কথা বলুন >>>…… প্রমাণ থাকলে তো দেবে….. এসব সস্তা জনপ্রিয়তা ছাড়া আর কিছুই না।

    Level New

    আরেকটা কথা , Unipay2u, Visareb বন্ধ হয়ার আগ পর্যন্ত সবাই কে টাকা দিয়ে গেছে, এমনকি টাকা পাইনাই এমন কোন প্রমান ও ছিলনা। কিন্তু যেই দিন গেছে সব নিয়ে গেছে, কেঊ কিছু বলার সুযোগ পাইনাই, Club Asteria এই সব সাইট মুলত মানুষের টাকা মানুষ কে দেয়, তাই রেফারাল ছাড়া গতি নাই।

    দেখুন ক্লাব এস্টেরিয়া সম্পর্কে যাচাই করতে বলেছি, যে পদ্ধতি এখনো সর্বজন স্বীকৃত নয় তা সম্বন্ধে যাচাই করতে বললে আপনাদের এত কেন লাগছে? নাকি এর পেছনে আপনাদের কোন দূরভীসন্ধি আছে? আপনাদের আচরন আসলেই রহস্য জনক।

    আর বাকিগুলো সম্পর্কে আমি এটা বলেছি যে চরম বিতর্কিত পদ্ধতি। এটা বলিনি করা যে আয় করা যায় না বরং বোঝাতে চেয়েছি হাইপ বা ক্যাসিনো বৈধ পদ্ধতি নয়। এখন আপনি যদি মনে করেন আপনি টাকা আয় করবেন বৈধ বা অবৈধ আপনার কাছে ব্যাপার না তবে এই লেখা আপনার জন্য নয়।

Level 0

হ্যালো,, এখন থেকে সব বিতর্ক অফ ।
নতুন সূর্য, নতুন প্রাণ
নতুন সুর, নতুন গান
নতুন ঊষা, নতুন আলো
নতুন বছর কাটুক ভালো
কাটুক বিষাদ,আসুক হর্ষ
শুভ হোক নব বর্ষ…….
নববর্ষ ১৪১৮এর শুভেচ্ছা 😀

ভয়ঙ্কর মৃত্যু ভাই হক কথা কইয়া ফালাইছেন ? কেউ নেট থেকে আর্ন করুন টি.টি এর অনেকে এটা চায়না ।আপনি ক্লাব এস্টেরিয়াতে কাজ করলে তাদের ঘরের টাকা গুলা আপনারে দিয়া দিব তাই তাদের মাথা ব্যাথা । আবার দেখে ন কিছু দিন পরপর টি.টি.দে এড দিব ডলার বেচার লাইগা । তা অন্য নামে নিজের নামে না আবার দেখা যায় কেউ এডসিন্স ইউজ করলে টিটির কিছু ছাগৃ আছে তারা সারাদিন ক্লিক মারে ভ্যান করার জন্য ।

Level 0

আমি বুলবুল ভাইয়ের সাথে সহমত পোষণ করছি।
এই তর্কের অবসান হওয়া উচিত।
কোন মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে অবগত নয়। আর ব্যবসা মানে ঝুঁকি। যারা ঝুঁকি নিতে পছন্দ করে। তাদের এ সাইটে স্বাগতম।
======================================
আসুন
নতুন বর্ষে নতুনের জয়গান গাই
যদি হারাইওবা কিছু তাতে কি আসে যায়
আমি না হয় হইলাম ক্ষতি তবে অন্যরে তো লইলাম তুলিয়া
তাই এই যাত্রায় ক্ষান্ত হই ভবিষ্যতের লাগিয়া।

Shakil Arefin….. hudai etosob falafali bad den, amarao bad dei….. apnar kache gie CA somporke jante hobe ken?? upore to khub vaB nia koichen je apnar kache naki proman ache…. r kotobar telate hobe seta dekhanor jonno??? proman ta dekhan, dekhe amra sobai chup hoe jai…… are mia, sot sahos thakle nijer kothar sopokkhe proman ache bollen, ta seta dekhate ki lojja lage naki?????

Level 0

ভাই জানেরা আপনাদের ধন্যবাদ জানাই ক্লাব এসটেরিয়া নিয়ে এত আলোচনা করার জন্য। অনেকে বলছেন খারাপ , আবার অনেকে বলছেন ভাল। তবে আমি বলতে চাই আমি 22-May-2010 হতে এই সাইটটির মেম্বার। এবং আমি সাইটিতে পেইড মেম্বার হই আরো ২ মাস পর। এই দুই মাস আমি ফ্রি মেম্বার থেকে রেফার করতে থাকি। এখন পর্যন্ত আমার ১ জন গোল্ড রেফার আছে। এই পর্যন্ত আমি ১৪৪৮ডলার ক্যাস আউট করেছি।
ক্যাশ আউটের স্ক্রিন শট হল:
http://www.webpagescreenshot.info/img/671324-414201170420PM

http://www.webpagescreenshot.info/img/135244-414201170712PM

আমি সাইটকে পে করেছি ২০০ ডলার।
আমি এটাও মানি যে , শুধূ টাকা দিলেই সাইটি ভাল নয়। তাতে আরও অনেক বিষয় সর্ম্পকযুক্ত। আমি জানি সাইটি একটি রেভেনিউ শেয়ারীং সাইট। সব সময় ইনকাম সমান আসে না। কম বেশি আসে।
প্রতিটি মানুষের মতামত দেবার অধিকার আছে। তবে আমাদের সকলেরই উচিত সঠিক তথ্যটি দেবার। কেননা দেখা যাবে আমার একটি ভুল তথ্যের জন্য অন্য একজন একটি সুযোগ থেকে বন্চিত হবে। তবে আমার মত হল , সাইটি পে করার ব্যপারে কোন সমস্যা করে না।

ধন্যবাদ সবাইকে
মো: আবদুল আজিজ

    Level 0

    কিন্তু আপনি মনে হয় বাংলাদেশী না, ভারতের রাইট?

Level 0

ভাই জানেরা আপনাদের ধন্যবাদ জানাই ক্লাব এসটেরিয়া নিয়ে এত আলোচনা করার জন্য। অনেকে বলছেন খারাপ , আবার অনেকে বলছেন ভাল। তবে আমি বলতে চাই আমি 22-May-2010 হতে এই সাইটটির মেম্বার। এবং আমি সাইটিতে পেইড মেম্বার হই আরো ২ মাস পর। এই দুই মাস আমি ফ্রি মেম্বার থেকে রেফার করতে থাকি। এখন পর্যন্ত আমার ১ জন গোল্ড রেফার আছে। এই পর্যন্ত আমি ১৪৪৮ডলার ক্যাস আউট করেছি।
ক্যাশ আউটের স্ক্রিন শট হল:
http://www.webpagescreenshot.info/img/671324-414201170420PM

http://www.webpagescreenshot.info/img/135244-414201170712PM

আমি সাইটকে পে করেছি ২০০ ডলার।
আমি এটাও মানি যে , শুধূ টাকা দিলেই সাইটি ভাল নয়। তাতে আরও অনেক বিষয় সর্ম্পকযুক্ত। আমি জানি সাইটি একটি রেভেনিউ শেয়ারীং সাইট। সব সময় ইনকাম সমান আসে না। কম বেশি আসে।
প্রতিটি মানুষের মতামত দেবার অধিকার আছে। তবে আমাদের সকলেরই উচিত সঠিক তথ্যটি দেবার। কেননা দেখা যাবে আমার একটি ভুল তথ্যের জন্য অন্য একজন একটি সুযোগ থেকে বন্চিত হবে। তবে আমার মত হল , সাইটি পে করার ব্যপারে কোন সমস্যা করে না।

ধন্যবাদ সবাইকে
মো: আবদুল আজিজ

তাই শাকিল ভাই কে অনুরোধ , club-asteria কে নিয়ে একটি টিউন করেন

কোন সাইট ভাল কিনা, স্পাম এটা গুগুলই ভাল জানে। http://www.prchecker.info/check_page_rank.php ভাল ফিল্যান্স সাইটের পেইজ রেংক থাকে। তবে Future – এ বুজা জাবে কার কথা ঠিক, ভাল সাইট হলে আমিও ইনভেস্ট করব। ভাল সাইট হলে পেইজ রেংক অবশ্যই থাকবে।

nice, you are right. but i am a freelancer. i have earned by adsense and odesk.is it any wrong path. i have a training center also. but i don't train any scam or illegal things. thank you.

Level 0

ধন্যবাদ শাকিল ভাই আপনাকে ।

আমি এত কিছু বুঝি না। ফ্রিল্যান্সিং এ বিড করে সুবিধা করতে পারি নাই, তাই গ্রাফিক্স রিভারে গ্রাফিক্স ডিজাইন করে সময় কাটাচ্ছি। ইদানীং ওয়েব ডিজাইন এর দিকে ঝুঁকেছি, কোড ক্যানিয়ন একটা প্রজেক্ট ইয়েও হয়েছে। একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরির কাজে হাত দিছি এইটা সফল হইতে পারলে থিম ফরেস্টেও আমার পোর্টফলিও হবে।
আচ্ছা শাকিল ভাই, Envato মার্কেটপ্লেস সম্পর্কে আপনার ধারণা কি? খুব ভালো মানের কাজ ছাড়া কিন্তু এপ্রুভ করে না।

Level 0

মোরা একটি রেফারেলের জন্য কমেন্ট করি….lol