অনলাইনে বাংলাদেশী টিভি চ্যানেল সমূহ দেখা যাচ্ছে বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে তার কয়েকটির তথ্য দেয়ার জন্যই এই টিউনটি করা। এসব সাইটের মধ্যে রয়েছে বাংলা আইটি ।এখানে গিয়ে চ্যানেল আই, এনটিভি,বাংলাভিশন বা এটিএন বাংলায় ক্লিক করলেই ওই চ্যানেল দেখা যাবে। আমাদের আড্ডা ওয়েবসাইটে গিয়েও বাংলাদেশী টিভিচ্যানেলসমূহ লাইভ দেখা যাবে। এছাড়া দেশ টিভির ওয়েবসাইট desh.tv তেও দেশ টিভি লাইভ দেখা যায়।
নিচের লিংক গুলোতে ক্লিক করে সরাসরি এইসব টিভি চ্যানেল গুলো দেখতে পারেন।
এনটিভি
চ্যানেল আই
বাংলাভিশন
এটিএন বাংলা
দেশ টিভি
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@কামরুল ইসলাম রুবেল—- আপনাকে বলছি… না আমি আপনার কমেন্ট এর সাথে দ্বিমত পেষন করছি না।সবচেয়ে বড় কথা আমরা সবসময় টিউনের প্রশংসা করি… আর আজ আমি আপনার কমেন্ট এর প্রশংসা করছি… অনেকদিন পর একটা ভালো কমেন্ট পেলাম ধন্যবাদ… 🙂
আর শাকিল ভাই কেউ ধন্যবাদ জানাচ্ছি… বিশেষ করে তার কমেন্ট গুলা তিনি এখন থেকে চিন্তা ভাবনা করে দেবেন , এই কারনে।।
ধন্যবাদ শাকিল ভাই। আপনার টিউনটি ভাল, ভেবেছিলাম টিভির নতুন কোন প্রযুক্তি সম্পর্কে বলবেন। কিন্তু ওদের কাজতো একেবারেই নিন্ম মানের। আর সরাসরি অনুষ্ঠানগুলো সম্প্রচার হয় না।
মৃদুল হায়দারের কথাটা ফেলে দেয়ার মতো নয়। আর mamun এর কথাটা সাপোর্ট করলাম না।….