ব্যাটারিতে চার্জ দেয়ার নতুন পদ্ধতি উদ্ভাবন

একটি আদর্শ ব্যাটারী অন্যতম গুন হবে দ্রুত চার্য হওয়া। অনেক দিন ধরে এই ব্যাপারে গবেষনা হলেও বাস্তবে আমরা এখনো এর দেখা পাইনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দেয়ার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যার সাহায্যে খুব দ্রুত মাত্র সেকেন্ডেই চার্জ সম্পন্ন হবে। থ্রিডি ন্যানো স্ট্রাকচারে নকশা করা এই চার্জিং পদ্ধতি ব্যবহার করে মোবাইলের পাশাপাশি মিনিটের মধ্যেই ল্যাপটপে চার্জ দেয়া যাবে

থ্রিডি ন্যানো স্ট্রাকচারের নকশা করেন http://illinois.edu/ এর গবেষকরা। গবেষকরা জানান, এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির জন্য প্রয়োজনীয় উচ্চশক্তির লেজার এবং ডিফেব্রিলেটরও চার্জ করা যাবে। এর ফলে অপারেশন চলাকালেও প্রয়োজনে চার্জ দিয়ে নেয়া যাবে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ন্যানো টেকনোলজি সাময়িকীতে। গবেষক ব্রাউন জানান, ব্যাটারিতে চার্জ দেয়ার এই পদ্ধতিটি ব্যাটারিতে শক্তি ধরে রাখতে ক্যাপাসিটরের মতো কাজ করতে পারবে। সংবাদ মাধ্যমটি জানায়, গবেষকদের উদ্ভাবিত এই ইলেকট্রোড পদ্ধতিটি ১০ থেকে ১০০ গুণ দ্রুত চার্জ করতে পারে।

এই প্রজেক্টের পরিচালক Paul Braun বলেছেন,

We like that it’s very universal, so if someone comes up with a better battery chemistry, this concept applies. This is not linked to one very specific kind of battery, but rather it’s a new paradigm in thinking about a battery in three dimensions for enhancing properties.

জানা গেছে, বর্তমানে প্রচলিত সব ধরনের ডিভাইসেই এই চার্জিং পদ্ধতি ব্যবহার করা যাবে

সংগ্রহ ইন্টানেটঃ প্রকৃত লেখক মোঃ আহনাফ

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাটি এখান থেকে নেওয়া http://tech.bdnews24.com/details.php?shownewsid=1960

টেকটিউনসের নিয়ম # ১.৮ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

তাই সুত্র দিতে পারতেন।

    আপনাকে ধ্যবাদ…….আপনি যে লিংক দিয়েছেন সেখানে পুরো কপি পেস্ট করা……আমি টুইন টি আপডেট করেছি প্রকৃত লেখকের নাম দিযেছি…….একদম নিছে দেখে নিতে পারেন……আর আমি আপনার লিংক টি দেখিনি দেখলে টুইন করতাম না।

ধন্যবাদ ভাই .সৌদি থেকে আবার জাপান কবে গেলেন ? আর পেপাল এ্যাকাউন্ট তো ভেরিফাই করে দিলেন না । একবার কার্ড এ্যাড করে ভেরিফাই করার পর কার্ড রিমোভ করলে সমস্যা হবেনা ।

    আমি চেষ্ঠা করছি এ্যাকাউন ভেরিফাই করার…..করে আপনাকে জানাবো…..আমি সৌদিতে আছি আনেক রাসেল আছে তাই জাপান লেখা…….ধন্যবাদ

Level 0

ki likheso na buje

ভাই চালাইয়া জান। তবে একখানা প্রশ্ন আমার আপনার প্রেপাইলে ছবি লাগান কি ভাবে। দয়া করে জানাবেন। ইতি তারেক । চট্রগৃাম। ০১৮৩৯০০৭৭৪৪