রবি সোস্যাল প্যাক 2019. রবি গ্রাহকদের জন্য সুপার সোস্যাল প্যাক offer. রবি 1জিবি ইন্টারনেট মাত্র 42 টাকা. প্রত্যেক রবি গ্রাহক সোস্যাল প্যাক কিনতে পারবে। এই প্যাকেজটি দিয়ে Facebook & Whatsapp ব্যবহার করতে পারবেন। রবি সবচেয়ে কমদামে গ্রাহকদের সুবিধার জন্য এই ইন্টারনেট প্যাকটি প্রদান করেছে। আপনি চাইলে অফারটি ক্রয় করতে পারবেন। বর্তমানে সোস্যাল প্যাক ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি কারণে, গ্রাহদের সুবিধার জন্য রবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্যাকেজটি প্রকাশ করে। কিন্তু আমাদের ওয়েবসাইটেও অফারটি প্রকাশিত হয়েছে। এখান থেকে Robi সোস্যাল প্যাক নিতে পারবেন।
রবি বাংলাদেশের সেরা Telecommunication নেটওয়ার্ক সার্ভিস কোম্পাণী। তাদের প্রধান কাজ হলো গ্রাহদের নেটওয়ার্ক সেবা প্রদান করা। প্রত্যেক গ্রাহকের সুবিধার্থে ইন্টারনেট অফার, মিনিট অফার, Social Pack কম খরচে প্রদান করা। প্রতিদিন হাজার হাজার মানুষ রবি ইন্টারনেট সেবা গ্রহন করে থাকে। তাদেরকে সবসময় খুঁশি রাখার জন্য Social Pack টি প্রদান করেছে।
এখন রবিতে 1 জিবি Social Pack মাত্র 42 টাকা। রবি 1 জিবি Facebook & Whatsapp দুর্দান্ত সামাজিক প্যাক। এই অফারটি পেতে ডায়াল করুন *123*250#. অফারটির মেয়াদ 30 দিন। সোস্যাল প্যাক অফারটি 24 ঘন্টার মধ্যে যেকোন সময় ব্যবহার করতে পারবে। এই ওয়েবসাইটে অন্যান্য সিমের ইন্টারনেট প্যাকেজ দেওয়া আছে, আপনি এখানে অফারগুলো দেখতে পারেন।
How to check - JSC Result 2019
আমি আবির সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।