ইউটিউব মার্কেটিং কি? অনলাইন মার্কেটিং কি? ভিডিও মার্কেটিং কি? ২০১৯

ইউটিউব মার্কেটিং কি?

আমরা কম-বেশি সবাই জানি ইউটিউব হচ্ছে একটা Video Sharing Platform এবং পৃথিবীর সকল ভিডিও শেয়ার সাইটের মধ্যে ইউটিউব সবথেকে জনপ্রিয় এবং ইউজার বান্ধব। সুতরাং বুঝতেই পারছেন ইউটিউবে দৈনিক কি পরিমান Visitor আসে। এদের কাছে ইউটিউবে ভিডিও আপলোড এবং শেয়ারের মাধ্যমে কোন পণ্যের বা সেবার পরিচিতি পৌঁছে দেওয়াই হচ্ছে ইউটিউব মার্কেটিং। এক কথায়, ইউটিউব ভিডিও এর মাধ্যমে কোন পণ্য বা সেবার মার্কেটিং করাকেই ইউটিউব মার্কেটিং বলে।

অনলাইন মার্কেটিং কি?

একটা সময় অনলাইন আয়ের প্রথম দিকে মানুষ শুধু Outsourcing বা Freelancing করতো। এই ক্ষেত্রে দেখা যেত, বাহিরে থেকে টাকাটা দেশে আনা অনেক কষ্টকর ও ঝামেলাদায়ক হত। কিন্ত ফ্রিলান্সাররা ধীরে ধীরে বুঝিতে পারল Client আমাদের থেকে যেই কাজ গুলো করিয়ে নেয় সেই কাজ গুলো তাদের কি কাজে লাগে এবং বাহিরের ক্লায়েন্টরা অল্প কিছু ডলারের বিনিময়ে মোটা অঙ্কের ডলার কাজ করিয়ে নিতো।

আবার মাঝে মাঝে দেখা যেত ফ্রিল্যান্সাররা কাজ শেষ করে সঠিক মজুরি পেত না। সুতরাং, এখন বুঝতেই পারছেন যদি আপনি অনলাইন মার্কেটিং এর এধরনের প্রজেক্ট পরিচালনা করেন বা এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার কাজের Experience হয়ত বাড়বে কিন্ত আপনার আয়টা হবে না। তাই আপনার আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনা করলে ফ্রিল্যান্সিং কোন ভাবেই আপনার জন্য নিরাপদ নয়। তবে এটা ঠিক অনেক Online Marketer শুধুমাত্র মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেই অনেক টাকা আয় করে থাকেন।

আরো পড়ুন- এসইও কি? কিভাবে এসইও করবেন?

ইউটিউব কি?

ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে মানুষ তার পছন্দের বিষয়ের উপর ভিডিও দেখতে পারে এবং চাইলে নিজের তৈরি করা ভিডিও ফ্রিতে Publish অথবা হোস্ট করতে পারে। ২০০৫ সালের ডিসেম্বর মাসে ৩ জন প্রতিষ্ঠাতা মিলে ইউটিউব ওয়েবসাইট টি শুরু করে তাদের নাম হচ্ছে- জাভেদ করিম, চ্যাড হার্লি এবং স্টিভ চেন। শুরু করার মাত্র এক বছরের মধ্যে ইউটিউব অসাধারন জনপ্রিয়তা অর্জন করে।

পরবর্তিতে ২০০৬ সালে গুগল ইউটিউবকে কিনে নেয় ১.২ বিলিয়ন ডলারে। ভিডিও ক্রিয়েটরদেরকে ভিডিও পাবলিশ করার জন্য ইউটিউব Payment করে থাকে তাদের Advertising Revenue থেকে। যার কারনে বিশ্বের বিভিন্ন দেশের লাখো কোটি মানুষ ইউটিউবে Video Upload করতে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর। যেটা ইউটিউব দ্রুত জনপ্রিয় হয়ে উঠার অন্যতম একটি কারন। ব্যবহারকারিদের দিক থেকে ইন্টারনেটের জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে ইউটিউব হচ্ছে অন্যতম।

বর্তমানে প্রতি মিনিটে তিনশ ঘণ্টারও বেশি ভিডিও আপলোড হয়ে থাকে ইউটিউবে। মাসে ১.২ বিলিয়ন মানুষ ইউটিউব ওয়েবসাইটটি ভিজিট করে। প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ভিডিও মানুষ ইউটিউবে দেখে থাকে। ৫০ মিলিয়নেরও বেশি ইউটিউবার রয়েছে যারা প্রতিনিয়ত Video Upload করে থাকে। ইউটিউবের বর্তমানে বার্ষিক আয় প্রায় ১৩ বিলিয়ন ডলার যা দিন দিন বেড়েই চলেছে।

ভিডিও মার্কেটিং কি?

মার্কেটিংয়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে শব্দ থেকে ছবির বেশি মূল্যবান। তাই প্রচারণার ক্ষেত্রের ছবির বেশ ভূমিকা রয়েছে। সেই সাথে ছবিটি ভিডিও হলে দ্রুতই পণ্যের প্রতি গ্রাহকের নজর আকর্ষণ সম্ভব হবে। ভিডিও তৈরি করে কোনো Product Marketing করাকেই সাধারণত বলা হয় ভিডিও মার্কেটিং। ইউটিউবের মত পাবলিক ভিডিও শেয়ারিং সাইটকে সহজেই একটি কার্যকর অনলাইন মার্কেটিং মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।

বিস্তারিত জানুন- ইউটিউব মার্কেটিং কি? কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়?

Level 1

আমি আরিয়ান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস