মাত্র ১০০০টাকায় আনলিমিটেড রিসেলার হোষ্টিং কিনুন

আস্‌সালামু আলাইকুম,

তো শুরতেই বলবো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।

আজ অনেকদিন পর উপকারি টিপ্স দিতে পারবো বলে নিজের কাছে অনেক আনন্দিত মনে হচ্ছে।

তো চলুন আমরা শুরু করি আনলিমিটেড রিসেলার হোষ্টিং ক্রয় সম্পর্কে।

আপনাদের আজ এই টিউন দেওয়ার একমাত্র কারণ হলোঃ

আপনার অনেকেই রিসেলার হোষ্টিং নানা জায়গায় থেকে ব্যবহার করতেন। কিন্তু সব চেয়ে বড় সমস্যা হয়েছে সিপ্যানেল লাইসেন্স এর দাম বাড়ার কারণে। যে কারণে কোথায় থেকে কম টাকায় রিসেলার হোষ্টিং কিনবেন তাও আবার আনলিমিটেড সিপ্যানেল? হ্যা আনলিমিটেড সিপ্যানেল সহোই রিসেলার হোষ্টিং কিনতে পারবেন। তো চলুন শুরু করিঃ

প্রথমে, আমরা যারা না জানি সিপ্যানেল লাইসেন্সের দাম বেড়েছে তাদের দেখাতে চাই একটু বিস্তারিত। সকলে পুরো পোষ্টটি দেখবেন তাহলেই আমার লেখা ও আপনাকে উপকার করা সার্থক হবে।

সিপ্যানেলের পুরাতন লাইসেন্স এর দাম ছিলো $14.95 ডলার যার বাংলা টাকায় আনুমানিক 1220 টাকা প্রতি মাস সাথে আনলিমিটেড সিপ্যানেল তৈরি করার সুযোগ ছিলো সকল কম্পানির।

এখন আর সিপ্যানেল কম্পানি থেকে $14.95 ডলার এর  এই অফারটি কোন কম্পানি পাবে না তাই সকল কম্পানি তাদের ওয়েব হোষ্টিং ও রিসেলার হোষ্টিং এর দাম বাড়াতে শুরু করেছেন। তো চলুন আগে জেনে নিই কোন কারণে দাম সকলে বাড়াচ্ছেঃ

সিপ্যানেলের বর্তমান মূল্যঃ  অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাইস দেখতে অথবা ইস্কেনর্ষ্ট দেখুন এখানে ক্লিক করুন

Solo প্যাকেজ - ১টি একাউন্ট তৈরি করা যাবে - দাম 15$ অথবা 1, 220টাকা আনুমানিক।

Admin প্যাকেজ - ৫টি একাউন্ট তৈরি করা যাবে - দাম 20$ অথবা 1, 600টাকা আনুমানিক।

Pro প্যাকেজ - ৩০টি একাউন্ট তৈরি করা যাবে - দাম 30$ অথবা 2, 400টাকা আনুমানিক।

Premier প্যাকেজ - 100টি একাউন্ট তৈরি করা যাবে - দাম 45$ অথবা 3, 600টাকা আনুমানিক। (১০০টির অধিক যতগুলো সিপ্যানেল থাকবে প্রতিটির সাথে 0.20$ অথবা ১৭টাকা করে যোগ করতে হবে)

তো আমরা সিপ্যানেলর দাম দেখলাম।

এখন দেখবো কিভাবে ১০০০টাকায় আনলিমিটেড সিপ্যানেল পাওয়া জায় তার বিস্তারিত দেখবোঃ

অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেনঃ ভিজিট করতে ক্লিক করুন

উপড়ের ফটোতে তাদের ওয়েবসাইট এর দাম ও প্যাকেজ এর বিবরণ সম্পকে ইতিমধ্য আমরা সব কিছু জেনে গিয়েছি। তবে এখন আমাদের যে সকল বিষয় জানা দরকার তা হলো তাদের সার্ভিস কেমন?

প্রথমতো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো তাদের সার্ভিস অনেক ভালো আমি নিজেই 4/5মাস ধরে ব্যবহার করে আসছি।

আপনারা চাইলে তাদের ওয়েবসাইটের কাষ্টমার রিভিউ দেখতে পারেন।

তাদের কথা আমি এত বলবো না তবে সার্ভিস ভালো, সাথে ২৪ ঘন্টা লাইভ চ্যাট সাপোর্ট, কল সাপোর্ট ও কোন কাষ্টমার এর সমস্যা হলে এনিডেস্ক অথবা টিমভিউয়ারে এসে তারা সমাধান করে দিয়ে থাকেন।

তাদের অফিস রয়েছে ঢাকাতে, চাইলে আপনার অফিসে গিয়ে সকল প্রকার তথ্য জেনে অথবা বুঝে কিনতে পারেন।

তাদের 30 দিনের মানিব্যাক গ্রান্টি রয়েছে ফলে আপনি কোন প্রকার চিন্তা ছাড়াই তাদের কাছে থেকে সার্ভিস নিতে পারেন।

তাদের অফিসঃ 77 সেন্টাল রোড, ধানমন্ডি, ঢাকা-1205। মোবাইল ঃ 0178-003-2784, 0197-003-2784 (বি.দ্র: তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিকানা সংগ্রহিত)

 

ধন্যবাদ,

আমার এত বড় করে লেখা টিউন এতক্ষণ ধরে থৈর্য করে পড়ার জন্য। আরো ভালো ভালো টিউন যেনো আপনাদের কাছে শেয়ার করতে পারি যে জন্য আমার জন্য সকলে দোওয়া করবেন।

 

Level 0

আমি মনিরুদ আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস