আসক্তি কথাটা ভীতিকর শব্দ। যার সাথে প্রায় সবাই পরিচিত। আসক্তি শব্দটা মূলত ব্যবহার হয় মাদকের ক্ষেত্রে। কেউ মাদকাশক্তি হয়ে গেলে তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। পরিবার, সমাজ, তথা বন্ধু বান্ধব, এমনটি পিতা মাতার সাথেও বিরুপ আচরন শুরু করে। যে মাদকাসক্ত সে কিন্তু সবই বুঝতে পারে যে, সে যে পথে পা বেড়িয়েছে সেটা তার ঠিক হয়নি। কিন্ত তখন সবকিছু বুঝতে পেরেও কিছুই করার থাকে না। সে প্রতিনিয়ত মাদক নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাপিত হয়। তার আচরনে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়।
কিন্তু তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের একটি চমৎকার বিষয়ের সঙ্গে আসক্তির মত ভয়ংকর একটা শব্দ জুড়ে দেয়া হলো সেটি নিয়ে অনেকেই অবাক হচ্ছে। যাদের ঘরে কম্পিউটা আছে, তারা অনেকেই ইতোমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে রীতিমত বাড়াবাড়ি করছে। যে গেম এর প্রতি আসক্ত সে যখন গেম খেলে তখন তাকে জরুরী কোন কাজে ডাকলেও সে ডাকে সাড়া দেয় না বা অনেক দেরীতে সাড়া দেয় যেন সে মহা বিশ্ব জয় করতে আর কিছু সময় বাঁকী। সে খেলা থেকে উঠতেই চায় না। এটাই তার আসক্তি।
আবার এমনও দেখা যায় যাদের ঘরে কম্পিউটার ও ইন্টানেট কানেকশন আছে তাদের তো কথাই নাই। ফেসবুক একাউন্ট আছে তারা ঘন্টার পর ঘন্টা ফেসবুক একাউন্ট নিয়ে সময় কাটান। ভুলেও মনে করেন না আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে আমার পরীক্ষার রেজাল্ট ভাল করতে হবে আমার ভবিশ্যত আমাকে গড়তে হবে। আমি ভাল রেজাল্ট না করলে ভাল মানের কলেজে ভর্ত্তি হতে পারবো না। নিজের ভবিষ্যত নিজেই ধ্বংস করে ফেলছি। এখন এমন এক সময় এসেছে ছেলেকে বারবার পড়ার কথা বলওে পড়তে চায় না। ছেলের চিন্তা চেতনা শুধু কম্পিউটার গেম, ফেসবুক ও এমবি শেষ হল কিনা? এমবি শেষ হলে কোন অফার দিয়ে বেশী এমবি পাওয়া যাবে এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের গেম যেমন: মিনিমিনি শেয়ার, ক্লাশ অব ক্লেন, পাবজী গেম এতই আসক্তি যে কোন অবস্থাতেই তাকে সেখান থেকে ফেরানো যাচ্ছে না।
পিতা মাতা সংক্তিত ছেলের মেয়ের ভবিষ্যত নিয়ে। একজন মাদক সেবী যেন জেনে বুঝেও মাদক সেবন করে যাচ্ছে তেমনি কম্পিউটার গেমও জেনে বুঝে খেলে যাচ্ছে। বিষয়টি এমন যে সে মাদক সেবনকারীর মত গেমের প্রতি আসক্তি হয়ে গেছে। অনেক সময় দেখ যায় যে ছেলে বা মেয়েটি কম্পিউটার গেম আসক্ত তার আচর আচরন অনেক পাল্টে যায়। সে বাবা মার সাধে খারাপ আচরন করে। অনেক সময় দেরীতে ঘরে ফেরে জানতে চাইলে বলে বন্ধুদের সাথে ছিলাম, ছেলেটি অবশ্যই বন্ধুদের সাথে ছিল ঠিকই কিন্তু সে ইন্টারনেট গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল।
তার খেলার মিশন শেষ না হওয়া অবধি সে ঘরে ফিরে নাই। তাই প্রতিটি পিতা মাতার প্রতি অনুরোধ প্রতিটি সময়ের জন্য তার খেয়াল রাখুন। ছেলে মেয়ের সাথে বন্ধু সুলব ব্যবহার করুন। ছুটির দিনে ছেলে মেয়েকে নিয়ে বাইয়ে বেড়াতে পারেন। কিশোর বয়স থেকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি আপনার ছেলে মেয়ে কোনভাবে কম্পিউটার ও ইন্টারনেট গেমের প্রতি আসক্তি হয়ে যায় তবে জানবেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যত অন্ধকার।
আমি মাহাদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে ভীষণ আগ্রহী