হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজকের এই টিউন টি সাজানো হয়েছে হ্যাকিং এর উপর লেখা কিছু PDF বই নিয়ে
সাথে কিছু আলোচনা এবং ডাউনলোড লিংক তো থাকবেই।
হ্যাকিং কি? কেন? খায় না মাথায় দেয়?
এসব টপিক নিয়ে আলোচনা করতে আসিনি কারন এ নিয়ে সবাই কম বেশী জানে।
আর Secret জিনিস গুলোর উপরেই মানুষের আকর্ষন বেশী হয়ে থাকে সেটা আশা করি বলে বোঝাতে হবেনা।
তাছাড়াও অনেকে হয়তো বই ডাউনলোড করার জন্য খুজতে খুজতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই চলে এসেছি আপনাদের মাঝে হ্যাকিং সম্পর্কীয় পিডিএফ নিয়ে।
একটা সময় (অতীতে) হ্যাকার মানেই চোর ধারনা করে তার থেকে সবাই দূরে থাকতো কিন্তু সে সময় আর আজকের সময় অনেক ব্যতিক্রম আজকের যুগে হ্যাকারদের তুলনা করা হয় পৃথিবীর এলিয়েনের সাথে হয়তো তার একটাই কারন হতে পারে কারন হ্যাকাররাই হলো সত্যিকারের এলিয়েন। না যাই এসব অফ টপিকে আসুন ফিরে আসি মূল টপিকে।
আজকের পিডিএফ ডাউনলোড করার আগে আমার একটা কথা শুনে নিন আর তা হলো বইগুলো পড়ে হ্যাকার হওয়া যাবে কিনা তা জানিনা কারন এটা এত সহজ নয় এখান থেকে হয়তো পাবেন কিছু সাধারন জ্ঞান অথবা Expert দের আত্মকাহিনী। একজন হ্যাকার হতে হলে থাকতে হবে ভাল জ্ঞান এবং যথেষ্ট ধৈর্য্য আর অভিজ্ঞতা ত অবশ্যই। তাছাড়াও শুধু জানা থাকলেই তো আর সব হয়ে যায়না বড় বড় কাজ গুলো করতে দরকার হবে কার্যভেদে ডিভাইস। এছাড়াও একজন হ্যাকার মুহূর্তেই হ্যাকার হয়ে যায়না দেখা যায় কোডিং নিয়ে ঘাটাঘাটি করতে করতে একসময় সে অর্জন করে ফেলে প্রাথমিক জ্ঞান আর সেই প্রাথমিক জ্ঞান দিয়ে কাজ করতে করতে হয়ে উঠে Expert আর এই Expert রা একসময় হয়ে উঠে Professional এর এই Professional দের মাঝে থেকে বের হয় একজন হ্যাকার। তবে হ্যা যারা হ্যাকারদের ভাব নিয়ে চলে তাদের বলা যেতে পারে ল্যামার (অল্প বিদ্যা ভয়ঙ্কর)। আমাকে যদি জিজ্ঞাসা করে বসেন আমি কি হ্যাকার তাদের বলবো আমি সব কিছু জানতে পছন্দ করি প্রতি ঘন্টায় নতুন কিছু শিখতে পছন্দ করি নতুন সব উদ্ভট জিনিস বানাতে পছন্দ করি এর বেশী আর কিছু না।
উপরে রইলো আজকের টিউনের মূল বিষয় বস্তু আর বলে নেওয়া ভালো হবে এগুলো আমি অনেক আগে থেকে সংগ্রহ করেছি কিছুটা জ্ঞান লাভের আশায় এরকম অনেক আছে তবে সব কিছু জন মাধ্যমে শেয়ার করা উচিৎ হবেনা।
এতে হিতে বিপরীত হতে পারে।
যেহেতু এগুলো বেশীরভাগ পুরনো এবং নতুন এর মিশ্রন ডাউনলোড করা না করা আপনার ইচ্ছা বা অভিমত।
উপরের বই গুলো পড়ে হ্যাকার হতে পারবেন কিনা জানিনা তবে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন আর সবগুলো বই ইংরেজী ভাষায় আশা করি সমস্যা হবেনা।
আজকে আমি বই গুলো নিয়ে কোন রিভিউ দিচ্ছিনা কারন হয়তো সব জিনিসের রিভিউ দরকার হয়না আর এগুলো এমন জিনিস যা খুঁজে নিতে আপনাকে বাধ্য করবে আপনার মন।
A Beginners Guide To Hacking Computer Systems
Backtrack Advance Hacking Tutorials
A Beginners Guide To Hacking Computer Systems
Hacking Databases for Owning your Data
Black Hat Workshop - Hardware Reverse Engineering: Access, Analyze, & Defeat
Black Book of Viruses and Hacking
Blind SQL Injection Discovery & Exploitation
Dangerours Google Hacking Database and Attacks
Computer Viruses, Hacking and Malware attacks for Dummies
Cross Site Scripting and Hacking Websites
defcon-17-joseph_mccray-adv_sql_injection
Hacking attacks and Examples Test
Hackers High School 13 Complete Hacking E-books
Web Services Hacking and Hardening
Cross Site Scripting For Dummies
Web App Hacking (Hackers Handbook)
Vulnerability Exploitation website Hacking for Dummies
Secrets of Super and Professional Hackers
তো আর কি ডাউনলোড করে হারিয়ে যান আপনার হ্যাকিং এর দুনিয়ায়।
চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন যদি সময় থাকে
DarkMagician
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician