ডাউনলোড লিঙ্ক বানিয়ে মাসে ১০০ ডলার পর্যন্ত আয় করুন

ফাইল আপলোড ও ডাউনলোড লিঙ্ক বানিয়ে মাসে ১০০ ডলারের চেয়েও বেশি অর্থ উপার্জন করুন

নমস্কার প্রিয় টেক বন্ধুরা,

অনলাইন-এ আমরা সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। তার মাঝে সাঝে যদি অল্প পরিশ্রমে কিছু অর্থ উপার্জন করা যায় তাহলে অবশ্যই এটা ভালো কাজ হবে। কিছু না করার চেয়ে কিছু করা অনেক ভালো। তো চলুন শুরু করা যাক। আগেই জানিয়ে রাখি এখানে যেসমস্ত ওয়েবসাইট ও URL ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে একটিও affiliate link নয়।

প্রথমে আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন

উপরের মতো ছবি আসলে ডানপাশে কোনার দিকে make money লেখা ডলার সিম্বলটির ওপর ক্লিক করুন।

এবার register now বাটন-এ ক্লিক করুন ওপরে দেওয়া ছবি অনুযায়ী। রেজিস্টার করার সময় আপনার ইমেল আইডি লাগবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনি লগ ইন করে আপনার ফাইল আপলোড করতে পারেন। যখন ওই ফাইল কেও আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবে তখন আপনি -এর রেভিনিও পাবেন।

 

উপরে দেওয়া ছবির মতো আপনি আপলোড বাটন-এ ক্লিক করে আপনার ডকুমেন্ট আপলোড করতে পারবেন এই সারভারে।

  • কিভাবে এবং কত টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন?
  • এই সাইটিতে স্পস্টভাবে লেখা রয়েছে যে প্রত্যেক ১০০০ ডাউনলোড-এ আপনি ২১ ডলার পর্যন্ত পেতে পারেন। তবে এখানে আপনাদের কোনোভাবেই ঠকানোর উদ্দেশ্য আমাদের নেই। এগুলি বিশেষ দেশের জন্য যেমন ঃ Tier 1 = 21 $, Tier 2 = 12 $, Tier 3 = 6 $, Tier 4 = 2 $। আপনার দেশ যে টিয়ার-এর অন্তরগত সেই অনুযায়ী আপনি আয় করতে পারবেন। তবুও কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। আর এই সাইট থেকে আপনার আয় বাড়ানোর আরও একটি প্রক্রিয়া রয়েছে, আপনার যদি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে ডাউনলোড লিঙ্কে আপনি এই সাইটটিকে ব্যবহার করতে পারেন। বিভিন্ন অ্যাপস এবং সফটওয়ারও আপনি আপলোড করে আপনার ব্লগে তার ডাউনলোড লিঙ্ক দিতে পারেন। দুইভাবেই আপনার আয় হবে। তবে কিছু আপলোড করার আগে ওই ফাইলকে আপনি winrar দিয়ে কমপ্রেস করে নিন তারপর আপলোড দিন। তাহলে কপিরাইট সমস্যা হবে না।
  • শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস