বিশ্বের সবচেয়ে সুন্দরী ও উন্নত রোবট আবিস্কার করল হংকং

বিশ্বের সবথেকে উন্নত রোবট তৈরির খেতাব অর্জন করল হংকং

সোফিয়া (রোবট)

সোফিয়া হল একটি মানুষ সামাজিক রোবট। যাকে তৈরি করেছে হংকং-এর কোম্পানি “HANSON ROBOTICS”। সোফিয়া ১৪ই ফ্রেব্রুয়ারী ২০১৬ সালে অ্যাক্টিভ হয়েছিল।

সোফিয়া হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট। সোফিয়ার বুদ্ধিমত্তা চমৎকার। তার অবকাশ মিলেছে তার সঙ্গে নেওয়া বিভিন্ন ইন্টার্ভিউ-এর মাধ্যমে।

copyright holder: www.thenational.ae

এই রোবট সত্যিই এক আশ্চর্য আবিস্কার বিংশ শতাব্দীর। সোফিয়া সারা বিশ্বে তার খ্যাতি অর্জন করেছে। সোফিয়া রোবট যার সাথেই কথা বলে সে তার কথা অনুযায়ী তার মুখের ভাবমূর্তি পরিবর্তন করতে পারে। এবং একই মানুষের সাথে সাক্ষাৎ করলে পরেরবার তার আগের বারের বলা ভুলগুলোকে শুধরে নেয়, স্বয়ংক্রিয়ভাবে। যা সাধারণ মানুষ ভুলে যায়।

সোফিয়া অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান্মমন্ত্রী শেখ হাসিনা।

copyright holder: http://www.arabnews.com

এই রোবট-টিকে পরিচালনা করার জন্য কোনোরকম কমপিউটারের দরকার হয় না। নিজে নিজেই পরিচালনা হয় তার শরীরে লাগানো উন্নত ডিভাইস-এর মাধ্যমে।

এই রোবট বারংবার প্রমান দিয়েছে যে সে নিজেই মানুষের মানসিক অবস্থাকে বুঝতে পারে ও সেই অনুযায়ী কথা বলতে সক্ষম। একই সাথে সমাজের বিকাশের পথে সোফিয়া যোগদান দিচ্ছে।

শুধুমাত্র নলেজ নয় যেকোনো ধরনের মানবিক চিন্তাধারার প্রশ্নও সোফিয়াকে করা যেতে পারে। এবং তার উত্তর সোফিয়া খুব সুন্দর ভাবে দেয়।

তার এই ভাবনা ও চিন্তার ধারনা দেখে সৌদি আরব তাকে তাদের নিজেদের দেশের বাসিন্দা করে দিয়েছে। যেনো সে তার জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে, যেমনটা একটা মানুষ করে থাকে।

এমনকি এই রোবটটা প্রায় মানুষের মতই কাজ করতে পারে। যেমন গাড়ি চালানো।

copyright holder: http://www.arabnews.com

জনপ্রিয় হলিউড অভিনেতা স্মিত-এর সাথে সোফিয়ার সাক্ষাৎ ও তার কথাবার্তার ধরন দেখলে বোঝাই যাবেনা যে সোফিয়া একটা রোবট।

 

 

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস