Nokia Ovi store থেকে PC তে Download

নকিয়া অভি store  এর কথা আমরা কম বেশি সবাই জানি | এটি নকিয়া এর একটি বিশেষ service তার ব্যবহারকারীদের জন্য | অভি store এ প্রচুর aplication,games ,ও themes আছে, কিন্তু সমস্যা  হলো এই software  গুলো সরাসরি অভি store থেকে pc তে download  করা যায় না | Registration করার পর কোনো software  download  করতে চাইলে অভি store  থেকে mobile  এ  sms  এর মাধ্যমে একটি download  লিঙ্ক পাঠানো হয় যা mobile থেকে Download করতে হয় | কিন্তু আপনি যদি Firefox  ব্যবহার করে থাকেন তাহলে একটি addons  ইনস্টল করলেই আপনি অভি store  থেকে pc  তে software  download  করতে পারবেন |

এর জন্য আপনাকে  যা করতে হবে:

  • ১. PC  তে Firefox 4 এর এই version  টি ইনস্টল করুন | Firefox  4
  • ২. ইনস্টল  Firefox addons User Agent Switcher, এবং   firefox  restart  করুন |
  • ৩. Nokia 5800, N95, N97, E71, 5310 phone  এর জন্য   User Agent File Phone save  করুন useragentswitcher.xml
  • ৪.User Agent Switcher Addons  থেকে  User Agent File Phone Import  করুন |

Firefox -> Add-ons ->  Choose Option on User Agent Switcher |

Option<Import<useragentswitcher.xml<ok

Tools<user agent switcher  থেকে N97  select করুন | আবার  Nokia Ovi Store থেকে software  download  করুন যত খুশি |

জাভা ফাইল এর ক্ষেত্রে শুধু .jad  ফাইল download  হয় | সে ক্ষেত্রে .jad  ফাইল টি কে notepad  এ open  করুন  | এর প্রথম line  এই jar  url  :" http ://" পাবেন | copy  করে browser এর address bar এ paste করুন  এবং  enter চাপুন , ব্যস download শুরু  হয়ে  যাবে |
ধন্যবাদ

Source: shiblucu.blogspot.com

Level 0

আমি তালপাতার সিপাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MSc (Statistics), University of Chittagong. Full time freelancer. Like to talk and being with my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

MIDlet-JAR-URL এর এড্রেস সম্পুর্ণ কপি করতে হবে।