নতুন blogspot ব্লগে “Google Search Console” যোগ করুন এবং ব্লগের sitemap generate করুন [google blog part-2]

নমস্কার! সকলকে.

আগের টিউনে ব্লগস্পট ব্লগে theme add করা পর্যন্ত হয়েছিলো। আপনি যদি আগের টিউনটা না দেখে থাকেন তাহলে নীচের দেওয়া টিউন থেকে "google blog part-1" টিউনটি দেখুন।

Google Search Console

search Console হল google-এর একটি সাইট যেখান থেকে আপনি আপনার তৈরি করা ব্লগ-ট্রাফিক দেখা ও ব্লগ maintain করতে পারবেন। এছাড়াও অনেক কাজ রয়েছে search console-এর, যা একটি টিউন-এ discuss করা সম্ভব নয়। search console-এর সুবিধা পেতে আপনাকে প্রথমে আপনার ব্লগকে search console-এ add করতে হবে।

১. প্রথমে google search engine-এ গিয়ে সার্চ বক্সে লিখুন "Google search console"। তারপর নীচের ছবির মতো first link টিতে ক্লিক করুন। এবার start now বাটনটিতে ক্লিক করুন।

২.  ছবির মতো "add property" -তে ক্লিক করে ডানদিকের ঘরটিতে আপনার ওয়েবসাইটের url adress টা copy করে ওই ঘরে paste করে দিন। তারপর নীচের "continue" বাটনটিতে ক্লিক করুন।

৩. কিছুক্ষণ পরে আপনার ওয়েবসাইট search console -এ active হয়ে যাবে। এবং নীচের মতো ছবি আসবে। তারপর ছবিতে দেখানো arrow চিহ্ন অনুযায়ী "sitemaps" -এ ক্লিক করুন।

৪.  আপনার ব্লগের জন্য একটা "sitemap" generate করতে হবে, যাতে google আপনার পোস্টগুলিকে তার search engine-এ যোগ করতে পারে। এর জন্য আপনি google search engine -এ গিয়ে type করুন "sitemap generator blogger" প্রথমে যে সাইটটা show করবে সেই লিঙ্ক-এ ক্লিক করে ওই সাইটের ভেতরে প্রবেশ করুন। আপনি যেকোনো সাইটের ভেতরে প্রবেশ করতে পারেন ওই পেজের। আমি example হিসাবে যেকোনো একটি সাইটের ভেতরে প্রবেশ করলাম। নীচের ছবিতে দেওয়া সার্চ বক্সে আপনার সাইটের url টা দিন। তারপর পাশের submit বাটনে ক্লিক করুন আপনার ব্লগের sitemap generate হয়ে যাবে। sitemap generate করার পর ওই পেজের নিচের দিকে "blogger atom feed sitemap" -এর অন্তরগত ছবিতে দেখানো কোডটিকে কপি করে google search console-এ গিয়ে sitemap সিলেক্ট করে ওটাকে পেস্ট করে দিন ছবিতে দেখনো যেরকম সেরকমভাবে। ব্যস কিছুক্ষণের মধ্যে আপনার sitemap submitted দেখাবে google search console-এ।

কোনো সাইটকে promote করা হচ্ছে না, আমি যে সাইট থেকে sitemap generate করেছি তার লিঙ্কটা দিয়ে দিলাম = https://tools.mybloggertricks.com/generator/sitemap.html

যদি আপনার sitemap সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে টিউমেন্ট করুন এবং "google blog part-3" টা দেখবেন তাহলে সব বুঝতে পারবেন। আমাদের অনুপ্রেরণা বাড়ানোর জন্য এবং blog এবং wordpress সম্পর্কে বিস্তারিত জানার জন্য টেকটিউনস-এর সঙ্গে থাকুন।

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস