বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন।
প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাব কিভাবে রবি এবং এয়ারটেল সিম এ ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিবেন। রবি সিম অনেক সময় অনেক বড় বড় অফার দিতে থাকে কিন্তু আমরা তার সন্ধান অই পাইনা। আমাদের চোখের সামনে যদি কোনো হটাৎ পরে যায় তাহলে আমরা সে অফার টা নেই। আর না হলেত যে ভাবে চলছি সে ভাবেই চলতে থাকি। জিপি রবি এয়ারটেল সহ সব অপারেটর এর সকল অফার সটিক সময় পেতে প্রতিদিন আমাদের ওয়েব ফেইজ এ চোখ রাখুন। ইনশাআল্লাহ আমরা যা জানব থা সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব।
তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল
তাহলে চলুন শুরু করা যাক।
প্রিয় ভিউয়ার্স ভাল ভাবে বুঝানোর জন্য আমি স্ক্রিনশর্ট দিয়েছি আপনা ভালভাবে ফলো করুন
প্রিয় ভিউয়ার্স অফারটি নিতে প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল পেড এ যান। এবার আপনি ডায়াল করুন ★121★88# ডায়াল করা হয়ে গেলে এবার কল বাটনে ক্লিক করুন।
এবার উপরের ছবির মত একটি পেইজ সো করবে। এখানে দেখেন আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছে আপনাকে অফার টি এক্টিভ করার জন্য ১ লিখে সেন্ট করতে হবে। তাহলে আপক্নি খালি ঘরে 1 লিখে Sent এ ক্লিক করুন। এবার নিচের ছবিটি ফলো করুন।
এবার আপনি উপরের ছবির মত একটি পেইজন্দেখতে পারবেন। তার মানে হল আপনার রিকুয়েষ্ট টি রাখা হয়েছে। আপক্নাকে ফিরতি একটি মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে তারা ১ জিবি ইন্টারনেট ফ্রিতে দিয়েছে।
দেখুন সবশেষে এই রকম একটি মেসেজ আসবে যার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছেন। আপনার ফোন থেকে কোনো চার্জ কেটে নেওয়া হবে না।
প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই চিল আশা করি আপনাদের ভাল লাগবে।
যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটি টিউমেন্ট করে জানাবেন।
তাহলে ভাল থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়াল এ।
আল্লাহ হাফেজ
আমি আহমেদ কাশেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।