এসএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে শীঘ্রই। কিছুদিন পূর্বেই শেষ হলো ২০১৯ সালের এসএসসি পরীক্ষা। প্রতিবছরই বিপুলসংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবছরও এর ব্যতিক্রম হয়নি।
এসএসসি পরীক্ষার রেজাল্ট যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়। রেজাল্ট পেয়ে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উৎসবে মেতে ওঠেন।
দুঃখের বিষয় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায় অতিরিক্ত ট্র্যাফিকের কারণে!প্রতিবছরই এ সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। অথচ সরকারি ওয়েবসাইট ছাড়া অনলাইনে পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার বিকল্প উপায় নেই!
কাজেই SSC Result 2019 নির্বিঘ্নে দেখতে হলে সর্বপ্রথম সরকারি ওয়েবসাইটটির কার্যক্ষমতা বাড়ানো উচিত সরকারের।
সরকারি দুটি ওয়েবসাইট রয়েছে পাবলিক পরীক্ষার ফলাফল দেখার জন্য। অথচ দুটো ওয়েবসাইটই ডাউন হওয়ার কারণে আজেবাজে স্পামিং ওয়েবসাইটে ঢুকে পড়ে শিক্ষার্থীরা এবং প্রচুর হয়রানির শিকার হতে হয় এসব নিম্নমানের ওয়েবসাইটে ঢুকলে।
সুতরাং এ সমস্যার আশু সমাধান হোক এই কামনা সকল নাগরিকের।
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।