গুগুল এডসেন্স এর মাধ্যমে অনলাইনে বাংলাদেশ থেকে অনেকেই ডলার উপার্জন করে কিন্তু বাংলাদেশ ব্যাংক এতো কড়াকড়ি নিয়ম করছে যে পেমেন্ট এর চেক ক্যাশ করা অনেক কষ্টকর হয়ে গেছে রীতিমতো যুদ্ধ করে চেক ক্যাশ করতে হচ্ছে আমাদের। আমার মনে হয় টপিক টা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার।উল্লেখ্য যে আমি গত ২ বছর ধরে গুগুল এডসেন্স এর সাথে জড়িত এবং নিয়মিত কাজ করি।সম্প্রতি এই মাসে আমি ৫৩০০ ডলারের একটা চেক পাইছি।আপনাদের কাছে আবেদন কিছু একটা করেন যাতে আমাদের চেক গুলো ক্যাশ করতে ঝামেলা না হয়।
১।
বেশির ভাগ আধুনিক ব্যাংকে চেক ক্যাশ হতে ৩০ দিনের বেশি লাগে (যেটা কোন কোন ব্যাংক ১৫ দিনে করে দেয়)।
২।
অধিকাংশ ব্যাংকে ই চেক জমা নিতে চায় না(তারা বলে আমরা যে গুগুল এডসেন্স এর প্রোগ্রামে কাজ করি তার কোন ডকুমেন্ট আছে কিনা কিন্তু গুগুল তো কোন ডকুমেন্ট দেয় না শুধুমাত্র চেক ছাড়া)।
৩।
গুগুল এডসেন্স অথবা আউটসোর্সিং নিয়ে ব্যাংক কর্মকর্তা দের উপরন্তু ব্যাংক ম্যানেজার দের পর্যন্ত সঠিক ধারনা নাই।তাদের বেশির ভাগ ই আউটসোর্সিং কি তা বোঝেনা।
৪।
চেক ক্যাশ করতে আধুনিক ব্যাংক গুলা ১৫-৬০ ডলার পর্যন্ত চার্জ কাটে যেখানে ২ ডলার দিয়ে কিছু কিছু ব্যাংক চেক ক্যাশ করে দেয়।
আমি মামুন হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনারা মতামতের মাধ্যমে আপনাদের সমস্যা গুলো শেয়ার করবেন