বাংলাদেশে গুগুল এডসেন্স বিড়ম্বনা

গুগুল এডসেন্স এর মাধ্যমে অনলাইনে বাংলাদেশ থেকে অনেকেই ডলার উপার্জন করে কিন্তু বাংলাদেশ ব্যাংক এতো কড়াকড়ি নিয়ম করছে যে পেমেন্ট এর চেক ক্যাশ করা অনেক কষ্টকর হয়ে গেছে রীতিমতো যুদ্ধ করে চেক ক্যাশ করতে হচ্ছে আমাদের। আমার মনে হয় টপিক টা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার।উল্লেখ্য যে আমি গত ২ বছর ধরে গুগুল এডসেন্স এর সাথে জড়িত এবং নিয়মিত কাজ করি।সম্প্রতি এই মাসে আমি ৫৩০০ ডলারের একটা চেক পাইছি।আপনাদের কাছে আবেদন কিছু একটা করেন যাতে আমাদের চেক গুলো ক্যাশ করতে ঝামেলা না হয়।

সমস্যার বিবরনীঃ

১।
বেশির ভাগ আধুনিক ব্যাংকে চেক ক্যাশ হতে ৩০ দিনের বেশি লাগে (যেটা কোন কোন ব্যাংক ১৫ দিনে করে দেয়)।

২।
অধিকাংশ ব্যাংকে ই চেক জমা নিতে চায় না(তারা বলে আমরা যে গুগুল এডসেন্স এর প্রোগ্রামে কাজ করি তার কোন ডকুমেন্ট আছে কিনা কিন্তু গুগুল তো কোন ডকুমেন্ট দেয় না শুধুমাত্র চেক ছাড়া)।
৩।
গুগুল এডসেন্স অথবা আউটসোর্সিং নিয়ে ব্যাংক কর্মকর্তা দের উপরন্তু ব্যাংক ম্যানেজার দের পর্যন্ত সঠিক ধারনা নাই।তাদের বেশির ভাগ ই আউটসোর্সিং কি তা বোঝেনা।
৪।
চেক ক্যাশ করতে আধুনিক ব্যাংক গুলা ১৫-৬০ ডলার পর্যন্ত চার্জ কাটে যেখানে ২ ডলার দিয়ে কিছু কিছু ব্যাংক চেক ক্যাশ করে দেয়।

Level 0

আমি মামুন হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনারা মতামতের মাধ্যমে আপনাদের সমস্যা গুলো শেয়ার করবেন

    Level 0

    vi ami akebare notun. aji ami গুগুল এডসেন্স peye si. apnar kotha shune to vooi passi

ভাইয়া আমি এক মাস আগে ১৬৭ ডলার ইসলামী ব্যাংক এর মৌচাক শাখা থেকে ক্যাশ করাই ২৬ দিন লাগে । আমিও বিভিন্ন হয়রানির স্বিকার হই । প্রথমে নিতে চায় না । পরে আঙ্গিকার নামা নেয় । শুনেছি টাষ্ট ব্যাংক, EXIM ব্যাংক এ কম সময় নেয় ।

Level 0

ভাই অামার গুগুল এডসেন্স েনই। তেেব অািম একাউন্ট করেতে চাই িকন্তু অািম নতুন অামােক িক েকউ সাহায্য করেতে পােরন, িকভােব একাউন্ট করেেত হয় িবস্তািরত, পারেল অামার ইেমইেল িদন [email protected] অথবা েমাবাইল নাম্বার িদন তাহেল থুব উপকৃত হতাম, অার যিদি অােগ িটউন কেের থােকন তাহেেল িলংক িদেেয়ন, অামার েলখায় অেনক ভূল অাসেেল অািম িলখেেত পারিিছ না তাই এরকম হেেচ্ছ

ভাই আপনার কথা বিশ্বাস করতে পারছি না । ৫৩০০ ডলার মানে বুঝজন? আপনার কতগুলা সাইট? কাছুদিন আগে বলেছেন আপনি ব্যান খাইচছন তাহলে চেক পান কাভাবে ?

Level 0

Amer monay hoy akdom vuya, 5300$$ trust hoyna. Monay hoy nejer nam futanor jonno ai tune korsay.

Level 0

5300*72=381600 tk…..

এই ছাগলের ১৩ নাম্বার বাচ্চা বড় হইছছ কাঠাল পাতা খাইয়া তা আরো খাইতে চাস নাকি ?
এই হালায় তার সাইটে ভিজিটর নেওয়ার জন্য এই পোষ্ট দিছে মানুষ কে মদন বানানোর জন্য আর টাকা খাওয়ার জন্য ।
ছাগু টারে সবাই লাথি দেন

তুই তো ছাগল বাংলাদেশের বড় ছাগল

একটা স্ন্যাপশট দেখা দেখি কত আছে তোর একাউন্টে

    Level 0

    login na kore parlam na ….. ami apnader sathe kono bitorke jabo na… karon jader nonnotomo vodrota nei tader sathe kotha bola r pagol der sathe kotha bola ek. ebong sobcye boro kotha apnader adsense sompoke oviggota onek kom.r jekhane amar kotha apnader bissasi hosse na so check er snapsot dle ki bissas hobe…. karon snapshot to net e avalable paoa jay……. tobe ami apnader ekta option dite pari … amar basa titatuli… ami DIU sukrabad cumpus te Study kori …. so je ke jadi sorasori check er proman dekhte can bina didhay amar sathe dekha korben. r ekta kotha goto mase amar adsense account ban hoise eta sotti…. page ctr 12% er beshi hoye jaoay adsense ban kore dise … tobe ban hole check ta age issued hoisilo tai check ta peye gesi…. aro kono information janar thakle amar sathe jogajog korte paren…… mobile no .01726703137
    email: [email protected] or amar facebook id : mamun3137

    sob sese dukkhito english e lekhar jonno

5300 $ 😕 😕 😕

সত্যি নাকি? একটা স্ক্রিনশট দেখান নিজের একাউন্ট এর ।নেট থেকে কপি করে না।

আমরা উনাকে ভুল না ভেবে আমরা উনার টাইপিং মিসটেক ধরি।। আমরা মনে করি ৫৩০০ না হয়ে হবে ৫৩.০০।
ভাই আমরা এত হাসি কেন? বুঝি না। তারপর ও হাসি আসলে কি করা?……… হা হা

জীবনের মামা জীবনে হয় টাকা উপার্জন খুব কম করছে/ উপার্জনের জন্য এত এত চেষ্টা করে বিফল হইছে যে কেউ সামান্য ইঙ্কাম করলে সেটা বিশ্বাস করাইতে জান প্রাণ দিয়ে দিতে হয়।আপনার মতো মানুষের জন্য এসব না যারা নূন্যতম ভদ্রতা বজায় রাখে না।এসব করতে বস হতে হয় চুনুপুটির ভাত নাই।আমার ফেব্রুয়ারী মাসের এডসেন্স চেক ইস্যু স্নেপশট দিলাম।যদি ও বিশ্বাসীরা এমনি ই বিশ্বাস করে স্নেপশট লাগেনা।মাত্র ২৩৯৪ ডলারের।যাতে উনার অনেক অবদান আছে। http://www.noboaalo.com/wp-content/uploads/2011/04/Untitled.jpg আর এখানে ২০ মিনিট সময় নষ্ট করে ভিসিটর নেয়ার মতো মানুষ সে না।অবিশ্বাসিরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসতে পারেন।

আমার মতে যারা এখানে উল্টা পাল্টা কথা বলতেছে তারা Google Adsense সম্পর্কেই কিছু জানে না!!!! আপনারা যার সম্পর্কে বাজে মন্তব্য করছেন সে ৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে!!!! আপনাদের মধ্যে যারা বিশ্বাস করেন না, তাদের জোর করে বিশ্বাস করাতে চাই না। নিজেরা যা করতে পারেন নাই, সেটা আর একজন করলেই কি দোষ????? মন্তব্য করবেন, কিন্তু বুঝে শুনে করবেন, না জেনে কথা বলাটা বোকামি। টেকটিউনসে যারা টিউন করেন / মতামত দেন, তারা বোধ করি বোকা/গাধা নন। নিজেদের মাপকাঠিটা ঠিক রেখে মতামত দেবার জন্য এবং বিষয়টি সম্পর্কে জেনে সবাইকে মতামত দেয়ার জন্য অনুরোধ করা হলো।

মি মুজাহিদ কে বলতে হয় গুগুল ৫৩ ডলারের জন্য কোন চেক দেয়না।মিনিমাম ১০০ ডলার লাগে।তবে আপনি যেহেতু বললেন মনে হয় আপনি ১০০ ডলারের নিচে চেক পাইছেন।গুগুলে আপনার মামা চাচা হয়ত আছে।আমাদের নাই।এতে বোঝা যাচ্ছে এডসেন্স সম্পর্কে আপনাদের ধারনা কত্তো !!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাই আমি গত মাসের আগের মাসে মানে মার্চের ১৭ তারিকে ১০৮ ডলারের একটা চেক জমা দিছি আগ্রনি ব্যাংকে কিন্তু আজো তা নাকি টাকায় ভাংগাতে পারে নাই । হায় কপাল । আমার আগামী মাসে আর একটা চেক আসবে বলে আমার বিশ্বাষ , তবে তা আমি ইসলামী ব্যাংকে জমা দিব বলে ভাবছি ।তবে ভাই আপনার ৫৩০০ ডলার মানতে কস্ট হচ্ছে । হলেও মেবি আপনি কোন অবৈধ উপায়ে করেছেন বলে মনে হচ্ছে । তবে আপনি কিন্তু এই বিতর্কের স্মাধান দিতে পারেন মাত্র একটা স্কিনসট দেওয়ার মাধ্যমেই

Level 2

Vai amar adsense –Failed crawl requests (5)- ai problem , akon ame aita solve kore kebabha….keo ke help korben pleaseee