কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডার্ক মুড করবেন?

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আশা করি সবাই অনেক ভাল আছেন, আজ আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব কিভাবে ফেসবুক মেসেঞ্জার এ ডার্ক মুড অন করবেন?

এখনো যারা ফেসবুক মেসেঞ্জার ডার্ক মুড করতে পারেন নাই তাদের জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

অনেকেই জানেন যে কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডার্ক মুড করে কিন্তু জানেন না কিভাবে সকল আইডি তে ডার্ক মুড অন করবেন।

অনেক কথা বল্লাম চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার মেসেঞ্জার এ চলে যান। কোন এক বন্ধু বা কোন গ্রুপ ওপেন করুন। এরপর ইমজি থাকে নতুন চাঁদ খুঁজে বের করুন তারপর সেন্ট করুন যদি আপনার আইডি তে ফেসবুক আগে থেকেই এই ফিচার চালু করে দিয়ে থাকে তাহলে উপর থেকে চাঁদ এর বৃষ্টি হবে। তারপর আপনার আইডি তে ফিরে যান.

দেখুন ওইখানে ডার্ক মুড অপশন লেখা আছে, ওইটাতে টিক চিহ্ন দিয়ে দিন। দেখুন আপনার মেসেঞ্জার আইডি ডার্ক মুড চালু হয়ে গেছে।

আর যদি আপনার আইডি তে ডার্ক মুড অটো ভাবে চালু না হয় তাহলে কিভাবে ডার্ক মুড করবেন?

এজন্য আপনাকে আপনার অন্য কোন আইডি বা আপনার কোন বন্ধুর কোন আইডি যদি আগে থেকেই ডার্ক মুড ওপেন হয়ে থাকে সেই আইডির হেল্প লাগবে.

এরপর আপনাকে সেই বন্ধুর আইডি বা আপনার অন্য আইডি তে প্রথমে উপরের নিয়মে ডার্ক মুড ওপেন করে নিবেন। তারপর সেটিং থেকে স্যুইট একাউন্ট থেকে আপনার যে আইডি অটো ডার্ক হইনি সেই আইডি তে লগইন করুন দেখুন আপনার আইডি তে ডার্ক মুড ওপেন হয়েছে। তারপর সেটিং থেকে আপনাকে সেই বন্ধুর আইডি বা আপনার অন্য আইডি রিমুভ করে দিন। দেখবেন তবুও আপনার আইডি তে ডার্ক মুড অন থাকবে। থ্যাংকস কষ্ট করে পুরো টিউনটা  পরার জন্য। এরপর অ বুজতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন ধন্যবাদ।

এর পরেও যদি বুজতে না পারেন তাহলে এইই ভিডিও টা দেখুন ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

Thanks for watching these videos, hit like, subscribe our channel and

yes don't forget to share with you friends.

Level 2

আমি গাজিউর রহমান শিহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস