আসসালামু আলাইকুম।
কিছুদিন আগে popads নামক একটি ওয়েবসাইট এর মাধ্যমে মাস্টারকার্ড অর্ডার করা যেত। কিন্তু সেই অফারটি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই নিরাশ হয়ে যায়। যেমনটি আমি হয়েছিলাম।
কিন্তু কিছুদিন যাবত আবারো অন্য একটি ওয়েবসাইট এর মাধ্যমে আগের মতোই সম্পুর্ণ ফ্রিতে নেয়া যাচ্ছে। কতদিন নেয়া যাবে তা বলা মুশকিল।
আমার পক্ষ থেকে বিশেষ পরামর্শ যে, ১টি অর্ডার করে নিন। পরের হিসেব পরে হবে।
আমি কখনোই নিজে না জেনে কাউকে জানাই না। এবং সত্য মিথ্যা যাচাই করে তারপর শেয়ার করাই উত্তম মনে করি। আর তাই নিজে যাচাই করে অর্ডার করতে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ায় দুখিত।
যাই হোক, কাজের কথায় আসি।
Instructions
১.www.chitika.com/apply এ যান।
২. আপনার বৈধ ইমেল দিন।
৩.ইমেলে লিনক চলে যাবে। ক্লিক করে ভেরিফাই করুন।
৪. তারপর ইমেলে দেয়া instructions অনুসরন করুন।
৫. (বিস্তারিত লিখতে গেলে অফার শেষ হয়ে যেতে পারে। তাই এতো সময় নিলাম না) নিজ দায়িত্বে বাকিটুকু কম্পলিট করুন।
একদম সহজ।
এছাড়াও যদি আপনাদের খুব দরকার হয় তবে জানাবেন। এ বিষয়ে ভিডিও তৈরী করে উপহার দিব। মুলত বানিজ্যিক উদ্দেশ্য হলে ভিডিও দিয়েই আপনাদেরকে জানাতাম।
অনেকেতো আবার ভাবেন যে সবাই এখানে বানিজ্যিক উদ্দেশ্যেই আসে। নাহ ভাই, সবাই এমন না। কেউ কেউ ব্যতিক্রমধর্মী ও হয়।
বিশেষ বিশেষ দ্রষ্টব্যঃঃ যদি বলেন এটা কোন টিউন হলো, সম্পুর্ন নিয়ম কানুন ছাড়া কেমন টিউন এটা। রিপোর্টেড।
তাদের বলছি, ভাই, যদি সত্যিকার অর্থেই আপনার মাস্টারকার্ডের প্রয়োজনীয়তা থাকে তবে যতটুকু তথ্য দিয়েছি সেটাই আপনার জন্য যথেষ্ট।
যদি এই টিউন দিয়ে নিরাশমুলক বক্তব্য শুনি তবে আর কিছুই শেয়ার করব না।
আমি শাহিন সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।